Ajker Patrika

মোহাম্মদ রফির বায়োপিক

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ০২
মোহাম্মদ রফি। ছবি: সংগৃহীত
মোহাম্মদ রফি। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে গত মঙ্গলবার সম্মান জানানো হয় মোহাম্মদ রফিকে। সেখানেই বায়োপিকের খবর দেন শাহিদ রফি। তিনি জানান, এখন চলছে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। বায়োপিকটির পরিচালনায় থাকতে পারেন উমেশ শুক্লা; যিনি বলিউড সিনেমা ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ পরিচালনা করেছেন। রফির বায়োপিকে ব্যবহার করা হবে শিল্পীর গান। তবে এ সিনেমায় রফির চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি শাহিদ রফি।

মোহাম্মদ রফির গাওয়া গান এখনো মানুষের মুখে মুখে। ‘লিখে যো খত তুঝে’, ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’সহ হাজারের বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তাঁর জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে বায়োপিকে।

আগামী ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মশতবর্ষ। জানা গেছে, সেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে বায়োপিকের। তখন জানা যাবে সিনেমার নাম আর মোহাম্মদ রফি চরিত্রের অভিনেতার নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত