বিনোদন ডেস্ক
গত সপ্তাহে নিজের নতুন লুকে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন এমি। তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
নতুন লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মারফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মারফি। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে এমি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমার সঙ্গে কাজ করা পুরুষ সহকর্মীরা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলে প্রশংসিত হয়েছেন। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করার অধিকার তাদের আছে।’
কিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
গত সপ্তাহে নিজের নতুন লুকে সমালোচিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী এমি জ্যাকসন। যুক্তরাজ্যের জনপ্রিয় পারফেক্ট ম্যাগাজিনের পার্টিতে নতুন লুকে অংশ নিয়েছিলেন এমি। তবে এই লুকের জন্য এমি প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন সার্জারি করেই এই হাল এমির, আবার অনেকের মতে ডায়েট করে এই হাল হয়েছে ব্রিটিশ মডেল-অভিনেত্রীর।
নতুন লুকে অনেকে এমিকে তুলনা করছেন জনপ্রিয় আইরিশ অভিনেতা কিলিয়ান মারফির সঙ্গে আবার অনেকে মনে করছে অ্যাঞ্জেলিনা জোলির লুক নিতে গিয়ে এই হাল এমির। নেটিজেনদের কাছে এ যেন লেডি কিলিয়ান মারফি। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে এমি বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রোজেক্টের শুটিং করছি যুক্তরাজ্যে। যেই চরিত্রটিতে অভিনয় করছি, সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়টি দুঃখজনক। আমার সঙ্গে কাজ করা পুরুষ সহকর্মীরা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলে প্রশংসিত হয়েছেন। যখন কোনো নারী কাজটি করেন, তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করার অধিকার তাদের আছে।’
কিলিয়ান মারফির সঙ্গে তুলনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এই আনন্দে আকাশে উঠে গেছি। তিনি নিখুঁত।’
২০১২ সালে ‘এক থা দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন এমি। এরপর ‘সিং ইজ ব্লিং’, ‘ফ্রিকি আলি’-তে দেখা যায় তাঁকে। এরপর রজনীকান্ত ও অক্ষয় কুমারের সঙ্গে ‘২.০’ ছবিতে দেখা গেছে তাঁকে।
পর্দায় উপস্থিতি নেই, নেই ব্যক্তিগত জীবনের খোঁজখবর। দীর্ঘদিন ধরেই আড়ালে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সহকর্মীরাও জানাতে পারেননি পপি কেমন আছেন, কোথায় আছেন। এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও...
২ ঘণ্টা আগেতিন দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আজ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।
৪ ঘণ্টা আগেকনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
৮ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
১২ ঘণ্টা আগে