বিনোদন ডেস্ক
আজ ৮ জানুয়ারি উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে আমিরকন্যা ইরা ও নূপুর শিখরের আনুষ্ঠানিক বিয়ের আসর। সম্প্রতি তাঁরা সেরেছেন কাগুজে বিয়ে। সেখানেই আমির খানের সঙ্গে ইরার মা তথা সাবেক স্ত্রী রীনা দত্তের ঘনিষ্ঠতা সবার নজর কেড়েছে। তবে মেয়ের বিয়ের এমন জমজমাট আয়োজন হলেও, আমির-রীনার বিয়েতে নাকি ১০ রুপির কম খরচ হয়েছিল।
সম্প্রতি সামনে আসা পুরোনো সাক্ষাৎকারে আমির খানকে বলতে শোনা গেছে, ‘আমি তিনজন সাক্ষীকে সঙ্গে নিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম। রীনার সঙ্গে আমার বিয়েটা সবচেয়ে সাশ্রয়ী বিয়ে ছিল। আমি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কিনেছিলাম। এরপর আমি বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে, ব্রিজ পার হয়ে, পূর্বদিকে হাইওয়ে ধরে হাঁটা দিলাম। এরপর সেই হাইওয়ের ধারে নতুন একটি বাড়িতে প্রবেশ করি। যেখানে একটি বিবাহের রেজিস্ট্রির অফিসও ছিল। তাই আমার বিয়েতে খরচ লেগেছে ১০ রুপির কম।’
বিবাহ বিচ্ছেদের পরও রীনা দত্তের সঙ্গে আমির খান খুব সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন। তবে এই বিচ্ছেদ কতটা বেদনাদায়ক ছিল তা স্বীকার করতেও পিছপা হননি আমির। ভারতের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর সিজন ৬-এর একটি পর্বে সেই সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘রীনা এবং আমি দীর্ঘ ১৬ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েছিলাম। যখন আমরা আলাদা হয়ে যাই, তখন এটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য বেদনাদায়ক ছিল। আমরা যতটা সম্ভব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। রীনা এবং আমি আমাদের বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাইনি।’
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে রাজস্থানের উদয়পুরে ইরা-নূপুরের তিন দিনের জমকালো বিয়ের উৎসব চলছে। আজ আনুষ্ঠানিকে বিয়ের পর আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে বসবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গ্র্যান্ড রিসেপশনের অতিথিদের তালিকায় আছেন—সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, জুহি চাওলার মতো বড় তারকা।
আজ ৮ জানুয়ারি উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে আমিরকন্যা ইরা ও নূপুর শিখরের আনুষ্ঠানিক বিয়ের আসর। সম্প্রতি তাঁরা সেরেছেন কাগুজে বিয়ে। সেখানেই আমির খানের সঙ্গে ইরার মা তথা সাবেক স্ত্রী রীনা দত্তের ঘনিষ্ঠতা সবার নজর কেড়েছে। তবে মেয়ের বিয়ের এমন জমজমাট আয়োজন হলেও, আমির-রীনার বিয়েতে নাকি ১০ রুপির কম খরচ হয়েছিল।
সম্প্রতি সামনে আসা পুরোনো সাক্ষাৎকারে আমির খানকে বলতে শোনা গেছে, ‘আমি তিনজন সাক্ষীকে সঙ্গে নিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম। রীনার সঙ্গে আমার বিয়েটা সবচেয়ে সাশ্রয়ী বিয়ে ছিল। আমি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কিনেছিলাম। এরপর আমি বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে, ব্রিজ পার হয়ে, পূর্বদিকে হাইওয়ে ধরে হাঁটা দিলাম। এরপর সেই হাইওয়ের ধারে নতুন একটি বাড়িতে প্রবেশ করি। যেখানে একটি বিবাহের রেজিস্ট্রির অফিসও ছিল। তাই আমার বিয়েতে খরচ লেগেছে ১০ রুপির কম।’
বিবাহ বিচ্ছেদের পরও রীনা দত্তের সঙ্গে আমির খান খুব সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন। তবে এই বিচ্ছেদ কতটা বেদনাদায়ক ছিল তা স্বীকার করতেও পিছপা হননি আমির। ভারতের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর সিজন ৬-এর একটি পর্বে সেই সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘রীনা এবং আমি দীর্ঘ ১৬ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েছিলাম। যখন আমরা আলাদা হয়ে যাই, তখন এটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য বেদনাদায়ক ছিল। আমরা যতটা সম্ভব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। রীনা এবং আমি আমাদের বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাইনি।’
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে রাজস্থানের উদয়পুরে ইরা-নূপুরের তিন দিনের জমকালো বিয়ের উৎসব চলছে। আজ আনুষ্ঠানিকে বিয়ের পর আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে বসবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গ্র্যান্ড রিসেপশনের অতিথিদের তালিকায় আছেন—সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, জুহি চাওলার মতো বড় তারকা।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়্যালিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়্যালিটি শো এর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
৩ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৬ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৬ ঘণ্টা আগে