গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। গতকাল শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।
শুধু অংশগ্রহণই নয়, ভারতীয় ঢংয়ে সেজে সবার নজরও কেড়েছেন তারা। শাহরুখ ও সালমান থানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
গতকাল শনিবার ইভেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস এর মতো হলিউড তারকারা। এ ছাড়া একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল।
শাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজি। তাঁর হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল সবার নজর কেড়েছে।
অন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালি ব্লাউজে জেনডায়াকে দেখে যেকেউ ভারতীয়ই ভাববে। মাঝে সিঁথি করে চুল বেঁধে তিনি হাতে পরেছিলেন চুরি।
স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর সাদা শার্টে নজর কেড়েছেন সকলের।
হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছিলেন পেনালোপে ক্রুজ। গলায় পরেছিলেন নেকলেস। কপালে তিনি ফেলে রেখেছিলেন চুল।
গত শুক্রবার ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। গতকাল শনিবার ছিল এই তারকাখচিত ইভেন্টের দ্বিতীয় দিন। এই দিন বলিউড তারকাদের সঙ্গে সেখানে হাজির হয়েছেন হলিউডের এক ঝাঁক তারকা।
শুধু অংশগ্রহণই নয়, ভারতীয় ঢংয়ে সেজে সবার নজরও কেড়েছেন তারা। শাহরুখ ও সালমান থানের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
গতকাল শনিবার ইভেন্টের দ্বিতীয় দিনে উপস্থিত হয়েছিলেন টম হল্যান্ড, জেনডায়া, জিজি হাদিদ, পেনালোপে ক্রুজ এবং রচ পোস এর মতো হলিউড তারকারা। এ ছাড়া একসঙ্গে তুলা তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল।
শাড়ি পরে হাজির হয়েছিলেন জেনডায়া ও জিজি। সোনালি-সাদা জমকালো শাড়ি পরেছিলেন জিজি। তাঁর হাত ভরা চুরি, টেনে বাঁধা চুল সবার নজর কেড়েছে।
অন্যদিকে নেভি ব্লু রঙের সিকুইন শাড়ি আর সোনালি ব্লাউজে জেনডায়াকে দেখে যেকেউ ভারতীয়ই ভাববে। মাঝে সিঁথি করে চুল বেঁধে তিনি হাতে পরেছিলেন চুরি।
স্পাইডারম্যান তারকা টম হল্যান্ড দেখা গেছে পুরো ফরমাল লুকে। কালো স্যুট, বো টাই আর সাদা শার্টে নজর কেড়েছেন সকলের।
হালকা গোলাপি রঙ্গের ফেদার গাউন পরেছিলেন পেনালোপে ক্রুজ। গলায় পরেছিলেন নেকলেস। কপালে তিনি ফেলে রেখেছিলেন চুল।
আগামী ৩ আগস্ট বিশ্ব বন্ধুত্ব দিবস। এই উপলক্ষে নতুন দ্বৈত কণ্ঠের গান নিয়ে আসছেন সংগীতশিল্পী কাজী শুভ ও মোহাম্মদ মিলন। গানের শিরোনাম ‘বন্ধু’।
৯ ঘণ্টা আগেএক দশকের বেশি সময় আগে সিনেমা থেকে সরে আসা এই অভিনেত্রী ডলি জহুর আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, অনেক সিনেমায় তাঁকে ঠিকমতো দেওয়া হতো না পারিশ্রমিক! এখনো পরিচালকদের কাছে তাঁর পাওনা রয়েছে ৩৪ লাখ টাকা।
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শো উপস্থাপনা করছেন তিনি। এর আগে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানের প্রথম দুই পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি।
১৫ ঘণ্টা আগেসংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনায় ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’ নামের এই উৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে বিভিন্ন নাট্যদলের নাটক।
১৫ ঘণ্টা আগে