কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ওঠে, সালমান খান বিয়ে করেছেন সোনাক্ষী সিনহাকে। বিয়ের একটি ছবিও ভাইরাল হয়। এ বিষয়ে ভাইজান চুপ থাকলেও মুখ খুলেছেন সোনাক্ষী। ইনস্টাগ্রামে যে প্রোফাইল থেকে ছবিটি শেয়ার হয়েছে, সেখানে সোনাক্ষী মন্তব্য করেন, ‘আপনারা এতটা বোকা! আসল ছবি আর ভুয়া ছবির পার্থক্য বুঝতে পারেন না?’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফটো এডিট করা সেই ছবিতে দেখা যায় বেজ রঙা ব্লেজার ও সাদা শার্টে রয়েছেন সালমান। আর সোনাক্ষী পরেছেন লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর। এই ছবি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। সবার একটাই প্রশ্ন, চুপিসারে শেষ পর্যন্ত সোনাক্ষীকে বিয়ে করলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর? তবে ছবিটি যে ভুয়া, তা বুঝতে খুব বেশি সময় লাগেনি নেটিজেনদের।
বিয়ে নিয়ে সোনাক্ষীর মন্তব্যে নতুন করে সেই ছবি নিয়ে আলোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো কোনো নেটিজেনের মন্তব্য, এমন ছবি নিয়ে সোনাক্ষীর মাথাব্যথার কোনো কারণই নেই। আবার কেউ বলেন, মুখ খুলে নায়িকা ভালোই করেছেন। এ ধরনের সস্তা গসিপ বন্ধ হওয়া উচিত।
বরাবরই সালমান খানের প্রিয় পাত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে সালমানের হাত ধরে ‘দাবাং’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। সালমান-সোনাক্ষী জুটি বেশ সাদরে গ্রহণ করেন বলিউডপ্রেমীরা।
এদিকে বলিপাড়ায় চর্চিত আছে যে সোনাক্ষীর সঙ্গে বিশেষ সম্পর্ক আছে অভিনেতা জাহির ইকবালের। অন্যদিকে রোমানিয়ান অভিনেত্রী-মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সালমান—এমনটা শোনা যাচ্ছে কয়েক বছর ধরেই।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর গুঞ্জন ওঠে, সালমান খান বিয়ে করেছেন সোনাক্ষী সিনহাকে। বিয়ের একটি ছবিও ভাইরাল হয়। এ বিষয়ে ভাইজান চুপ থাকলেও মুখ খুলেছেন সোনাক্ষী। ইনস্টাগ্রামে যে প্রোফাইল থেকে ছবিটি শেয়ার হয়েছে, সেখানে সোনাক্ষী মন্তব্য করেন, ‘আপনারা এতটা বোকা! আসল ছবি আর ভুয়া ছবির পার্থক্য বুঝতে পারেন না?’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ফটো এডিট করা সেই ছবিতে দেখা যায় বেজ রঙা ব্লেজার ও সাদা শার্টে রয়েছেন সালমান। আর সোনাক্ষী পরেছেন লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর। এই ছবি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড়। সবার একটাই প্রশ্ন, চুপিসারে শেষ পর্যন্ত সোনাক্ষীকে বিয়ে করলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর? তবে ছবিটি যে ভুয়া, তা বুঝতে খুব বেশি সময় লাগেনি নেটিজেনদের।
বিয়ে নিয়ে সোনাক্ষীর মন্তব্যে নতুন করে সেই ছবি নিয়ে আলোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো কোনো নেটিজেনের মন্তব্য, এমন ছবি নিয়ে সোনাক্ষীর মাথাব্যথার কোনো কারণই নেই। আবার কেউ বলেন, মুখ খুলে নায়িকা ভালোই করেছেন। এ ধরনের সস্তা গসিপ বন্ধ হওয়া উচিত।
বরাবরই সালমান খানের প্রিয় পাত্রী সোনাক্ষী সিনহা। ২০১০ সালে সালমানের হাত ধরে ‘দাবাং’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। সালমান-সোনাক্ষী জুটি বেশ সাদরে গ্রহণ করেন বলিউডপ্রেমীরা।
এদিকে বলিপাড়ায় চর্চিত আছে যে সোনাক্ষীর সঙ্গে বিশেষ সম্পর্ক আছে অভিনেতা জাহির ইকবালের। অন্যদিকে রোমানিয়ান অভিনেত্রী-মডেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে আছেন সালমান—এমনটা শোনা যাচ্ছে কয়েক বছর ধরেই।
বর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
২ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগেটেলিভিশনে নিয়মিত সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পীরা। নিজেদের গানের পাশাপাশি অন্য শিল্পীর জনপ্রিয় গানও পরিবেশন করেন কেউ কেউ। তবে অনেক সময় কভার করা গানের গীতিকার ও শিল্পীর নাম থাকে উপেক্ষিত। এবার এই বিষয়ে অভিযোগ জানালেন সংগীতশিল্পী কাজী শুভ। গতকাল সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করে কাজী শুভ...
২ ঘণ্টা আগেম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১৬ ঘণ্টা আগে