গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। গতকাল শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।
শুধু অংশগ্রহণই নয়, ভারতীয় ঢংয়ে সেজে সবার নজরও কেড়েছেন তারা। শাহরুখ ও সালমান থানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
গতকাল শনিবার ইভেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস এর মতো হলিউড তারকারা। এ ছাড়া একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল।
শাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজি। তাঁর হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল সবার নজর কেড়েছে।
অন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালি ব্লাউজে জেনডায়াকে দেখে যেকেউ ভারতীয়ই ভাববে। মাঝে সিঁথি করে চুল বেঁধে তিনি হাতে পরেছিলেন চুরি।
স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর সাদা শার্টে নজর কেড়েছেন সকলের।
হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছিলেন পেনালোপে ক্রুজ। গলায় পরেছিলেন নেকলেস। কপালে তিনি ফেলে রেখেছিলেন চুল।
গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। গতকাল শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।
শুধু অংশগ্রহণই নয়, ভারতীয় ঢংয়ে সেজে সবার নজরও কেড়েছেন তারা। শাহরুখ ও সালমান থানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
গতকাল শনিবার ইভেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস এর মতো হলিউড তারকারা। এ ছাড়া একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল।
শাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজি। তাঁর হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল সবার নজর কেড়েছে।
অন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালি ব্লাউজে জেনডায়াকে দেখে যেকেউ ভারতীয়ই ভাববে। মাঝে সিঁথি করে চুল বেঁধে তিনি হাতে পরেছিলেন চুরি।
স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর সাদা শার্টে নজর কেড়েছেন সকলের।
হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছিলেন পেনালোপে ক্রুজ। গলায় পরেছিলেন নেকলেস। কপালে তিনি ফেলে রেখেছিলেন চুল।
দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
৩ ঘণ্টা আগেবরবাদ দিয়ে নতুন রেকর্ড গড়েছেন শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশেও ভালো সাড়া ফেলেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি। তবে শাকিব এবার আরও বড় স্বপ্ন দেখছেন। এবার তাঁর স্বপ্ন ১০০ কোটির। বলিউডের মতো তাঁর সিনেমাও ভবিষ্যতে শতকোটির ক্লাবে নাম লেখাবে, আশা শাকিবের।
৫ ঘণ্টা আগেগত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।
৫ ঘণ্টা আগেখ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
১৭ ঘণ্টা আগে