Ajker Patrika

শাহরুখের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির আবেদন, সিদ্ধান্ত মঙ্গলবার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০: ৫০
শাহরুখের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির আবেদন, সিদ্ধান্ত মঙ্গলবার

শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ ২৫ জানুয়ারি মুক্তি পাবে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার বাংলাদেশেও মুক্তির আবেদন করা হয়েছে। 

বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় সিনেমাটি দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় আবেদন করেছে। তথ্য মন্ত্রণালয় এবং প্রযোজনা প্রতিষ্ঠানটির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় এ বিষয়ে একটি চিঠি জমা পড়েছে। কাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে। আগামীকাল বিকেলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে সূত্রটি। 

ইতিবাচক সিদ্ধান্ত এলে সিনেমাটি ভারতে মুক্তির দুই দিন পরই বাংলাদেশের দর্শকেরাও দেখার সুযোগ পাবেন। 

চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন এব্রাহাম। ২৫ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত