আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।
অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।
উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।
আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।
অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।
উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।
সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় শামীম হাসান সরকারকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে অভিনেতার অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।
১০ ঘণ্টা আগেরাজনীতি থেকে শুরু করে সামাজিক বিষয়, বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার জন্য প্রায়শই আলোচনায় থাকেন কঙ্গনা রনৌত। ২০২৪ সালে তিনি নির্বাচনী রাজ্য হরিয়ানায় বিজেপিকে বিপাকে ফেলেছিলেন। ওই সময় একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন, ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময় ‘লাশ ঝুলছিল এবং ধর্ষণ হচ্ছিল’ এবং ‘ভারতে বাংলাদে
১৭ ঘণ্টা আগেকান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।
২১ ঘণ্টা আগে২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
২১ ঘণ্টা আগে