বিনোদন ডেস্ক
কয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এসেছেন অযোধ্যার রাম মন্দিরের হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
মন্দির চত্বরের হনুমানদের খাবারের অভাবের কথা জানিয়ে অক্ষয়ের কাছে সাহায্য চেয়েছিলেন অযোধ্যার এক সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজ। হনুমানদের রোজকার খাবারের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ডাকে সাড়া দিয়ে এক কোটি রুপি পাঠিয়ে দিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমারের এ অর্থে অযোধ্যার ১২০০ হনুমানের খাবারের সংস্থান করা হচ্ছে প্রতিদিন। অযোধ্যার লাগোয়া সুরক্ষিত এক স্থানে এই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দিরের আশপাশে হনুমানের সংখ্যা অনেক বেশি। খাবারের অভাবের কারণেই মূলত তারা দর্শনার্থীদের নানা সময়ে আক্রমণও করে। তাই হনুমানরা যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখেছেন অক্ষয়। পাশাপাশি দর্শনার্থীরাও উপদ্রবের হাত থেকে রক্ষা পাবেন। শহরের বাইরে খাবারের ব্যবস্থা করায় শহরও পরিস্কার থাকবে।
অক্ষয়ের এই উদ্যোগ তাঁর মা-বাবা ও শ্বশুর অভিনেতা রাজেশ খান্নার প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন। অক্ষয়ের পক্ষ থেকে হনুমানদের জন্য খাবার নিয়ে যে সব গাড়ি যাচ্ছে, তার পেছনে লেখা রয়েছে বাবা হরি ওম, মা অরুণা ও শ্বশুর রাজেশ খান্নার নাম।
অক্ষয় বলেন, ‘যখন জানতে পারি, এ রকম একটি পবিত্র জায়গায় হনুমানেরা খাদ্য সংকটে ভুগছে, সমস্যাটির কথা শোনার পরেই মনে হয়েছিল, আমার কিছু করা উচিত। আমার মা-বাবা ও শ্বশুরের নাম লিখে দিই খাবার ভ্যানে। এটা আমার জন্য একটা ইমোশনাল সিদ্ধান্ত বলতে পারেন।’
কয়েক মাস আগে মুম্বাইয়ের হাজী আলীর দরগা সংস্কারের জন্য প্রায় দেড় কোটি রুপি দান করেছিলেন অক্ষয় কুমার। এবার তিনি এগিয়ে এসেছেন অযোধ্যার রাম মন্দিরের হনুমানদের সাহায্যে। দিয়েছেন এক কোটি রুপি।
মন্দির চত্বরের হনুমানদের খাবারের অভাবের কথা জানিয়ে অক্ষয়ের কাছে সাহায্য চেয়েছিলেন অযোধ্যার এক সেবা ট্রাস্টের প্রধান স্বামী রাঘবাচার্য মহারাজ। হনুমানদের রোজকার খাবারের দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের ডাকে সাড়া দিয়ে এক কোটি রুপি পাঠিয়ে দিয়েছেন অক্ষয়।
অক্ষয় কুমারের এ অর্থে অযোধ্যার ১২০০ হনুমানের খাবারের সংস্থান করা হচ্ছে প্রতিদিন। অযোধ্যার লাগোয়া সুরক্ষিত এক স্থানে এই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
রাম মন্দিরের আশপাশে হনুমানের সংখ্যা অনেক বেশি। খাবারের অভাবের কারণেই মূলত তারা দর্শনার্থীদের নানা সময়ে আক্রমণও করে। তাই হনুমানরা যাতে অভুক্ত না থাকে, সেদিকে খেয়াল রেখেছেন অক্ষয়। পাশাপাশি দর্শনার্থীরাও উপদ্রবের হাত থেকে রক্ষা পাবেন। শহরের বাইরে খাবারের ব্যবস্থা করায় শহরও পরিস্কার থাকবে।
অক্ষয়ের এই উদ্যোগ তাঁর মা-বাবা ও শ্বশুর অভিনেতা রাজেশ খান্নার প্রতি তাঁর শ্রদ্ধাজ্ঞাপন। অক্ষয়ের পক্ষ থেকে হনুমানদের জন্য খাবার নিয়ে যে সব গাড়ি যাচ্ছে, তার পেছনে লেখা রয়েছে বাবা হরি ওম, মা অরুণা ও শ্বশুর রাজেশ খান্নার নাম।
অক্ষয় বলেন, ‘যখন জানতে পারি, এ রকম একটি পবিত্র জায়গায় হনুমানেরা খাদ্য সংকটে ভুগছে, সমস্যাটির কথা শোনার পরেই মনে হয়েছিল, আমার কিছু করা উচিত। আমার মা-বাবা ও শ্বশুরের নাম লিখে দিই খাবার ভ্যানে। এটা আমার জন্য একটা ইমোশনাল সিদ্ধান্ত বলতে পারেন।’
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৪ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪ ঘণ্টা আগে