মাদক মামলায় উঠে আসছে একের পর এক নতুন নাম। আরিয়ান, আরবাজ, মুনমুনের পর এনসিবির নজরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। এবার এনসিবি ডেকেছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকে। শনিবার এনসিবির দপ্তরে হাজির হন পূজা। শুক্রবারই তাঁকে নোটিস পাঠিয়েছিল এনসিবি। আরিয়ান খানের মেডিক্যাল হিস্ট্রি চেয়ে পাঠায় এনসিবি। এছাড়াও আরিয়ানের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি চেয়েছে এনসিবি। আরিয়ানের এসব সার্টিফিকেট নিয়েই দেখা করতে বলা হয় পূজাকে। কারণ শাহরুখ খানের পাশাপাশি আরিয়ানেরও ম্যানেজার হিসাবে কাজ করেন পূজা।
ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ খানের ড্রাইভারকে। ভারতীয় গণমাধ্যম বলছে, শুধুমাত্র ড্রাইভার বা ম্যানেজার নয় মান্নতের সমস্ত চাকরিরত ব্যক্তিকেই নজরে রেখেছে এনসিবি। বৃহস্পতিবারই কিছু তথ্য সংগ্রহ করতে মান্নতে হাজির হয়েছিল এনসিবির কর্মকর্তারা। এরপরই পূজা দাদলানিকে আরও কিছু তথ্য নিয়ে হাজিরা দিতে বলা হয় শনিবার । আরিয়ান খানকে গ্রেপ্তারের পর আদালতে বারবার পূজাকে দেখা গেছে। শাহরুখ খানের পক্ষ থেকে তিনিই বরাবর উপস্থিত থেকেছেন আরিয়ানের পাশে।
মাদক মামলায় বৃহস্পতিবার বলিউডের নায়িকা অনন্যা পাণ্ডেকে তলব করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান খানের মোবাইল চ্যাট থেকেই উঠে এসেছে অনন্য়া পাণ্ডের নাম। ভারতীয় গণমাধ্যম বলছে, জিজ্ঞাসাবাদে অনন্যাকে এই হোয়াটঅ্যাপ চ্যাটের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। শুক্রবার সামনে আসে আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে কথোপকথনের তথ্য। আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে যে চ্যাটের তথ্য পাওয়া গেছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁরা মাদক সম্পর্কে কথা বলছেন। আরিয়ান খান অনন্যা পান্ডেকে জিজ্ঞাসা করেন, যদি মাদকের ব্যবস্থা করা যায়। অনন্যা উত্তর দেয়, সে ব্যবস্থা করবে।
এনসিবি সূত্রে ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার যখন অনন্যা পাণ্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন অনন্যা বলেছিল যে সে আরিয়ান খানের সঙ্গে ঠাট্টা করেছে। এনসিবি সূত্রের খবর, এগুলি ছাড়াও, তাদের এমন অনেক চ্যাট রয়েছে যেখানে উভয়ই বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সম্পর্কে কথা বলছেন।
মাদক মামলায় উঠে আসছে একের পর এক নতুন নাম। আরিয়ান, আরবাজ, মুনমুনের পর এনসিবির নজরে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। এবার এনসিবি ডেকেছে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিকে। শনিবার এনসিবির দপ্তরে হাজির হন পূজা। শুক্রবারই তাঁকে নোটিস পাঠিয়েছিল এনসিবি। আরিয়ান খানের মেডিক্যাল হিস্ট্রি চেয়ে পাঠায় এনসিবি। এছাড়াও আরিয়ানের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি চেয়েছে এনসিবি। আরিয়ানের এসব সার্টিফিকেট নিয়েই দেখা করতে বলা হয় পূজাকে। কারণ শাহরুখ খানের পাশাপাশি আরিয়ানেরও ম্যানেজার হিসাবে কাজ করেন পূজা।
ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ খানের ড্রাইভারকে। ভারতীয় গণমাধ্যম বলছে, শুধুমাত্র ড্রাইভার বা ম্যানেজার নয় মান্নতের সমস্ত চাকরিরত ব্যক্তিকেই নজরে রেখেছে এনসিবি। বৃহস্পতিবারই কিছু তথ্য সংগ্রহ করতে মান্নতে হাজির হয়েছিল এনসিবির কর্মকর্তারা। এরপরই পূজা দাদলানিকে আরও কিছু তথ্য নিয়ে হাজিরা দিতে বলা হয় শনিবার । আরিয়ান খানকে গ্রেপ্তারের পর আদালতে বারবার পূজাকে দেখা গেছে। শাহরুখ খানের পক্ষ থেকে তিনিই বরাবর উপস্থিত থেকেছেন আরিয়ানের পাশে।
মাদক মামলায় বৃহস্পতিবার বলিউডের নায়িকা অনন্যা পাণ্ডেকে তলব করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ান খানের মোবাইল চ্যাট থেকেই উঠে এসেছে অনন্য়া পাণ্ডের নাম। ভারতীয় গণমাধ্যম বলছে, জিজ্ঞাসাবাদে অনন্যাকে এই হোয়াটঅ্যাপ চ্যাটের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। শুক্রবার সামনে আসে আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে কথোপকথনের তথ্য। আরিয়ান খান ও অনন্যা পাণ্ডের মধ্যে যে চ্যাটের তথ্য পাওয়া গেছে সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁরা মাদক সম্পর্কে কথা বলছেন। আরিয়ান খান অনন্যা পান্ডেকে জিজ্ঞাসা করেন, যদি মাদকের ব্যবস্থা করা যায়। অনন্যা উত্তর দেয়, সে ব্যবস্থা করবে।
এনসিবি সূত্রে ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার যখন অনন্যা পাণ্ডেকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন অনন্যা বলেছিল যে সে আরিয়ান খানের সঙ্গে ঠাট্টা করেছে। এনসিবি সূত্রের খবর, এগুলি ছাড়াও, তাদের এমন অনেক চ্যাট রয়েছে যেখানে উভয়ই বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সম্পর্কে কথা বলছেন।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
৮ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
৮ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
৮ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
৮ ঘণ্টা আগে