Ajker Patrika

যে কারণে শাহরুখের বাড়িতে এনসিবি

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭: ১৬
যে কারণে শাহরুখের বাড়িতে এনসিবি

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নতে প্রবেশ করে। তখন ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিয়েছিলে, ছেলে আরিয়ানের মাদক মামলার কারণে শাহরুখের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনসিবি। তবে মান্নত থেকে বেরিয়ে এনসিবি কর্মকর্তারা জানিয়েছে তল্লাশি নয়, তারা তদন্তের প্রয়োজনে গিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে এনসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমাদের তদন্ত চলছে। তার যখন এনসিবি কারো বাড়িতে যায়, তার মানে এ নয় তিনি কোন অপরাধের সঙ্গে যুক্ত কিংবা তার বাড়িতে তল্লাশি করা হচ্ছে। সেখানে কিছু নিয়মিত কার্যক্রম অনুসরণ করা হয়েছে। পেপারওয়ার্ক করতে গিয়েছিলাম।’

শাহরুখের বাড়িতে এনসিবি কর্মকর্তারা।শাহরুখ খানের বাড়িতে যখন এনসিবির কর্মকর্তারা ছিলেন তখন অন্য একটি দল বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে গিয়েছিল। সেটি তারা বলেছে, মূলত অভিনেত্রীকে গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিতে গিয়েছিলেন তারা।

জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেছেন শাহরুখ খানবৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯ টার দিকে শাহরুখ খান মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন। জেলে যে দিন ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ, সে দিনই তাঁর বাংলো ‘মান্নত’-এ এনসিবি-র গোয়েন্দা দলের হাজির হওয়া কি কেবলই কাকতালীয়, প্রশ্ন উঠছে।

এর আগে সকালেই বড় ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ। জেলের ভিতরে ১৫ মিনিট সময় কাটিয়ে আবার বাইরে বেরিয়ে আসেন তিনি। ঢোকা বা বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি শাহরুখ খান। সেখানে তার সঙ্গে আইনজীবীদের একটি দল ছিল।

আরও পড়ুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত