Ajker Patrika

মিস ইন্ডিয়ার খেতাব জিতল কর্ণাটকের সিনি শেঠি

মিস ইন্ডিয়ার খেতাব জিতল কর্ণাটকের সিনি শেঠি

‘মিস ইন্ডিয়া-২০২২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন দেশটির কর্ণাটকের সিনি শেঠি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। আর দ্বিতীয় রানার আপ হলেন উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা আরোরা ও ডিনো মোরিয়ার মতো তারকারা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সকলকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতেন ২১ বছরের সিনি শেট্টি।

সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স ও অভিনেত্রী নেহা ধুপিয়া বলেন, ‘এই প্রতিভাবান মেয়েগুলোর মধ্যে প্রতিটি পর্যায়ে আমি আমার যাত্রার মুহূর্তগুলো ফিরে দেখলাম।’

জয়ের পরই নেট মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন সিনি শেঠিএদিকে মাত্র ২১ বছর বয়সে ‘মিস ইন্ডিয়া-২০২২’ এর খেতাব জয় করলেন সিনি। জয়ের পরই নেট মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। সিনি ফিন্যান্সে পড়াশোনা করছেন। তিনি নাচ শেখেন মাত্র চার বছর বয়স থেকে। মুম্বাইয়ের মেয়ে হলেও সিনির বেড়ে ওঠা কর্ণাটকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত