Ajker Patrika

‘জানে তু ইয়া জানে না’ মুক্তির ১৫ বছর, আবেগে ভাসলেন জেনেলিয়া

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৩: ৪৭
‘জানে তু ইয়া জানে না’ মুক্তির ১৫ বছর, আবেগে ভাসলেন জেনেলিয়া

আজ বলিউডের আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্র ‘জানে তু ইয়া জানে না’ মুক্তির ১৫ বছর। ২০০৮ সালের ৪ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৫ বছর পূর্তিতে সিনেমাটি নিয়ে আবেগে ভাসলেন অভিনেত্রী জেনেলিয়া। প্রকাশ করেছেন সিনেমাটির দর্শকপ্রিয়তার রহস্য। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

দুই দশকের লম্বা ক্যারিয়ারে সিনেমাটির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই বলিউড অভিনেত্রী। তাই সিনেমাটি তাঁর জন্য ভীষণ আবেগের। প্রতিবেদনটিতে জেনেলিয়ার কথা অনুযায়ী, ‘এই ছবির ক্যাজুয়ালনেস, সহজ-সরল গল্প, ইমোশনাল টুইস্ট এবং গান—সবটা মিলিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। আর তাঁদের এটি ভীষণই পছন্দ হয়েছে।’

সিনেমাটির স্মৃতিচারণ করতে গিয়ে জেনেলিয়া বলেন, ‘সবাই চান তাঁর সিনেমাটি বাস্তবসম্মত হোক। কিছু সিনেমায় এমন কিছু সংযোগ থাকে, যার সঙ্গে মানুষ নিজেকে মেলাতে পারেন, নিজেকে অনুধাবন করতে পারেন। আর ‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটি অনেকের জীবনের গল্প বলে। বহু যুবক-যুবতী এমন ঘটনার মধ্যে দিয়ে গেছেন।’

‘জানে তু ইয়া জানে না’ সিনেমার একটি দৃশ্যে জেনেলিয়াসিনেমাটির জার্নি নিয়ে জেনেলিয়া জানান, অদিতি চরিত্রে নজর কাড়লেও সিনেমাটিতে কাজ পাওয়ার জন্য একাধিকবার স্ক্রিন টেস্ট দিতে হয়েছিল তাঁকে। পুরো এক মাস একসঙ্গে থাকতে গিয়ে সবার মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল, তারপর সেটা সিনেমায় তুলে ধরা হয়েছিল।

শিশু চরিত্রে অভিনয় করলেও সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় প্রধান চরিত্রে অভিষেক হয় বলিউড অভিনেতা ইমরান খানের। এই সিনেমার মাধ্যমে সূত্রপাত হলেও আজও জেনেলিয়া আর ইমরানের বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, এখন তাঁদের সন্তানেরাও বন্ধু। জেনেলিয়ার কথায়, ‘আমাদের সন্তানেরা এখন একই স্কুলে পড়ে। তাই আমাদের মাঝেমধ্যেই স্কুলের ওখানেই দেখা হয়ে যায়।’

‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটির আয় ছিল প্রায় ৫৬ কোটি রুপি। শুধু আয় নয়, সেবারের অনেকগুলো পুরস্কারে ভাগ বসিয়েছিল সিনেমাটি। ৫৪তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পুরুষ অভিষেকের পুরস্কার জিতেছিলেন ইমরান খান। এ ছাড়া সেরা সংগীত নির্দেশক হিসেবে এআর রহমান, সেরা কোরিওগ্রাফি ও বিশেষ জুরির পুরস্কার (অভিনেতা) লাভ করেছিল সিনেমাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত