বিনোদন ডেস্ক
কয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এসেছেন অযোধ্যার রাম মন্দিরের হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
মন্দির চত্বরের হনুমানদের খাবারের অভাবের কথা জানিয়ে অক্ষয়ের কাছে সাহায্য চেয়েছিলেন অযোধ্যার এক সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজ। হনুমানদের রোজকার খাবারের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ডাকে সাড়া দিয়ে এক কোটি রুপি পাঠিয়ে দিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমারের এ অর্থে অযোধ্যার ১২০০ হনুমানের খাবারের সংস্থান করা হচ্ছে প্রতিদিন। অযোধ্যার লাগোয়া সুরক্ষিত এক স্থানে এই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দিরের আশপাশে হনুমানের সংখ্যা অনেক বেশি। খাবারের অভাবের কারণেই মূলত তারা দর্শনার্থীদের নানা সময়ে আক্রমণও করে। তাই হনুমানরা যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখেছেন অক্ষয়। পাশাপাশি দর্শনার্থীরাও উপদ্রবের হাত থেকে রক্ষা পাবেন। শহরের বাইরে খাবারের ব্যবস্থা করায় শহরও পরিস্কার থাকবে।
অক্ষয়ের এই উদ্যোগ তাঁর মা-বাবা ও শ্বশুর অভিনেতা রাজেশ খান্নার প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন। অক্ষয়ের পক্ষ থেকে হনুমানদের জন্য খাবার নিয়ে যে সব গাড়ি যাচ্ছে, তার পেছনে লেখা রয়েছে বাবা হরি ওম, মা অরুণা ও শ্বশুর রাজেশ খান্নার নাম।
অক্ষয় বলেন, ‘যখন জানতে পারি, এ রকম একটি পবিত্র জায়গায় হনুমানেরা খাদ্য সংকটে ভুগছে, সমস্যাটির কথা শোনার পরেই মনে হয়েছিল, আমার কিছু করা উচিত। আমার মা-বাবা ও শ্বশুরের নাম লিখে দিই খাবার ভ্যানে। এটা আমার জন্য একটা ইমোশনাল সিদ্ধান্ত বলতে পারেন।’
কয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এসেছেন অযোধ্যার রাম মন্দিরের হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
মন্দির চত্বরের হনুমানদের খাবারের অভাবের কথা জানিয়ে অক্ষয়ের কাছে সাহায্য চেয়েছিলেন অযোধ্যার এক সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজ। হনুমানদের রোজকার খাবারের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ডাকে সাড়া দিয়ে এক কোটি রুপি পাঠিয়ে দিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমারের এ অর্থে অযোধ্যার ১২০০ হনুমানের খাবারের সংস্থান করা হচ্ছে প্রতিদিন। অযোধ্যার লাগোয়া সুরক্ষিত এক স্থানে এই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দিরের আশপাশে হনুমানের সংখ্যা অনেক বেশি। খাবারের অভাবের কারণেই মূলত তারা দর্শনার্থীদের নানা সময়ে আক্রমণও করে। তাই হনুমানরা যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখেছেন অক্ষয়। পাশাপাশি দর্শনার্থীরাও উপদ্রবের হাত থেকে রক্ষা পাবেন। শহরের বাইরে খাবারের ব্যবস্থা করায় শহরও পরিস্কার থাকবে।
অক্ষয়ের এই উদ্যোগ তাঁর মা-বাবা ও শ্বশুর অভিনেতা রাজেশ খান্নার প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন। অক্ষয়ের পক্ষ থেকে হনুমানদের জন্য খাবার নিয়ে যে সব গাড়ি যাচ্ছে, তার পেছনে লেখা রয়েছে বাবা হরি ওম, মা অরুণা ও শ্বশুর রাজেশ খান্নার নাম।
অক্ষয় বলেন, ‘যখন জানতে পারি, এ রকম একটি পবিত্র জায়গায় হনুমানেরা খাদ্য সংকটে ভুগছে, সমস্যাটির কথা শোনার পরেই মনে হয়েছিল, আমার কিছু করা উচিত। আমার মা-বাবা ও শ্বশুরের নাম লিখে দিই খাবার ভ্যানে। এটা আমার জন্য একটা ইমোশনাল সিদ্ধান্ত বলতে পারেন।’
এ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
১৮ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
৩৩ মিনিট আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগেপরিচালক মোহিত সুরির নতুন চলচ্চিত্র ‘সায়ারা’ দ্বিতীয় সপ্তাহের মতো বক্স অফিস কাঁপাচ্ছে। দেশের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করার পথে রয়েছে ছবিটি। অভিনেতা আহান পাণ্ডের অভিষেক চলচ্চিত্র ‘সায়ারা’। প্রথম সিনেমাতেই বাজিমাত করলেন তিনি। প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করছে।
৯ ঘণ্টা আগে