গত সপ্তাহে নিজের নতুন লুকে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন এমি। তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
নতুন লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মারফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মারফি। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে এমি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমার সঙ্গে কাজ করা পুরুষ সহকর্মীরা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলে প্রশংসিত হয়েছেন। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করার অধিকার তাদের আছে।’
কিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
গত সপ্তাহে নিজের নতুন লুকে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন এমি। তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
নতুন লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মারফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মারফি। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে এমি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমার সঙ্গে কাজ করা পুরুষ সহকর্মীরা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলে প্রশংসিত হয়েছেন। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করার অধিকার তাদের আছে।’
কিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
প্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই আনন্দ-বেদনার গল্প দিয়ে সাজিয়েছে আট দিনব্যাপী অনুষ্ঠানমালা। এবারের ঈদুল আজহায় চ্যানেল আইয়ের জন্য নতুন, আকর্ষণীয় নাটক ও টেলিফিল্মগুলো নির্মাণ করেছেন দেশের খ্যাতিমান রচয়িতা ও নির্মাতারা, অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা...
২ ঘণ্টা আগেভৌতিক সিনেমা ‘স্ত্রী টু’ দিয়ে গত বছর নতুন করে আলোচনায় এসেছিলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৮০০ কোটি রুপি আয় করে স্ত্রী টু বলিউডের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার মর্যাদা পেয়েছে। এর পর থেকেই ভক্তরা অপেক্ষায়, কবে আসবে তাঁর নতুন সিনেমা! কয়েক দিন আগে খবর এসেছিল, ‘তুম্বাদ’খ্যাত পরিচালক রাহি অনীল বারভির নতুন...
২ ঘণ্টা আগেটিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্ক পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়।
২০ ঘণ্টা আগেকাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিতর্ক যেন তাঁর জীবনের একটা অংশ হয়ে গেছে। একটা বিষয় শেষ না হতেই নতুন কোনো বিতর্কিত বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি। পরীমণি নিজেও এ বিষয়টা অনুধাবন করেন। তবে সমস্ত তর্ক-বিতর্ক থেকে দূরে থাকতে চান তিনি। তাই নিজেকে বদলানোর চেষ্টা...
১ দিন আগে