Ajker Patrika

শাহরুখের ম্যানেজারকে কেন ডাকা হলো

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৫: ৩৮
শাহরুখের ম্যানেজারকে কেন ডাকা হলো

মাদক মামলায় উঠে আসছে একের পর এক নতুন নাম। আরিয়ান, আরবাজ, মুনমুনের পর এনসিবির নজরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। এবার এনসিবি ডেকেছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকে। শনিবার এনসিবির দপ্তরে হাজির হন পূজা। শুক্রবারই তাঁকে নোটিস পাঠিয়েছিল এনসিবি। আরিয়ান খানের মেডিক্যাল হিস্ট্রি চেয়ে পাঠায় এনসিবি। এছাড়াও আরিয়ানের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি চেয়েছে এনসিবি। আরিয়ানের এসব সার্টিফিকেট নিয়েই দেখা করতে বলা হয় পূজাকে। কারণ শাহরুখ খানের পাশাপাশি আরিয়ানেরও ম্যানেজার হিসাবে কাজ করেন পূজা।

পূজা দাদলানিইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ খানের ড্রাইভারকে। ভারতীয় গণমাধ্যম বলছে, শুধুমাত্র ড্রাইভার বা ম্যানেজার নয় মান্নতের সমস্ত চাকরিরত ব্যক্তিকেই নজরে রেখেছে এনসিবি। বৃহস্পতিবারই কিছু তথ্য সংগ্রহ করতে মান্নতে হাজির হয়েছিল এনসিবির কর্মকর্তারা। এরপরই পূজা দাদলানিকে আরও কিছু তথ্য নিয়ে হাজিরা দিতে বলা হয় শনিবার । আরিয়ান খানকে গ্রেপ্তারের পর আদালতে বারবার পূজাকে দেখা গেছে। শাহরুখ খানের পক্ষ থেকে তিনিই বরাবর উপস্থিত থেকেছেন আরিয়ানের পাশে।

পূজা দাদলানিমাদক মামলায় বৃহস্পতিবার বলিউডের নায়িকা অনন্যা পাণ্ডেকে তলব করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান খানের মোবাইল চ্যাট থেকেই উঠে এসেছে অনন্য়া পাণ্ডের নাম। ভারতীয় গণমাধ্যম বলছে, জিজ্ঞাসাবাদে অনন্যাকে এই হোয়াটঅ্যাপ চ্যাটের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। শুক্রবার সামনে আসে আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে কথোপকথনের তথ্য। আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে যে চ্যাটের তথ্য পাওয়া গেছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁরা মাদক সম্পর্কে কথা বলছেন। আরিয়ান খান অনন্যা পান্ডেকে জিজ্ঞাসা করেন, যদি মাদকের ব্যবস্থা করা যায়। অনন্যা উত্তর দেয়, সে ব্যবস্থা করবে।

এনসিবি সূত্রে ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার যখন অনন্যা পাণ্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন অনন্যা বলেছিল যে সে আরিয়ান খানের সঙ্গে ঠাট্টা করেছে। এনসিবি সূত্রের খবর, এগুলি ছাড়াও, তাদের এমন অনেক চ্যাট রয়েছে যেখানে উভয়ই বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সম্পর্কে কথা বলছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত