গ্যাংস্টারদের নজরে রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। প্রতিনিয়ত শুনতে হচ্ছে হত্যার হুমকি। বেশ কিছুদিন আগেই জেল থেকে পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই জানিয়েছেন তাঁর একমাত্র লক্ষ্য সালমান খানকে হত্যা করা। মাথার ওপর হত্যার হুমকি, বিষয়টি নিয়ে যে ভিত সালমান খান তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সালমান খান জানালেন, অতিরিক্ত নিরাপত্তার জন্যই তাঁর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
সম্প্রতি ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়েছিলেন সালমান খান। সেখানেই সাম্প্রতিক উদ্বেগপূর্ণ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বলিউড ভাইজান। বলেছেন, ‘নিরাপত্তাহীনতায় ভোগার থেকে নিরাপত্তার মধ্যে থাকা ভালো। এখন তাই নিরাপত্তার মধ্যেই থাকতে হচ্ছে আমাকে। এখন আর রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয় আমার পক্ষে।’
সালমান খান বলেন, ‘আমি এখন নিরাপত্তা নিয়েই সব জায়গায় যাচ্ছি। যদিও এও জানি, যা ঘটার তা-ই ঘটবে। আমি শুধু জানি তিনি (ঈশ্বরের উদ্দেশে) আছেন। তবে তার মানে এটাও নয় যে আমি স্বাধীনভাবে ঘুরতে পারব। এখন আমার চারপাশে অনেক শেরা (সালমানের নিরাপত্তারক্ষীর নাম), এত বন্দুক আমার চারপাশে ঘুরছে যে আজকাল আমি নিজেই ভয় পাচ্ছি।’
সালমান আরও বলেন, ‘বড় সমস্যা, আমি যখন ট্রাফিকের মধ্যে বসে থাকি। তখন এত নিরাপত্তায় অন্যদের অসুবিধার সৃষ্টি হয়; নিজেকে তখন অসহায় লাগে। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, আর সে কারণেই এই নিরাপত্তা। আর আমাকে এখন যা বলা হচ্ছে, আমি তা-ই করছি।’
এসব কারণেই নিরাপত্তা বলয়ের ভেতরে দিন পার করছেন সালমান খান। নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছেন। সঙ্গে তিনি বাড়িয়েছেন নিরাপত্তারক্ষী। প্রশাসন থেকেও দেওয়া হচ্ছে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থা। লরেন্স বিষ্ণই গ্যাং থেকে হুমকি পাওয়ার পর মহারাষ্ট্র সরকার সুপারস্টারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ঈদে মুক্তি পেয়েছে সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।
গ্যাংস্টারদের নজরে রয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। প্রতিনিয়ত শুনতে হচ্ছে হত্যার হুমকি। বেশ কিছুদিন আগেই জেল থেকে পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই জানিয়েছেন তাঁর একমাত্র লক্ষ্য সালমান খানকে হত্যা করা। মাথার ওপর হত্যার হুমকি, বিষয়টি নিয়ে যে ভিত সালমান খান তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সালমান খান জানালেন, অতিরিক্ত নিরাপত্তার জন্যই তাঁর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
সম্প্রতি ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’-এ হাজির হয়েছিলেন সালমান খান। সেখানেই সাম্প্রতিক উদ্বেগপূর্ণ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বলিউড ভাইজান। বলেছেন, ‘নিরাপত্তাহীনতায় ভোগার থেকে নিরাপত্তার মধ্যে থাকা ভালো। এখন তাই নিরাপত্তার মধ্যেই থাকতে হচ্ছে আমাকে। এখন আর রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয় আমার পক্ষে।’
সালমান খান বলেন, ‘আমি এখন নিরাপত্তা নিয়েই সব জায়গায় যাচ্ছি। যদিও এও জানি, যা ঘটার তা-ই ঘটবে। আমি শুধু জানি তিনি (ঈশ্বরের উদ্দেশে) আছেন। তবে তার মানে এটাও নয় যে আমি স্বাধীনভাবে ঘুরতে পারব। এখন আমার চারপাশে অনেক শেরা (সালমানের নিরাপত্তারক্ষীর নাম), এত বন্দুক আমার চারপাশে ঘুরছে যে আজকাল আমি নিজেই ভয় পাচ্ছি।’
সালমান আরও বলেন, ‘বড় সমস্যা, আমি যখন ট্রাফিকের মধ্যে বসে থাকি। তখন এত নিরাপত্তায় অন্যদের অসুবিধার সৃষ্টি হয়; নিজেকে তখন অসহায় লাগে। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, আর সে কারণেই এই নিরাপত্তা। আর আমাকে এখন যা বলা হচ্ছে, আমি তা-ই করছি।’
এসব কারণেই নিরাপত্তা বলয়ের ভেতরে দিন পার করছেন সালমান খান। নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করছেন। সঙ্গে তিনি বাড়িয়েছেন নিরাপত্তারক্ষী। প্রশাসন থেকেও দেওয়া হচ্ছে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থা। লরেন্স বিষ্ণই গ্যাং থেকে হুমকি পাওয়ার পর মহারাষ্ট্র সরকার সুপারস্টারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ঈদে মুক্তি পেয়েছে সালমানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।
৮ মিনিট আগে২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
১৯ মিনিট আগেরোজার ঈদে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা, যার ৪টিই দর্শকপ্রিয় হয়েছিল। এখনো বিভিন্ন হলে চলছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’। অবশেষে দেড় মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
২৮ মিনিট আগেঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে ‘সিনে সন্ধ্যা’ আয়োজনে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’ ও ‘আনটং’। ১৮ মে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য দুটি। মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনটাং। ছুরত নির্মিত হয়েছে মানুষের
৩৯ মিনিট আগে