জীবনের কঠিন সময় বন্ধুর মতো পাশে ছিলেন গোবিন্দা। স্মৃতির পাতা থেকে পুরনো কথা জানালেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা জানিয়েছেন, সুইজারল্যান্ডে শুটিং করার সময় তিনি এমন একটা খবর পেয়েছিল, ভেঙে পড়েছিলেন। সেই সময় সঙ্গ দিয়েছেন গোবিন্দা। গোবিন্দা না থাকলে হয়তো কোন দূর্ঘটনাও ঘটে যেতে পারতো।
এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছেন, তাঁদের একে অপরের সঙ্গে সত্যি খুব ভালো বন্ডিং ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকবেশি দূরে চলে গিয়েছে।
ইউটিউব চ্যানেল ফিল্ম কম্পেনিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছেন, ‘মনে আছে, যখন আমি সুইজারল্যান্ডে ছিলাম, শুটিং করছিলাম চিচির (গোবিন্দার ডাক নাম) সঙ্গে। মানসিকভাবে সুস্থ ছিলাম না। একদিন আমি বসা, ও এসে আমাকে বলল, ‘এই খবরটা শুনেছ? ও আমাকে একটা খবর দিয়েছিল। শুনে চুপচাপ বসে ছিলাম। বাকরুদ্ধ হয়ে গেলাম। ও এসে আমার হাতটা ধরে বলল, ‘সাহস রাখ। আমরা রয়েছি তো। সব ঠিক হয়ে যাবে। সেদিন ও আমাকে যেভাবে আগলে রেখেছে আজও ভুলতে পারিনা।’
রাভিনা আরও যোগ করেন, ‘সেই সময় আমাদের একে অপরের সঙ্গে কথা বলা ছাড়া বিনোদনের তেমন অন্য কোনও মাধ্যম ছিল না। আমরা অনেকটা পরিবারের মতো ছিলাম। কিন্তু এখনকার ব্যাপারটা অন্যরকম, লাইট, ক্যামেরা অ্যাকশন এবং কাট। এরপরই যে যাঁর ফোনে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ইনস্টাগ্রামে নিজের ছবি, কেক-কফির ছবি দিচ্ছে। এভাবেই সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। প্রযুক্তি আমাদের সেই যোগাযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের একটা হৃদয়ের যোগাযোগ ছিল। হাত ধরে অভয় দেওয়ার মতো মানুষ পেতাম আমরা। তখনকার দিনে ইমোজির ভালোবাসা ছিলো না।’
গোবিন্দার সঙ্গে রাভিনা ‘দুলহে রাজা’, ‘আখিও সে গোলি মারে’, ‘বাড়ে মিয়া ছোট মিয়া’, ‘ওয়াহ’,‘স্যান্ডুইচ’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন।
জীবনের কঠিন সময় বন্ধুর মতো পাশে ছিলেন গোবিন্দা। স্মৃতির পাতা থেকে পুরনো কথা জানালেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা জানিয়েছেন, সুইজারল্যান্ডে শুটিং করার সময় তিনি এমন একটা খবর পেয়েছিল, ভেঙে পড়েছিলেন। সেই সময় সঙ্গ দিয়েছেন গোবিন্দা। গোবিন্দা না থাকলে হয়তো কোন দূর্ঘটনাও ঘটে যেতে পারতো।
এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছেন, তাঁদের একে অপরের সঙ্গে সত্যি খুব ভালো বন্ডিং ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে মানুষ অনেকবেশি দূরে চলে গিয়েছে।
ইউটিউব চ্যানেল ফিল্ম কম্পেনিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে রাভিনা জানিয়েছেন, ‘মনে আছে, যখন আমি সুইজারল্যান্ডে ছিলাম, শুটিং করছিলাম চিচির (গোবিন্দার ডাক নাম) সঙ্গে। মানসিকভাবে সুস্থ ছিলাম না। একদিন আমি বসা, ও এসে আমাকে বলল, ‘এই খবরটা শুনেছ? ও আমাকে একটা খবর দিয়েছিল। শুনে চুপচাপ বসে ছিলাম। বাকরুদ্ধ হয়ে গেলাম। ও এসে আমার হাতটা ধরে বলল, ‘সাহস রাখ। আমরা রয়েছি তো। সব ঠিক হয়ে যাবে। সেদিন ও আমাকে যেভাবে আগলে রেখেছে আজও ভুলতে পারিনা।’
রাভিনা আরও যোগ করেন, ‘সেই সময় আমাদের একে অপরের সঙ্গে কথা বলা ছাড়া বিনোদনের তেমন অন্য কোনও মাধ্যম ছিল না। আমরা অনেকটা পরিবারের মতো ছিলাম। কিন্তু এখনকার ব্যাপারটা অন্যরকম, লাইট, ক্যামেরা অ্যাকশন এবং কাট। এরপরই যে যাঁর ফোনে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ইনস্টাগ্রামে নিজের ছবি, কেক-কফির ছবি দিচ্ছে। এভাবেই সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। প্রযুক্তি আমাদের সেই যোগাযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের একটা হৃদয়ের যোগাযোগ ছিল। হাত ধরে অভয় দেওয়ার মতো মানুষ পেতাম আমরা। তখনকার দিনে ইমোজির ভালোবাসা ছিলো না।’
গোবিন্দার সঙ্গে রাভিনা ‘দুলহে রাজা’, ‘আখিও সে গোলি মারে’, ‘বাড়ে মিয়া ছোট মিয়া’, ‘ওয়াহ’,‘স্যান্ডুইচ’ সহ একাধিক ছবিতে কাজ করেছেন।
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
২ ঘণ্টা আগেতরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
১০ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
১০ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
১০ ঘণ্টা আগে