নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির একটি ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী সোমি আলী। বার্তা সংস্থা আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোমি আলী সেই সময়ে সালমান খানের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রভাব এবং আরও অনেক কিছু জানিয়েছেন তিনি।
সোমি আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ৯০–এর দশকে যখন বলিউডের সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সময় তিনি বিষয়টি টের পেয়েছেন কিনা। স্বচক্ষে দেখা এমন কোনো ঘটনা আছে কিনা, বলে কারও কাছ থেকে দাউদের বিষয়ে কিছু শুনেছেন কিনা। জবাবে সোমি বলেন, ‘আমি এ বিষয়ে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু কেউ সরাসরি দাউদের নাম নিত না, ছোটা শাকিলের (দাউদের সহযোগী) নামও কেউ বলত না। মানুষ এদের আন্ডারওয়ার্ল্ড বলে ডাকত।’
সোমি আরও বলেন, ‘দিব্যা ভারতী আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা “আন্দোলন” সিনেমার শুটিংয়ের সময় বেঙ্গালুরুতে খুব কাছাকাছি এসেছিলাম। আমি দিব্যাকে জিজ্ঞাসা করেছিলাম আন্ডারওয়ার্ল্ড কী? দিব্যা আমাকে উল্টো জিজ্ঞাসা করেছিল, “তুমি কি মাফিয়ার ব্যাপারে জানো? ” আমি বলেছিলাম, “হ্যাঁ, আমেরিকাতে ইতালিয়ান মাফিয়া আছে। ” তখন দিব্যা বলেছিল, “আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়া একরকম। ”’
সোমি আরও একটি হুমকির বিষয়েও তথ্য দিয়েছেন। ওই সময় সালমান খানকে এই হুমকি দেওয়া হয়েছিল।
সোমি স্মরণ করেন, ‘আমি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন বছর ধরে তাঁর সঙ্গে ছিলাম। একবার, আমাদের শোয়ার ঘরের ল্যান্ডলাইনে একটি কল আসে। অপরপক্ষ আমাকে অপহরণ করার হুমকি দিয়ে বলে, “সালমানকে বলো, সোমি আলীকে আমরা তুলে নিয়ে যাব। ”’
সোমি বলেন, ‘যখন আমি সালমানকে এটি বলি, সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেয়। কিন্তু সে কখনোই আমাকে বলেনি কীভাবে এটি “হ্যান্ডেল” করেছে।’
সালমানকে যে ব্যক্তি ফোন কল করেছিল সে কে—এ ব্যাপারে কখনো জানতে চেয়েছিলেন কিনা, এ প্রশ্নে সোমি বলেন, ‘আমি সালমানকে দু’তিনবার জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু সে বলেছিল, “এসব জানার দরকার নেই। ”’
সোমি আরও বলেন, সালমান তাঁকে এসব বিষয় থেকে দূরে রেখেছিলেন। কারণ সালমান জানতেন, সোমি সরল মনের।
সোমি আলী অভিনেত্রী এবং সমাজকর্মী। তিনি ৯০-এর দশকে বলিউডে বেশ সক্রিয় ছিলেন। প্রায় আট বছর সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সালমান খান একপর্যায়ে ঐশ্বরিয়া রাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়লে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর ১৯৯৯ সালে সোমি ভারত ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিও পরিচালনা করেন। মানবপাচার ও গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের নিয়ে তিনি কাজ করেন।
নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের হুমকির একটি ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী সোমি আলী। বার্তা সংস্থা আইএএনএস–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোমি আলী সেই সময়ে সালমান খানের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। পাশাপাশি বলিউডের সঙ্গে তাঁর সম্পর্ক, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের প্রভাব এবং আরও অনেক কিছু জানিয়েছেন তিনি।
সোমি আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ৯০–এর দশকে যখন বলিউডের সঙ্গে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই সময় তিনি বিষয়টি টের পেয়েছেন কিনা। স্বচক্ষে দেখা এমন কোনো ঘটনা আছে কিনা, বলে কারও কাছ থেকে দাউদের বিষয়ে কিছু শুনেছেন কিনা। জবাবে সোমি বলেন, ‘আমি এ বিষয়ে অনেক কথাবার্তা শুনেছি, কিন্তু কেউ সরাসরি দাউদের নাম নিত না, ছোটা শাকিলের (দাউদের সহযোগী) নামও কেউ বলত না। মানুষ এদের আন্ডারওয়ার্ল্ড বলে ডাকত।’
সোমি আরও বলেন, ‘দিব্যা ভারতী আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা “আন্দোলন” সিনেমার শুটিংয়ের সময় বেঙ্গালুরুতে খুব কাছাকাছি এসেছিলাম। আমি দিব্যাকে জিজ্ঞাসা করেছিলাম আন্ডারওয়ার্ল্ড কী? দিব্যা আমাকে উল্টো জিজ্ঞাসা করেছিল, “তুমি কি মাফিয়ার ব্যাপারে জানো? ” আমি বলেছিলাম, “হ্যাঁ, আমেরিকাতে ইতালিয়ান মাফিয়া আছে। ” তখন দিব্যা বলেছিল, “আন্ডারওয়ার্ল্ড আর মাফিয়া একরকম। ”’
সোমি আরও একটি হুমকির বিষয়েও তথ্য দিয়েছেন। ওই সময় সালমান খানকে এই হুমকি দেওয়া হয়েছিল।
সোমি স্মরণ করেন, ‘আমি সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তিন বছর ধরে তাঁর সঙ্গে ছিলাম। একবার, আমাদের শোয়ার ঘরের ল্যান্ডলাইনে একটি কল আসে। অপরপক্ষ আমাকে অপহরণ করার হুমকি দিয়ে বলে, “সালমানকে বলো, সোমি আলীকে আমরা তুলে নিয়ে যাব। ”’
সোমি বলেন, ‘যখন আমি সালমানকে এটি বলি, সে আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলে নেয়। কিন্তু সে কখনোই আমাকে বলেনি কীভাবে এটি “হ্যান্ডেল” করেছে।’
সালমানকে যে ব্যক্তি ফোন কল করেছিল সে কে—এ ব্যাপারে কখনো জানতে চেয়েছিলেন কিনা, এ প্রশ্নে সোমি বলেন, ‘আমি সালমানকে দু’তিনবার জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু সে বলেছিল, “এসব জানার দরকার নেই। ”’
সোমি আরও বলেন, সালমান তাঁকে এসব বিষয় থেকে দূরে রেখেছিলেন। কারণ সালমান জানতেন, সোমি সরল মনের।
সোমি আলী অভিনেত্রী এবং সমাজকর্মী। তিনি ৯০-এর দশকে বলিউডে বেশ সক্রিয় ছিলেন। প্রায় আট বছর সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সালমান খান একপর্যায়ে ঐশ্বরিয়া রাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়লে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর ১৯৯৯ সালে সোমি ভারত ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ‘নো মোর টিয়ার্স’ নামে একটি এনজিও পরিচালনা করেন। মানবপাচার ও গার্হস্থ্য সহিংসতার শিকার নারীদের নিয়ে তিনি কাজ করেন।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১১ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১১ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১১ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১১ ঘণ্টা আগে