আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।
অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।
উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।
আমির খানের ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমার তালিকায় প্রথমদিকে রয়েছে ‘তারে জামিন পার’। সিনেমাটিতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেন অভিনেতা দারশিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন অনেকটাই বড় হয়ে গেছেন। সম্প্রতি আমিরকন্যা ইরার বিয়েতে আমন্ত্রিত ছিলেন দারশিল। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তাঁর।
অনস্ক্রিন মা টিসকা চোপড়ার সঙ্গে এদিন সেলফিও তোলেন দারশিল। প্রায় ১৫ বছর পর এক ফ্রেমে মা-ছেলের জুটিকে দেখে নস্টালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাঁদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। একসময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনও সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।
উল্লেখ্য, ২০০৭ সালের ‘তারে জামিন পার’ এর পর দারশিল অভিনয় করেন ২০১০ সালে ‘বাম বাম বোলে’-তে। ২০১১ সালে মুক্তি পায় তার অভিনীত ‘জখম’। তবে ডেবিউ সিনেমা ‘তারে জামিন পার’ বক্স অফিসে সুপার হিট হলেও আর কোনও হিট সিনেমা দিতে পারেননি তিনি।
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৪ মিনিট আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্যগ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
২৭ মিনিট আগেশাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৩ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৫ ঘণ্টা আগে