বিনোদন ডেস্ক
সিনেমা হলের ব্যবসায় নাম লেখাতে চান বলিউড অভিনেতা সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলিউড ভাইজানের ইচ্ছের কথা উঠে এসেছে।
সিনেমা মুক্তির ক্ষেত্রে বক্স অফিস ক্ল্যাশ একটা বড় সমস্যা। একসঙ্গে বড় তারকাদের সিনেমা মুক্তি পেলে হল ভাগাভাগিতে ক্ষতিগ্রস্ত হতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। আর এই বিষয়ে আগের এক সাক্ষাৎকারে, বক্স অফিস ক্ল্যাশ এড়াতে আরও বেশি করে সিনেমা হল বানানোর আহ্বান জানিয়েছিলেন সালমান। সঙ্গে ইচ্ছা প্রকাশ করেছিলেন সিনেমা হল ব্যবসায়ী হিসেবে নাম লেখানোর।
সংবাদমাধ্যম আবারও তাঁর ইচ্ছের কথাটি জানতে চাইলে সালমান জানিয়েছেন, তাঁর থিয়েটারের ব্যবসায় আসার ইচ্ছে এখনো রয়েছে।
সালমান বলেন, ‘হ্যাঁ। আমি অনেক দিন ধরেই এই ব্যবসায় আসতে চাইছি। যদিও এটা একটা দীর্ঘ প্রক্রিয়া-জমি কিনতে হবে, সিনেমা হল বানাতে হবে। অনুমতি নিতে হবে, কর্মী নিয়োগ করতে হবে সঙ্গে আরও অনেক কিছু। আশা রাখি, আগামী বছর এই কাজ আমি শুরু করতে পারব। কাজ ধীরে ধীরে করব, তবে অবশ্যই করব।’
প্রসঙ্গত, এর আগের ‘রেস থ্রি’, ‘লাভরাত্রি’ সিনেমার পরিবেশক হিসাবেও ব্যবসা করেছেন সালমান। আর তখন থেকেই সিনেমা হল খোলার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে মুম্বাইতে নয়, ভারতের অন্যান্য জায়গায় সিনেমা হল খোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
সালমান আরও জানান, ‘আমি এই মুহূর্তে ভালো চিত্রনাট্য খুঁজছি। যেখানে অ্যাকশন নয়, ভালো গল্প থাকবে, কমেডি থাকবে এবং আমি সেটা পেয়েছিও। নন অ্যাকশন বলতে যেখানে একটা লক্ষ্য থাকবে, আত্মত্যাগ থাকবে, সততা থাকবে, গান থাকবে, ধামাল থাকবে আবার ক্লাইম্যাক্সও থাকবে। তবে ১০০ জনের সঙ্গে মারপিট নয়। শারীরিক লড়াই-ই শুধু লড়াই নয়। নাটক, প্রেম, ভালো গল্প থাকতে হবে। যেটা পুরো পরিবার বসে একসঙ্গে দেখতে পারবে।’
উল্লেখ্য, গত ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী আয় করেছে ৪২৭ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে, ভারতে এটি ৩১৬ কোটি রুপি আয় করেছে। আর ভারতের বাইরে এর আয় ১১১ কোটি রুপি।
সিনেমা হলের ব্যবসায় নাম লেখাতে চান বলিউড অভিনেতা সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলিউড ভাইজানের ইচ্ছের কথা উঠে এসেছে।
সিনেমা মুক্তির ক্ষেত্রে বক্স অফিস ক্ল্যাশ একটা বড় সমস্যা। একসঙ্গে বড় তারকাদের সিনেমা মুক্তি পেলে হল ভাগাভাগিতে ক্ষতিগ্রস্ত হতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানকে। আর এই বিষয়ে আগের এক সাক্ষাৎকারে, বক্স অফিস ক্ল্যাশ এড়াতে আরও বেশি করে সিনেমা হল বানানোর আহ্বান জানিয়েছিলেন সালমান। সঙ্গে ইচ্ছা প্রকাশ করেছিলেন সিনেমা হল ব্যবসায়ী হিসেবে নাম লেখানোর।
সংবাদমাধ্যম আবারও তাঁর ইচ্ছের কথাটি জানতে চাইলে সালমান জানিয়েছেন, তাঁর থিয়েটারের ব্যবসায় আসার ইচ্ছে এখনো রয়েছে।
সালমান বলেন, ‘হ্যাঁ। আমি অনেক দিন ধরেই এই ব্যবসায় আসতে চাইছি। যদিও এটা একটা দীর্ঘ প্রক্রিয়া-জমি কিনতে হবে, সিনেমা হল বানাতে হবে। অনুমতি নিতে হবে, কর্মী নিয়োগ করতে হবে সঙ্গে আরও অনেক কিছু। আশা রাখি, আগামী বছর এই কাজ আমি শুরু করতে পারব। কাজ ধীরে ধীরে করব, তবে অবশ্যই করব।’
প্রসঙ্গত, এর আগের ‘রেস থ্রি’, ‘লাভরাত্রি’ সিনেমার পরিবেশক হিসাবেও ব্যবসা করেছেন সালমান। আর তখন থেকেই সিনেমা হল খোলার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে মুম্বাইতে নয়, ভারতের অন্যান্য জায়গায় সিনেমা হল খোলার পরিকল্পনা রয়েছে তাঁর।
সালমান আরও জানান, ‘আমি এই মুহূর্তে ভালো চিত্রনাট্য খুঁজছি। যেখানে অ্যাকশন নয়, ভালো গল্প থাকবে, কমেডি থাকবে এবং আমি সেটা পেয়েছিও। নন অ্যাকশন বলতে যেখানে একটা লক্ষ্য থাকবে, আত্মত্যাগ থাকবে, সততা থাকবে, গান থাকবে, ধামাল থাকবে আবার ক্লাইম্যাক্সও থাকবে। তবে ১০০ জনের সঙ্গে মারপিট নয়। শারীরিক লড়াই-ই শুধু লড়াই নয়। নাটক, প্রেম, ভালো গল্প থাকতে হবে। যেটা পুরো পরিবার বসে একসঙ্গে দেখতে পারবে।’
উল্লেখ্য, গত ১২ নভেম্বর মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী আয় করেছে ৪২৭ কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে, ভারতে এটি ৩১৬ কোটি রুপি আয় করেছে। আর ভারতের বাইরে এর আয় ১১১ কোটি রুপি।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৪ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৪ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪ ঘণ্টা আগে