গতকাল অনুষ্ঠিত হয়েছে ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আলিয়া ভাটের সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ছিল জয়জয়কার। সর্বোচ্চ ১০টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি।
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সব থেকে বেশি নমিনেশন পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, পুষ্কর গায়ত্রীর ‘বিক্রম বেদা’ এবং বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। কিন্তু সবাইকে পেছনে ফেলে বাজিমাত করল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ফিল্মফেয়ারে সেরা সিনেমা থেকে শুরু করে সিনেমাটির জন্য সেরা পরিচালকের খেতাবও জিতে নিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির জন্য সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার জিতেছেন শীতল ইকবাল শর্মা। এ ছাড়া সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা কোরিওগ্রাফি, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা ডায়ালগ এবং আরডি বর্মণ অ্যাওয়ার্ড ফর মিউজিক ট্যালেন্টের পুরস্কারও জিতে নিয়েছে গাঙ্গুবাই।
এবারের ফিল্মফেয়ারে ‘বাধাই দো’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রাজকুমার রাও। এই সিনেমার জন্যই সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান শিবা চাড্ডা। ‘যুগ যুগ জিও’ ছবিটির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জেতেন অনিল কাপুর। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভূমি পেডনেকর ও টাবু। টাবু ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার জন্য এই পুরস্কার পান। অন্যদিকে ভূমি ‘বাধাই দো’ সিনেমার জন্য পুরস্কারটি জেতেন। এই সিনেমা সমালোচকদের বিচারে ‘সেরা সিনেমার’ খেতাব জেতে। ‘বধ’ সিনেমার জন্য অভিনেতা সঞ্জয় মিশ্র সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পান।
উল্লেখ্য, এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান। তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মণীশ পাল।
গতকাল অনুষ্ঠিত হয়েছে ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আলিয়া ভাটের সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র ছিল জয়জয়কার। সর্বোচ্চ ১০টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটি।
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সব থেকে বেশি নমিনেশন পেয়েছিল সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, পুষ্কর গায়ত্রীর ‘বিক্রম বেদা’ এবং বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। কিন্তু সবাইকে পেছনে ফেলে বাজিমাত করল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ফিল্মফেয়ারে সেরা সিনেমা থেকে শুরু করে সিনেমাটির জন্য সেরা পরিচালকের খেতাবও জিতে নিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমাটির জন্য সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার জিতেছেন শীতল ইকবাল শর্মা। এ ছাড়া সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর, সেরা কোরিওগ্রাফি, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা ডায়ালগ এবং আরডি বর্মণ অ্যাওয়ার্ড ফর মিউজিক ট্যালেন্টের পুরস্কারও জিতে নিয়েছে গাঙ্গুবাই।
এবারের ফিল্মফেয়ারে ‘বাধাই দো’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রাজকুমার রাও। এই সিনেমার জন্যই সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান শিবা চাড্ডা। ‘যুগ যুগ জিও’ ছবিটির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার জেতেন অনিল কাপুর। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভূমি পেডনেকর ও টাবু। টাবু ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার জন্য এই পুরস্কার পান। অন্যদিকে ভূমি ‘বাধাই দো’ সিনেমার জন্য পুরস্কারটি জেতেন। এই সিনেমা সমালোচকদের বিচারে ‘সেরা সিনেমার’ খেতাব জেতে। ‘বধ’ সিনেমার জন্য অভিনেতা সঞ্জয় মিশ্র সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পান।
উল্লেখ্য, এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালমান খান। তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা ও মণীশ পাল।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১৮ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১৮ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১৮ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১৮ ঘণ্টা আগে