বিনোদন ডেস্ক
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে গত মঙ্গলবার সম্মান জানানো হয় মোহাম্মদ রফিকে। সেখানেই বায়োপিকের খবর দেন শাহিদ রফি। তিনি জানান, এখন চলছে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। বায়োপিকটির পরিচালনায় থাকতে পারেন উমেশ শুক্লা; যিনি বলিউড সিনেমা ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ পরিচালনা করেছেন। রফির বায়োপিকে ব্যবহার করা হবে শিল্পীর গান। তবে এ সিনেমায় রফির চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি শাহিদ রফি।
মোহাম্মদ রফির গাওয়া গান এখনো মানুষের মুখে মুখে। ‘লিখে যো খত তুঝে’, ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’সহ হাজারের বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তাঁর জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে বায়োপিকে।
আগামী ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মশতবর্ষ। জানা গেছে, সেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে বায়োপিকের। তখন জানা যাবে সিনেমার নাম আর মোহাম্মদ রফি চরিত্রের অভিনেতার নাম।
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী মোহাম্মদ রফি। দেশাত্মবোধক গান, প্লেব্যাক, বিরহের গান, রোমান্টিক গান, সুফি-কাওয়ালি থেকে ভজন-ভক্তিমূলকসহ সংগীতের সব ঘরানায় অবাধ বিচরণ ছিল প্রয়াত এই শিল্পীর। এবার পর্দায় দেখা যাবে মোহাম্মদ রফির জীবনী। এমনটাই জানালেন রফির ছেলে শাহিদ রফি।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে গত মঙ্গলবার সম্মান জানানো হয় মোহাম্মদ রফিকে। সেখানেই বায়োপিকের খবর দেন শাহিদ রফি। তিনি জানান, এখন চলছে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ। বায়োপিকটির পরিচালনায় থাকতে পারেন উমেশ শুক্লা; যিনি বলিউড সিনেমা ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ পরিচালনা করেছেন। রফির বায়োপিকে ব্যবহার করা হবে শিল্পীর গান। তবে এ সিনেমায় রফির চরিত্রে কে অভিনয় করবেন, তা জানাননি শাহিদ রফি।
মোহাম্মদ রফির গাওয়া গান এখনো মানুষের মুখে মুখে। ‘লিখে যো খত তুঝে’, ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’সহ হাজারের বেশি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রফি। ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। তাঁর জীবনের বহু অজানা কথা ফুটে উঠবে বায়োপিকে।
আগামী ২৪ ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মশতবর্ষ। জানা গেছে, সেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে বায়োপিকের। তখন জানা যাবে সিনেমার নাম আর মোহাম্মদ রফি চরিত্রের অভিনেতার নাম।
কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জায়গা পেল বাংলাদেশ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিল আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম।
২৫ মিনিট আগেসিনেমার প্রিমিয়ার নিয়ে বিরক্তি প্রকাশ করে ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, ‘আমি এখন থেকে আর কোনো সিনেমার প্রিমিয়ারে যাব না। নিজের সিনেমারও না। পরের সিনেমারও না।’
১ ঘণ্টা আগেচলচ্চিত্রে সরকারি অনুদানের নতুন নীতিমালার ৬.৫ ধারায় অনুদানের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাবে সিনেমার প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ জমা রাখার কথা বলা হয়েছিল। ২১ এপ্রিল ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম স্থগিত
৯ ঘণ্টা আগেসম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।
১৩ ঘণ্টা আগে