বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘জলরঙ’। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে প্রায় দুই বছর পর মুক্তি পাচ্ছে জলরঙ। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। সিনেমার ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন থেকে এই প্ল্যাটফর্মে দেখা যাবে জলরঙ।
জলরঙ মুক্তি প্রসঙ্গে নির্মাতা কবিরুল ইসলাম রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জলরঙ মুক্তির বিষয়ে কিছু জানেন না তিনি। সিনেমার ট্রেলার প্রকাশের কথা জানালে নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘আইস্ক্রিনের সঙ্গে প্রযোজকের চুক্তি হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহের পরই ওটিটিতে মুক্তি পাবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘সিনেমা হলের আগে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়া কথা না।’
নির্মাতা মুক্তির বিষয়টি পরিষ্কার না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৮ জুন ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে জলরঙ।
জলরঙ প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।
ওটিটিতে জলরঙ মুক্তির ঘোষণা এলেও চোখে পড়েনি সিনেমার প্রচার। শুটিং শেষে জলরঙ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির বিষয়ে অভিনয়শিল্পীরা একেবারেই নীরব। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের প্রচার বা পোস্ট দেখা যায়নি।
২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘জলরঙ’। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে প্রায় দুই বছর পর মুক্তি পাচ্ছে জলরঙ। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। সিনেমার ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন থেকে এই প্ল্যাটফর্মে দেখা যাবে জলরঙ।
জলরঙ মুক্তি প্রসঙ্গে নির্মাতা কবিরুল ইসলাম রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জলরঙ মুক্তির বিষয়ে কিছু জানেন না তিনি। সিনেমার ট্রেলার প্রকাশের কথা জানালে নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘আইস্ক্রিনের সঙ্গে প্রযোজকের চুক্তি হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহের পরই ওটিটিতে মুক্তি পাবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘সিনেমা হলের আগে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়া কথা না।’
নির্মাতা মুক্তির বিষয়টি পরিষ্কার না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৮ জুন ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে জলরঙ।
জলরঙ প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।
ওটিটিতে জলরঙ মুক্তির ঘোষণা এলেও চোখে পড়েনি সিনেমার প্রচার। শুটিং শেষে জলরঙ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির বিষয়ে অভিনয়শিল্পীরা একেবারেই নীরব। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের প্রচার বা পোস্ট দেখা যায়নি।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৩২ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে