বিনোদন ডেস্ক
আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।
অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।
উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।
আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।
অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।
উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।
মার্কিন পপ তারকা বিয়ন্সে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই গুণী তারকা আরও একবার নতুন ইতিহাস গড়লেন। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী...
৫ ঘণ্টা আগেমঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন।
৮ ঘণ্টা আগেক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। পর্দায় নেই অনেক দিন, তবে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান বাপ্পারাজ। প্রায়ই দেখা যায় তাঁর সিনেমার দৃশ্য শেয়ার করে কেউ লিখছেন ব্যর্থ প্রেমিক কিংবা কেউ লিখছেন ব্যর্থ প্রেমের সফল নায়ক।
১১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
১২ ঘণ্টা আগে