বলিউড বাদশা শাহরুখ খান যে বাড়িতে থাকেন, ওই বাড়ির নাম ‘মান্নাত’— এটা প্রায় সবাই জানেন। শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির পর নানাভাবে এ বাড়িটি উঠে এসেছে আলোচনায়।
গতকাল ছিল বলিউড বাদশার জন্মদিন। প্রতি বছরের এ দিনে ভক্তরা জড়ো হন মান্নাতের সামনে, প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। শাহরুখ খান হাত নেড়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতি বছরের মতো গতকালও মান্নাতের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। কিন্তু শাহরুখ খানের দেখা মেলেনি। মান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে হাত নাড়েননি তিনি।
সে যা-ই হোক। ও প্রসঙ্গ থেকে চোখ সরিয়ে বরং জেনে নেওয়া যাক শাহরুখ খানের বাড়ি মান্নাত সম্পর্কে। জানেন কী, কীভাবে এই বিলাসবহুল বাড়ির মালিক হয়েছিলেন শাহরুখ?
১৯৯৭ সালের কথা। ‘ইয়েস বস’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। সেবারই প্রথম এ বাড়িটি দেখেন তিনি। প্রথম দেখাতেই প্রেম। ওইদিনই ঠিক করে ফেলেন, একদিন তিনি এই বাংলোটি কিনবেন। তখন ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। তাঁর নাম নারিমান দুবাস। তখন বাড়িটির নামও ছিল আলাদা, ‘ভিলা ভিয়েনা’।
এবার আসা যাক ২০০১ সালের ঘটনায়। শাহরুখ তখন খ্যাতির মধ্যগগনে। তখনও কিন্তু মন থেকে তাঁর ওই বাড়ির কথা যায়নি। একদিন শাহরুখ নিজে গিয়ে দেখা করলেন নারিমান সাহেবের সঙ্গে। দিলেন বাংলো কেনার প্রস্তাব।
তবে প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি নারিমান। বহুদিনের চেষ্টার পর মন গলেছিল ওই গুজরাটি ব্যবসায়ীর। রাজি হয়েছিলেন শাহরুখকে তাঁর সাধের বাংলোটি বিক্রি করতে। বাড়িটি কেনার পর ‘ভিলা ভিয়েনা’ বদলে শাহরুখ খান বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।
বলিউড বাদশা শাহরুখ খান যে বাড়িতে থাকেন, ওই বাড়ির নাম ‘মান্নাত’— এটা প্রায় সবাই জানেন। শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির পর নানাভাবে এ বাড়িটি উঠে এসেছে আলোচনায়।
গতকাল ছিল বলিউড বাদশার জন্মদিন। প্রতি বছরের এ দিনে ভক্তরা জড়ো হন মান্নাতের সামনে, প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। শাহরুখ খান হাত নেড়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতি বছরের মতো গতকালও মান্নাতের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। কিন্তু শাহরুখ খানের দেখা মেলেনি। মান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে হাত নাড়েননি তিনি।
সে যা-ই হোক। ও প্রসঙ্গ থেকে চোখ সরিয়ে বরং জেনে নেওয়া যাক শাহরুখ খানের বাড়ি মান্নাত সম্পর্কে। জানেন কী, কীভাবে এই বিলাসবহুল বাড়ির মালিক হয়েছিলেন শাহরুখ?
১৯৯৭ সালের কথা। ‘ইয়েস বস’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। সেবারই প্রথম এ বাড়িটি দেখেন তিনি। প্রথম দেখাতেই প্রেম। ওইদিনই ঠিক করে ফেলেন, একদিন তিনি এই বাংলোটি কিনবেন। তখন ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। তাঁর নাম নারিমান দুবাস। তখন বাড়িটির নামও ছিল আলাদা, ‘ভিলা ভিয়েনা’।
এবার আসা যাক ২০০১ সালের ঘটনায়। শাহরুখ তখন খ্যাতির মধ্যগগনে। তখনও কিন্তু মন থেকে তাঁর ওই বাড়ির কথা যায়নি। একদিন শাহরুখ নিজে গিয়ে দেখা করলেন নারিমান সাহেবের সঙ্গে। দিলেন বাংলো কেনার প্রস্তাব।
তবে প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি নারিমান। বহুদিনের চেষ্টার পর মন গলেছিল ওই গুজরাটি ব্যবসায়ীর। রাজি হয়েছিলেন শাহরুখকে তাঁর সাধের বাংলোটি বিক্রি করতে। বাড়িটি কেনার পর ‘ভিলা ভিয়েনা’ বদলে শাহরুখ খান বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।
গত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
৫ ঘণ্টা আগেইসরাত জাহান জুঁই এই প্রজন্মের জনপ্রিয় ফোকশিল্পী। ইতিমধ্যেই তাঁর নিজের ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ প্রকাশ করেছেন নিজের গাওয়া বেশ কিছু গান। সম্প্রতি তিনি প্রকাশ করলেন নিজের কণ্ঠের ছয়টি প্রচলিত ফোক গান।
৫ ঘণ্টা আগে‘মিথিলার ফিরে আসা’ নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন ফারজানা আহসান মিহি। রাসেল চরিত্রে অভিনয় করেছেন শিশির আহমেদ, আর আবির চরিত্রে দেখা যাবে সাব্বির আহমেদকে।
৬ ঘণ্টা আগেহাবিব ওয়াহিদ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিবের নতুন গান ‘জানি না’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি প্রকাশ হয়েছে।
৬ ঘণ্টা আগে