Ajker Patrika

যেভাবে ‘মান্নাত’ শাহরুখের হলো

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ২০: ৫১
যেভাবে ‘মান্নাত’ শাহরুখের হলো

বলিউড বাদশা শাহরুখ খান যে বাড়িতে থাকেন, ওই বাড়ির নাম ‘মান্নাত’— এটা প্রায় সবাই জানেন। শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তারির পর নানাভাবে এ বাড়িটি উঠে এসেছে আলোচনায়।

গতকাল ছিল বলিউড বাদশার জন্মদিন। প্রতি বছরের এ দিনে ভক্তরা জড়ো হন মান্নাতের সামনে, প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য। শাহরুখ খান হাত নেড়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতি বছরের মতো গতকালও মান্নাতের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। কিন্তু শাহরুখ খানের দেখা মেলেনি। মান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে হাত নাড়েননি তিনি।

নিজের বাড়ি মান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে শাহরুখ খানসে যা-ই হোক। ও প্রসঙ্গ থেকে চোখ সরিয়ে বরং জেনে নেওয়া যাক শাহরুখ খানের বাড়ি মান্নাত সম্পর্কে। জানেন কী, কীভাবে এই বিলাসবহুল বাড়ির মালিক হয়েছিলেন শাহরুখ?

১৯৯৭ সালের কথা। ‘ইয়েস বস’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। সেবারই প্রথম এ বাড়িটি দেখেন তিনি। প্রথম দেখাতেই প্রেম। ওইদিনই ঠিক করে ফেলেন, একদিন তিনি এই বাংলোটি কিনবেন। তখন ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। তাঁর নাম নারিমান দুবাস। তখন বাড়িটির নামও ছিল আলাদা, ‘ভিলা ভিয়েনা’।

শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এর ভেতরের দৃশ্যএবার আসা যাক ২০০১ সালের ঘটনায়। শাহরুখ তখন খ্যাতির মধ্যগগনে। তখনও কিন্তু মন থেকে তাঁর ওই বাড়ির কথা যায়নি। একদিন শাহরুখ নিজে গিয়ে দেখা করলেন নারিমান সাহেবের সঙ্গে। দিলেন বাংলো কেনার প্রস্তাব।

তবে প্রথমে সেই প্রস্তাবে রাজি হননি নারিমান। বহুদিনের চেষ্টার পর মন গলেছিল ওই গুজরাটি ব্যবসায়ীর। রাজি হয়েছিলেন শাহরুখকে তাঁর সাধের বাংলোটি বিক্রি করতে। বাড়িটি কেনার পর ‘ভিলা ভিয়েনা’ বদলে শাহরুখ খান বাড়ির নাম রাখেন ‘মান্নাত’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত