Ajker Patrika

জওয়ানে এ কোন শাহরুখ!

আপডেট : ০৩ জুন ২০২২, ১৮: ৫৪
জওয়ানে এ কোন শাহরুখ!

মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন ছবি ‘জওয়ান’-এর টিজার। আর এতে শাহরুখের লুক দেখে রীতিমতো চমকে গেছেন দর্শক। সেই সঙ্গে বুঝেও নিয়েছেন, ভরপুর অ্যাকশনের ছবি হতে চলেছে ‘জওয়ান’।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আগামী বছর শাহরুখের অন্তত তিনটি বিগ বাজেটের ছবি মুক্তি পেতে যাচ্ছে। আর ছবিগুলো হচ্ছে—‘পাঠান’, ‘ডাঙ্কি’ ও ‘জওয়ান’। এর মধ্যে ‘জওয়ান’ নিয়ে উত্তেজনা একটু বেশিই। শাহরুখ ও প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জওয়ান’ নিয়ে তাঁদের প্রত্যাশার মাত্রা একটু বেশিই। 

‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাঁকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। ‘জওয়ান’ ছবিটিও হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়। 

শাহরুখের সঙ্গে অ্যাটলির এটিই প্রথম কাজ। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকের। কেমন হতে চলেছে দক্ষিণের তারকা পরিচালক আর বলিউড সুপারস্টারের যুগল প্রয়াস, তা দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল নাগাদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত