জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ওটিটির গণ্ডি পেরিয়ে এবার মির্জাপুর আসছে সিনেমা হলে। আজ একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এর ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
গত মাসেই শোনা গিয়েছিল, সিনেমা হিসেবে নির্মিত হবে মির্জাপুর। কালিন ভাইয়ার চরিত্রে হৃতিক রোশানের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে গুঞ্জন উড়িয়ে সিরিজের মতো সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও।
দেড় মিনিটের অ্যানাউন্সমেন্ট ভিডিও শুরু হয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে দিয়ে। মির্জাপুরের সিংহাসনে বসে তিনি বলেন, ‘সিংহাসনের গুরুত্বের কথা সবাই জানে। সম্মান, ক্ষমতা, নিয়ন্ত্রণ—সব মিলেই সিংহাসন। আপনারা নিশ্চয়ই নিজেদের সিংহাসনে বসেই মির্জাপুর দেখেছেন। কিন্তু এবার যদি সিংহাসন থেকে না ওঠেন, তাহলে ঝুঁকি আছে।’
পঙ্কজ ত্রিপাঠির কথার সঙ্গে তাল মিলিয়ে গুড্ডু চরিত্রে অভিনয় করা আলি ফজল বলেন, ‘ঠিক বলেছেন কালিন ভাইয়া। ঝুঁকি নেওয়া তো আমার বৈশিষ্ট্য। খেলা এবার উল্টে যাবে। মির্জাপুর এবার আপনাদের কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে মির্জাপুরের কাছে।’
দ্বিতীয় সিজনের শেষ অংশে গুড্ডুর গুলিতে মারা যায় কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি। তৃতীয় সিজনে না থাকলেও বোনাস এপিসোডে দেখা মেলে তার। সিনেমায় আবারও মুন্না হয়ে ফিরছেন দিবেন্দু শর্মা। তাঁর মুখে শোনা গেল, ‘হিন্দি সিনেমার নায়ক আমি, আর সিনেমা তো হলেই দেখতে হয়। বলেছিলাম, আমার মৃত্যু নেই। হলে বসেই মির্জাপুরের সিংহাসনে রাজত্ব করব।’
মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর: দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে আছেন রিতেশ সিদ্ধওয়ান ও ফারহান আখতার। চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।
২০১৮ সালে মুক্তি পায় ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ মির্জাপুরের প্রথম সিজন। মির্জাপুরের অপরাধ জগতের মাফিয়াদের সিংহাসন নিয়ে লড়াইয়ের গল্পে তৈরি হয়েছে সিরিজের প্রেক্ষাপট। চলতি বছরই মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় সিজন। মির্জাপুরের প্রধান তিন চরিত্র কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি), গুড্ডু (আলি ফজল) ও মুন্না ত্রিপাঠি (দিবেন্দু শর্মা)।
দেখুন ‘মির্জাপুর’ সিনেমার ঘোষণার ভিডিও:
জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ওটিটির গণ্ডি পেরিয়ে এবার মির্জাপুর আসছে সিনেমা হলে। আজ একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এর ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট।
গত মাসেই শোনা গিয়েছিল, সিনেমা হিসেবে নির্মিত হবে মির্জাপুর। কালিন ভাইয়ার চরিত্রে হৃতিক রোশানের অভিনয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। তবে গুঞ্জন উড়িয়ে সিরিজের মতো সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও।
দেড় মিনিটের অ্যানাউন্সমেন্ট ভিডিও শুরু হয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে দিয়ে। মির্জাপুরের সিংহাসনে বসে তিনি বলেন, ‘সিংহাসনের গুরুত্বের কথা সবাই জানে। সম্মান, ক্ষমতা, নিয়ন্ত্রণ—সব মিলেই সিংহাসন। আপনারা নিশ্চয়ই নিজেদের সিংহাসনে বসেই মির্জাপুর দেখেছেন। কিন্তু এবার যদি সিংহাসন থেকে না ওঠেন, তাহলে ঝুঁকি আছে।’
পঙ্কজ ত্রিপাঠির কথার সঙ্গে তাল মিলিয়ে গুড্ডু চরিত্রে অভিনয় করা আলি ফজল বলেন, ‘ঠিক বলেছেন কালিন ভাইয়া। ঝুঁকি নেওয়া তো আমার বৈশিষ্ট্য। খেলা এবার উল্টে যাবে। মির্জাপুর এবার আপনাদের কাছে আসবে না, আপনাদেরই যেতে হবে মির্জাপুরের কাছে।’
দ্বিতীয় সিজনের শেষ অংশে গুড্ডুর গুলিতে মারা যায় কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠি। তৃতীয় সিজনে না থাকলেও বোনাস এপিসোডে দেখা মেলে তার। সিনেমায় আবারও মুন্না হয়ে ফিরছেন দিবেন্দু শর্মা। তাঁর মুখে শোনা গেল, ‘হিন্দি সিনেমার নায়ক আমি, আর সিনেমা তো হলেই দেখতে হয়। বলেছিলাম, আমার মৃত্যু নেই। হলে বসেই মির্জাপুরের সিংহাসনে রাজত্ব করব।’
মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর: দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে আছেন রিতেশ সিদ্ধওয়ান ও ফারহান আখতার। চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং। মুক্তি পাবে ২০২৬ সালে।
২০১৮ সালে মুক্তি পায় ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ মির্জাপুরের প্রথম সিজন। মির্জাপুরের অপরাধ জগতের মাফিয়াদের সিংহাসন নিয়ে লড়াইয়ের গল্পে তৈরি হয়েছে সিরিজের প্রেক্ষাপট। চলতি বছরই মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় সিজন। মির্জাপুরের প্রধান তিন চরিত্র কালিন ভাইয়া (পঙ্কজ ত্রিপাঠি), গুড্ডু (আলি ফজল) ও মুন্না ত্রিপাঠি (দিবেন্দু শর্মা)।
দেখুন ‘মির্জাপুর’ সিনেমার ঘোষণার ভিডিও:
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৯ মিনিট আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্যগ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
৩২ মিনিট আগেশাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৩ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৫ ঘণ্টা আগে