বিনোদন ডেস্ক
‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন চ্যাপলিন। ১৯২৫ সালে মুক্তি পাওয়া নির্বাক সিনেমাটির এ বছর শতবর্ষ পূর্তি হচ্ছে।
১০০ বছর উপলক্ষে দ্য গোল্ড রাশকে নতুনভাবে ফিরিয়ে এনেছে এমটুকে ফিল্মস। ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশন করা হয়েছে সিনেমাটি। আগামী ২৬ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে নতুনভাবে মুক্তি পাবে দ্য গোল্ড রাশ। চ্যাপলিনের কালজয়ী এ কীর্তি ঝকঝকে প্রিন্টে উপভোগ করতে পারবেন দর্শক। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে। এবারের কান ক্ল্যাসিকস বিভাগের সেরা আকর্ষণ হিসেবে ১৩ মে উৎসবের শুরুর দিনে দেবাসি থিয়েটারে প্রথমবারের মতো প্রদর্শিত হবে দ্য গোল্ড রাশের ফোর-কে ভার্সন। রি-রিলিজ উপলক্ষে সিনেমাটির একটি রঙিন পোস্টার প্রকাশ করা হয়েছে।
কান ক্ল্যাসিকসে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’
১৯৭০ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’ দেখানো হবে এবারের কান চলচ্চিত্র উৎসবে। কান ক্ল্যাসিকস বিভাগে স্থান পেয়েছে সিনেমাটি। সম্প্রতি অরণ্যের দিনরাত্রি ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশন করা হয়েছে, সেটি প্রদর্শিত হবে কান উৎসবে। কানের স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, দ্য ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ও নির্মাতা ওয়েস অ্যান্ডারসন, প্রযোজক পূর্ণিমা দত্ত প্রমুখ।
চলচ্চিত্র সংরক্ষণের জন্য প্রসিদ্ধ প্রতিষ্ঠান লা সিনেটেকা ডি বোলোনার পরিচালক জিয়ান লুকা ফারিনেলি বলেন, ‘আমরা প্রায় ৩০ বছর ধরে চ্যাপলিনের শিল্পকর্ম নিয়ে কাজ করছি। চ্যাপলিনের প্রতিটি সিনেমা কয়েক প্রজন্ম ধরে মানুষের চিন্তার উন্নয়নে ও সাংস্কৃতিক গঠনে ভূমিকা রেখে চলেছে। ১০০ বছর আগেও দর্শকেরা তাঁর সিনেমার যেসব দৃশ্যে হাসত, এখনো সেসব দৃশ্যে হাসে। দ্য গোল্ড রাশের নতুনভাবে রিস্ট্রোরেশন একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি আমাদেরকে ১৯২৫ সালের ২৬ জুন প্রথম প্রদর্শনীর সেই অভিজ্ঞতার কাছাকাছি নিয়ে যাবে।’
এর আগে ১৯৪২ সালে একবার রি-রিলিজ করা হয়েছিল দ্য গোল্ড রাশ। ওই বছর এই নির্বাক সিনেমায় যোগ করা হয় সাউন্ড ইফেক্ট, মিউজিক ও কমেন্টারি। তাতে সিনেমাটির বক্তব্য ও আর্ট এতটুকু ক্ষুণ্ন হয়নি, বরং বেড়েছে অনেকখানি। আশা করা হচ্ছে, এবার ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশনের ফলে দ্য গোল্ড রাশ আরও উপভোগ্য হয়ে উঠবে।
‘দ্য গোল্ড রাশ’কে বলা হয় চার্লি চ্যাপলিনের শিল্পীজীবনের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি। চার্লি চ্যাপলিন নিজেও বলেছিলেন, এ সিনেমার জন্য তিনি মানুষের হৃদয়ে থেকে যেতে চান। দ্য গোল্ড রাশের কেন্দ্রে রয়েছে সোনার সন্ধানে বেরিয়ে পড়া এক ভবঘুরে। সাধারণ মানুষের জীবনের সীমাহীন লাঞ্ছনা ও ব্যর্থতাকে খুদে ভবঘুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন চ্যাপলিন। ১৯২৫ সালে মুক্তি পাওয়া নির্বাক সিনেমাটির এ বছর শতবর্ষ পূর্তি হচ্ছে।
১০০ বছর উপলক্ষে দ্য গোল্ড রাশকে নতুনভাবে ফিরিয়ে এনেছে এমটুকে ফিল্মস। ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশন করা হয়েছে সিনেমাটি। আগামী ২৬ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে নতুনভাবে মুক্তি পাবে দ্য গোল্ড রাশ। চ্যাপলিনের কালজয়ী এ কীর্তি ঝকঝকে প্রিন্টে উপভোগ করতে পারবেন দর্শক। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে। এবারের কান ক্ল্যাসিকস বিভাগের সেরা আকর্ষণ হিসেবে ১৩ মে উৎসবের শুরুর দিনে দেবাসি থিয়েটারে প্রথমবারের মতো প্রদর্শিত হবে দ্য গোল্ড রাশের ফোর-কে ভার্সন। রি-রিলিজ উপলক্ষে সিনেমাটির একটি রঙিন পোস্টার প্রকাশ করা হয়েছে।
কান ক্ল্যাসিকসে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’
১৯৭০ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’ দেখানো হবে এবারের কান চলচ্চিত্র উৎসবে। কান ক্ল্যাসিকস বিভাগে স্থান পেয়েছে সিনেমাটি। সম্প্রতি অরণ্যের দিনরাত্রি ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশন করা হয়েছে, সেটি প্রদর্শিত হবে কান উৎসবে। কানের স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, দ্য ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার ও নির্মাতা ওয়েস অ্যান্ডারসন, প্রযোজক পূর্ণিমা দত্ত প্রমুখ।
চলচ্চিত্র সংরক্ষণের জন্য প্রসিদ্ধ প্রতিষ্ঠান লা সিনেটেকা ডি বোলোনার পরিচালক জিয়ান লুকা ফারিনেলি বলেন, ‘আমরা প্রায় ৩০ বছর ধরে চ্যাপলিনের শিল্পকর্ম নিয়ে কাজ করছি। চ্যাপলিনের প্রতিটি সিনেমা কয়েক প্রজন্ম ধরে মানুষের চিন্তার উন্নয়নে ও সাংস্কৃতিক গঠনে ভূমিকা রেখে চলেছে। ১০০ বছর আগেও দর্শকেরা তাঁর সিনেমার যেসব দৃশ্যে হাসত, এখনো সেসব দৃশ্যে হাসে। দ্য গোল্ড রাশের নতুনভাবে রিস্ট্রোরেশন একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি আমাদেরকে ১৯২৫ সালের ২৬ জুন প্রথম প্রদর্শনীর সেই অভিজ্ঞতার কাছাকাছি নিয়ে যাবে।’
এর আগে ১৯৪২ সালে একবার রি-রিলিজ করা হয়েছিল দ্য গোল্ড রাশ। ওই বছর এই নির্বাক সিনেমায় যোগ করা হয় সাউন্ড ইফেক্ট, মিউজিক ও কমেন্টারি। তাতে সিনেমাটির বক্তব্য ও আর্ট এতটুকু ক্ষুণ্ন হয়নি, বরং বেড়েছে অনেকখানি। আশা করা হচ্ছে, এবার ফোর-কে ভার্সনে রিস্ট্রোরেশনের ফলে দ্য গোল্ড রাশ আরও উপভোগ্য হয়ে উঠবে।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৮ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৩০ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে