বলিউড বাদশা শাহরুখ খান যে বাড়িতে থাকেন, ওই বাড়ির নাম ‘মান্নাত’— এটা প্রায় সবাই জানেন। শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির পর নানাভাবে এ বাড়িটি উঠে এসেছে আলোচনায়।
গতকাল ছিল বলিউড বাদশার জন্মদিন। প্রতি বছরের এ দিনে ভক্তরা জড়ো হন মান্নাতের সামনে, প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। শাহরুখ খান হাত নেড়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতি বছরের মতো গতকালও মান্নাতের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। কিন্তু শাহরুখ খানের দেখা মেলেনি। মান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে হাত নাড়েননি তিনি।
সে যা-ই হোক। ও প্রসঙ্গ থেকে চোখ সরিয়ে বরং জেনে নেওয়া যাক শাহরুখ খানের বাড়ি মান্নাত সম্পর্কে। জানেন কী, কীভাবে এই বিলাসবহুল বাড়ির মালিক হয়েছিলেন শাহরুখ?
১৯৯৭ সালের কথা। ‘ইয়েস বস’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। সেবারই প্রথম এ বাড়িটি দেখেন তিনি। প্রথম দেখাতেই প্রেম। ওইদিনই ঠিক করে ফেলেন, একদিন তিনি এই বাংলোটি কিনবেন। তখন ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। তাঁর নাম নারিমান দুবাস। তখন বাড়িটির নামও ছিল আলাদা, ‘ভিলা ভিয়েনা’।
এবার আসা যাক ২০০১ সালের ঘটনায়। শাহরুখ তখন খ্যাতির মধ্যগগনে। তখনও কিন্তু মন থেকে তাঁর ওই বাড়ির কথা যায়নি। একদিন শাহরুখ নিজে গিয়ে দেখা করলেন নারিমান সাহেবের সঙ্গে। দিলেন বাংলো কেনার প্রস্তাব।
তবে প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি নারিমান। বহুদিনের চেষ্টার পর মন গলেছিল ওই গুজরাটি ব্যবসায়ীর। রাজি হয়েছিলেন শাহরুখকে তাঁর সাধের বাংলোটি বিক্রি করতে। বাড়িটি কেনার পর ‘ভিলা ভিয়েনা’ বদলে শাহরুখ খান বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।
বলিউড বাদশা শাহরুখ খান যে বাড়িতে থাকেন, ওই বাড়ির নাম ‘মান্নাত’— এটা প্রায় সবাই জানেন। শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির পর নানাভাবে এ বাড়িটি উঠে এসেছে আলোচনায়।
গতকাল ছিল বলিউড বাদশার জন্মদিন। প্রতি বছরের এ দিনে ভক্তরা জড়ো হন মান্নাতের সামনে, প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। শাহরুখ খান হাত নেড়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতি বছরের মতো গতকালও মান্নাতের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। কিন্তু শাহরুখ খানের দেখা মেলেনি। মান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে হাত নাড়েননি তিনি।
সে যা-ই হোক। ও প্রসঙ্গ থেকে চোখ সরিয়ে বরং জেনে নেওয়া যাক শাহরুখ খানের বাড়ি মান্নাত সম্পর্কে। জানেন কী, কীভাবে এই বিলাসবহুল বাড়ির মালিক হয়েছিলেন শাহরুখ?
১৯৯৭ সালের কথা। ‘ইয়েস বস’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। সেবারই প্রথম এ বাড়িটি দেখেন তিনি। প্রথম দেখাতেই প্রেম। ওইদিনই ঠিক করে ফেলেন, একদিন তিনি এই বাংলোটি কিনবেন। তখন ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। তাঁর নাম নারিমান দুবাস। তখন বাড়িটির নামও ছিল আলাদা, ‘ভিলা ভিয়েনা’।
এবার আসা যাক ২০০১ সালের ঘটনায়। শাহরুখ তখন খ্যাতির মধ্যগগনে। তখনও কিন্তু মন থেকে তাঁর ওই বাড়ির কথা যায়নি। একদিন শাহরুখ নিজে গিয়ে দেখা করলেন নারিমান সাহেবের সঙ্গে। দিলেন বাংলো কেনার প্রস্তাব।
তবে প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি নারিমান। বহুদিনের চেষ্টার পর মন গলেছিল ওই গুজরাটি ব্যবসায়ীর। রাজি হয়েছিলেন শাহরুখকে তাঁর সাধের বাংলোটি বিক্রি করতে। বাড়িটি কেনার পর ‘ভিলা ভিয়েনা’ বদলে শাহরুখ খান বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
১ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
১ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
১ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
১ ঘণ্টা আগে