Ajker Patrika

অ্যাকশন করতে গিয়ে চোখ হারাতে বসেছিলেন অজয় দেবগন

বিনোদন ডেস্ক
Thumbnail image

সিংহাম অ্যাগেইনের শুটিং করতে গিয়ে চোখই হারাতে বসেছিলেন অজয়। তিনি বলেন, ‘এ ঘটনার পর দুই-তিন মাস চোখে কিছু দেখতে পাইনি। অস্ত্রোপচারও করতে হয়েছে।’

কথা ছিল, ‘সিংহাম অ্যাগেইন’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে দেখা দেবেন সালমান খান। সিনেমাটি মুক্তি পাবে ১ নভেম্বর। তার আগেই একসঙ্গে পর্দায় হাজির এ দুই সুপারস্টার। তবে সিনেমায় নয়, টিভির পর্দায়। সালমানের উপস্থাপনায় বিগ বসের ১৮তম সিজন চলছে। রিয়েলিটি শোটির এক বিশেষ পর্বে সিংহাম অ্যাগেইনের প্রচারের জন্য হাজির হয়েছেন অজয় দেবগন ও পরিচালক রোহিত শেঠি।

বিগ বসে এসে সিংহাম অ্যাগেইনের শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অজয় দেবগন। জানিয়েছেন, এ সিনেমার শুটিং করতে গিয়ে চোখই হারাতে বসেছিলেন অভিনেতা। শোতে অজয় এসেছিলেন কালো চশমা পরে। তা দেখে সালমান তাঁকে প্রশ্ন করেন, ‘চোখে যে আঘাত লেগেছিল, সেটা কি এ সিনেমার সেটে?’ রোহিত নিশ্চিত করেন, সিংহাম অ্যাগেইনের শুটিংয়েই এ দুর্ঘটনা ঘটেছিল।

এরপরই অজয়ের সঙ্গে কী ঘটেছিল, তা নিজেই বলতে শুরু করেন সালমান, ‘অজয় আমাকে একটি শট দেখিয়েছিল। এক লোক লাঠি নিয়ে তাকে মারতে আসে। কিন্তু টাইমিং ঠিক হয়নি। সরাসরি ওর চোখে আঘাতটা লাগে।’

অজয় বলেন, ‘এ ঘটনার পর দুই-তিন মাস চোখে কিছু দেখতে পাইনি। অস্ত্রোপচারও করতে হয়েছে।’ সান্ত্বনা দিয়ে সালমান বলেন, ‘অ্যাকশন করতে গেলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।’ এরপর সালমান-অজয় দুজনে আলোচনা করতে শুরু করেন, আগে সিজিআই বা গ্রাফিক্স ছাড়াই কীভাবে অ্যাকশন দৃশ্যের শুটিং করতেন তাঁরা।

2সিংহাম অ্যাগেইনে কপ ইউনিভার্সের সব চরিত্রকে হাজির করেছেন রোহিত শেঠি। সিংহাম চরিত্রের অজয় তো আছেনই, সঙ্গে রয়েছেন সিম্বা চরিত্রের রণবীর সিং ও সূর্যবংশী চরিত্রের অক্ষয় কুমার। তাঁদের সঙ্গে আরও দেখা যাবে অর্জুন কাপুর, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোনসহ অনেককে।

এতে দাবাংয়ের চুলবুল পাণ্ডে চরিত্রের সালমান খানেরও বিশেষ উপস্থিতি থাকার কথা ছিল। যদিও বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বিষয়টি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছিল সালমানকে। নিরাপত্তার শঙ্কায় সময়মতো শুটিং করতে পারেননি। তাই তাঁকে বাদ দিয়েই সিংহাম অ্যাগেইন মুক্তির সিদ্ধান্ত হয়। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, জীবনের ঝুঁকি নিয়ে শেষ মুহূর্তে এর শুটিং করেছেন সালমান। তবুও বিষয়টি নিয়ে সংশয় ছিল, সেটা দূর হলো বিগ বসে।

3সালমান যে এ সিনেমায় থাকছেন, সেটা বিগ বসের সেটে নিজেই নিশ্চিত করেছেন পরিচালক রোহিত শেঠি। শোয়ের শুরুতে সালমান স্বাগত জানান অজয় ও রোহিতকে, বলেন, ‘বিগ বসে আপনাদের স্বাগতম’। ধন্যবাদ জানিয়ে পাল্টা রোহিত বলেন, ‘আপনাকেও স্বাগত আমাদের কপ ইউনিভার্সে।’ পরিচালকের মুখে এমন স্বীকারোক্তির পর সিংহাম অ্যাগেইনে সালমানের উপস্থিতি নিয়ে আর কোনো সন্দেহ রইল না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত