Ajker Patrika

শাহরুখের বাসায় তল্লাশি

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭: ২০
শাহরুখের বাসায় তল্লাশি

বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহরুখের বাসভবন মান্নতে ঢোকার চেষ্টা করেন এনসিবির কর্মকর্তারা। এ সময় শাহরুখের বাসভবনের গেটের প্রহরীরা তাঁদের আটকে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এনসিবির কর্মকর্তারা গেটের বাইরে অপেক্ষা করছেন।

অন্যদিকে আজ অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে এনসিবির কর্মকর্তারা অভিযান চালান। মাদককাণ্ডে অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যার বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। এরপর বৃহস্পতিবার তাঁকে এনসিবির দপ্তরে আনা হয়।

এনসিবি কর্মকর্তাদের হাতে অফিশিয়াল ডকুমেন্টআজ শাহরুখ খান ছেলের সঙ্গে দেখা করেছেন। সকালে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে বলিউড সুপারস্টার শাহরুখ খান আর্থার রোড জেলে গিয়েছিলেন। জানা গেছে, ১৫ থেকে ২০ মিনিটের মতো তিনি জেলের মধ্যে ছিলেন। কিং খানের পরনে ছিল ধূসর রঙা টিশার্ট, চোখে রোদচশমা, মুখে কালো মাস্ক। এর আগে শাহরুখ আর গৌরীর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন আরিয়ান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক সেবন আর আন্তর্জাতিক মাদক সরবরাহকারীদের সঙ্গে সংযোগ থাকার অভিযোগ এনেছে। আরিয়ানের আইনজীবীরা আজ উচ্চ আদালতের কাছে তাঁর জামিনের আবেদন করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত