শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন সময়ের জনপ্রিয় সংগীতায়োজক অনিরুদ্ধ রবিচন্দ্রর। মিউজিক কম্পোজার হিসেবে ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন অনিরুদ্ধ। দক্ষিণ ভারতে একাধিক হিট কাজ রয়েছে তাঁর। সেই গণ্ডি টপকে বলিউডেও ইতিমধ্যে পা রেখেছেন তিনি। এবার গায়ক, সুরকারকে তাঁর পরের কাজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ থেকে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’, একাধিক সিনেমায় কাজ করেছেন অনিরুদ্ধ। ‘অনিরুদ্ধ মিউজিক্যাল’ ট্যাগ এই মুহূর্তে বেশ প্রভাবশালী হয়ে দাঁড়াচ্ছে। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, শাহরুখের অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ ভিন্ন ধরনের অ্যাকশনই নয়, চমক থাকবে মিউজিকেও। শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভরসা রাখছেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অনিরুদ্ধর ওপর।
জানা গেছে, শাহরুখ নিজেই অনিরুদ্ধকে এই প্রোজেক্টে যুক্ত করার ব্যাপারে উৎসাহী ছিলেন। বলিউড বাদশার ইচ্ছার খবর পৌঁছানোর পর নতুন দায়িত্ব নিতে অনিরুদ্ধ দেরি করেননি বলেই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
‘জওয়ান’ মুক্তির আগে এক ইভেন্টে শাহরুখ জানিয়েছিলেন, অনিরুদ্ধ তাঁর সন্তানের মতো। সে অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘অনিরুদ্ধ আমাকে জানিয়েছেন, আমি যেন সব সময় তাঁর ফোন কল রিসিভ করি। আমি তাঁর জন্য সব সময় প্রার্থনা করি, সে যেন কাজে আরও বেশি সাফল্য অর্জন করেন। ইনশাআল্লাহ একদিন তিনি এত ব্যস্ত হবেন, আমার কল ধরারই সময় পাবে না।’
শাহরুখ আরও বলেন, ‘আমি অনিরুদ্ধকে অনেক দিন ধরে চিনতাম। তাঁর সঙ্গে দেখা করতেও চাচ্ছিলাম। তো যখন অ্যাটলি আমাকে জানাল ‘‘জওয়ান’’ সিনেমার তামিল ভার্সনের জন্য একটি গান অনিরুদ্ধ করছেন। তখন আমি অ্যাটলিকে না করলাম, বললাম সিনেমার সবগুলো গানই অনিরুদ্ধ করবেন। আমি তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ।’
চলতি বছরে শাহরুখের কোনো ছবি মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। আপাতত বিরতি নিয়ে নতুন কাজে ফিরতে চলেছেন তিনি। মাঝে কয়েক বছর সেভাবে সাফল্য না পাওয়ার পর, গত বছর দারুণ গিয়েছিল তাঁর। এসআরকে-র তিনটি ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘জওয়ান’ ছিল সেই তালিকার শীর্ষে। সেই সাফল্যের রেশ ধরে রাখতে শাহরুখ যে চেষ্টার খামতি রাখতে চান না, সেটা স্পষ্ট।
‘কিং’ সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। সিনেমাটিতে ডনের চরিত্রে ফিরতে চলেছেন শাহরুখ। সঙ্গে দেখা যাবে কন্যা সুহানাকেও। ইতিমধ্যে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। আগামী আগস্ট থেকে দৃশ্যধারণের কথা রয়েছে।
শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন সময়ের জনপ্রিয় সংগীতায়োজক অনিরুদ্ধ রবিচন্দ্রর। মিউজিক কম্পোজার হিসেবে ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন অনিরুদ্ধ। দক্ষিণ ভারতে একাধিক হিট কাজ রয়েছে তাঁর। সেই গণ্ডি টপকে বলিউডেও ইতিমধ্যে পা রেখেছেন তিনি। এবার গায়ক, সুরকারকে তাঁর পরের কাজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ থেকে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’, একাধিক সিনেমায় কাজ করেছেন অনিরুদ্ধ। ‘অনিরুদ্ধ মিউজিক্যাল’ ট্যাগ এই মুহূর্তে বেশ প্রভাবশালী হয়ে দাঁড়াচ্ছে। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, শাহরুখের অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ ভিন্ন ধরনের অ্যাকশনই নয়, চমক থাকবে মিউজিকেও। শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভরসা রাখছেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অনিরুদ্ধর ওপর।
জানা গেছে, শাহরুখ নিজেই অনিরুদ্ধকে এই প্রোজেক্টে যুক্ত করার ব্যাপারে উৎসাহী ছিলেন। বলিউড বাদশার ইচ্ছার খবর পৌঁছানোর পর নতুন দায়িত্ব নিতে অনিরুদ্ধ দেরি করেননি বলেই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
‘জওয়ান’ মুক্তির আগে এক ইভেন্টে শাহরুখ জানিয়েছিলেন, অনিরুদ্ধ তাঁর সন্তানের মতো। সে অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘অনিরুদ্ধ আমাকে জানিয়েছেন, আমি যেন সব সময় তাঁর ফোন কল রিসিভ করি। আমি তাঁর জন্য সব সময় প্রার্থনা করি, সে যেন কাজে আরও বেশি সাফল্য অর্জন করেন। ইনশাআল্লাহ একদিন তিনি এত ব্যস্ত হবেন, আমার কল ধরারই সময় পাবে না।’
শাহরুখ আরও বলেন, ‘আমি অনিরুদ্ধকে অনেক দিন ধরে চিনতাম। তাঁর সঙ্গে দেখা করতেও চাচ্ছিলাম। তো যখন অ্যাটলি আমাকে জানাল ‘‘জওয়ান’’ সিনেমার তামিল ভার্সনের জন্য একটি গান অনিরুদ্ধ করছেন। তখন আমি অ্যাটলিকে না করলাম, বললাম সিনেমার সবগুলো গানই অনিরুদ্ধ করবেন। আমি তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ।’
চলতি বছরে শাহরুখের কোনো ছবি মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। আপাতত বিরতি নিয়ে নতুন কাজে ফিরতে চলেছেন তিনি। মাঝে কয়েক বছর সেভাবে সাফল্য না পাওয়ার পর, গত বছর দারুণ গিয়েছিল তাঁর। এসআরকে-র তিনটি ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘জওয়ান’ ছিল সেই তালিকার শীর্ষে। সেই সাফল্যের রেশ ধরে রাখতে শাহরুখ যে চেষ্টার খামতি রাখতে চান না, সেটা স্পষ্ট।
‘কিং’ সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। সিনেমাটিতে ডনের চরিত্রে ফিরতে চলেছেন শাহরুখ। সঙ্গে দেখা যাবে কন্যা সুহানাকেও। ইতিমধ্যে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। আগামী আগস্ট থেকে দৃশ্যধারণের কথা রয়েছে।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
২৯ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগে