নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির একটি ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী সোমি আলী। বার্তা সংস্থা আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোমি আলী সেই সময়ে সালমান খানের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রভাব এবং আরও অনেক কিছু জানিয়েছেন তিনি।
সোমি আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ৯০–এর দশকে যখন বলিউডের সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সময় তিনি বিষয়টি টের পেয়েছেন কিনা। স্বচক্ষে দেখা এমন কোনো ঘটনা আছে কিনা, বলে কারও কাছ থেকে দাউদের বিষয়ে কিছু শুনেছেন কিনা। জবাবে সোমি বলেন, ‘আমি এ বিষয়ে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু কেউ সরাসরি দাউদের নাম নিত না, ছোটা শাকিলের (দাউদের সহযোগী) নামও কেউ বলত না। মানুষ এদের আন্ডারওয়ার্ল্ড বলে ডাকত।’
সোমি আরও বলেন, ‘দিব্যা ভারতী আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা “আন্দোলন” সিনেমার শুটিংয়ের সময় বেঙ্গালুরুতে খুব কাছাকাছি এসেছিলাম। আমি দিব্যাকে জিজ্ঞাসা করেছিলাম আন্ডারওয়ার্ল্ড কী? দিব্যা আমাকে উল্টো জিজ্ঞাসা করেছিল, “তুমি কি মাফিয়ার ব্যাপারে জানো? ” আমি বলেছিলাম, “হ্যাঁ, আমেরিকাতে ইতালিয়ান মাফিয়া আছে। ” তখন দিব্যা বলেছিল, “আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়া একরকম। ”’
সোমি আরও একটি হুমকির বিষয়েও তথ্য দিয়েছেন। ওই সময় সালমান খানকে এই হুমকি দেওয়া হয়েছিল।
সোমি স্মরণ করেন, ‘আমি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন বছর ধরে তাঁর সঙ্গে ছিলাম। একবার, আমাদের শোয়ার ঘরের ল্যান্ডলাইনে একটি কল আসে। অপরপক্ষ আমাকে অপহরণ করার হুমকি দিয়ে বলে, “সালমানকে বলো, সোমি আলীকে আমরা তুলে নিয়ে যাব। ”’
সোমি বলেন, ‘যখন আমি সালমানকে এটি বলি, সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেয়। কিন্তু সে কখনোই আমাকে বলেনি কীভাবে এটি “হ্যান্ডেল” করেছে।’
সালমানকে যে ব্যক্তি ফোন কল করেছিল সে কে—এ ব্যাপারে কখনো জানতে চেয়েছিলেন কিনা, এ প্রশ্নে সোমি বলেন, ‘আমি সালমানকে দু’তিনবার জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু সে বলেছিল, “এসব জানার দরকার নেই। ”’
সোমি আরও বলেন, সালমান তাঁকে এসব বিষয় থেকে দূরে রেখেছিলেন। কারণ সালমান জানতেন, সোমি সরল মনের।
সোমি আলী অভিনেত্রী এবং সমাজকর্মী। তিনি ৯০-এর দশকে বলিউডে বেশ সক্রিয় ছিলেন। প্রায় আট বছর সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সালমান খান একপর্যায়ে ঐশ্বরিয়া রাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়লে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর ১৯৯৯ সালে সোমি ভারত ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিও পরিচালনা করেন। মানবপাচার ও গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের নিয়ে তিনি কাজ করেন।
নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির একটি ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী সোমি আলী। বার্তা সংস্থা আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোমি আলী সেই সময়ে সালমান খানের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রভাব এবং আরও অনেক কিছু জানিয়েছেন তিনি।
সোমি আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ৯০–এর দশকে যখন বলিউডের সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সময় তিনি বিষয়টি টের পেয়েছেন কিনা। স্বচক্ষে দেখা এমন কোনো ঘটনা আছে কিনা, বলে কারও কাছ থেকে দাউদের বিষয়ে কিছু শুনেছেন কিনা। জবাবে সোমি বলেন, ‘আমি এ বিষয়ে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু কেউ সরাসরি দাউদের নাম নিত না, ছোটা শাকিলের (দাউদের সহযোগী) নামও কেউ বলত না। মানুষ এদের আন্ডারওয়ার্ল্ড বলে ডাকত।’
সোমি আরও বলেন, ‘দিব্যা ভারতী আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা “আন্দোলন” সিনেমার শুটিংয়ের সময় বেঙ্গালুরুতে খুব কাছাকাছি এসেছিলাম। আমি দিব্যাকে জিজ্ঞাসা করেছিলাম আন্ডারওয়ার্ল্ড কী? দিব্যা আমাকে উল্টো জিজ্ঞাসা করেছিল, “তুমি কি মাফিয়ার ব্যাপারে জানো? ” আমি বলেছিলাম, “হ্যাঁ, আমেরিকাতে ইতালিয়ান মাফিয়া আছে। ” তখন দিব্যা বলেছিল, “আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়া একরকম। ”’
সোমি আরও একটি হুমকির বিষয়েও তথ্য দিয়েছেন। ওই সময় সালমান খানকে এই হুমকি দেওয়া হয়েছিল।
সোমি স্মরণ করেন, ‘আমি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন বছর ধরে তাঁর সঙ্গে ছিলাম। একবার, আমাদের শোয়ার ঘরের ল্যান্ডলাইনে একটি কল আসে। অপরপক্ষ আমাকে অপহরণ করার হুমকি দিয়ে বলে, “সালমানকে বলো, সোমি আলীকে আমরা তুলে নিয়ে যাব। ”’
সোমি বলেন, ‘যখন আমি সালমানকে এটি বলি, সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেয়। কিন্তু সে কখনোই আমাকে বলেনি কীভাবে এটি “হ্যান্ডেল” করেছে।’
সালমানকে যে ব্যক্তি ফোন কল করেছিল সে কে—এ ব্যাপারে কখনো জানতে চেয়েছিলেন কিনা, এ প্রশ্নে সোমি বলেন, ‘আমি সালমানকে দু’তিনবার জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু সে বলেছিল, “এসব জানার দরকার নেই। ”’
সোমি আরও বলেন, সালমান তাঁকে এসব বিষয় থেকে দূরে রেখেছিলেন। কারণ সালমান জানতেন, সোমি সরল মনের।
সোমি আলী অভিনেত্রী এবং সমাজকর্মী। তিনি ৯০-এর দশকে বলিউডে বেশ সক্রিয় ছিলেন। প্রায় আট বছর সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সালমান খান একপর্যায়ে ঐশ্বরিয়া রাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়লে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর ১৯৯৯ সালে সোমি ভারত ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিও পরিচালনা করেন। মানবপাচার ও গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের নিয়ে তিনি কাজ করেন।
যুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
২৯ মিনিট আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৪ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৪ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১৪ ঘণ্টা আগে