Ajker Patrika

সব শাসকই সিনেমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে: মনোজ বাজপেয়ি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৫: ৩১
সব শাসকই সিনেমাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে: মনোজ বাজপেয়ি

‘সব সরকারই নিজেদের স্বার্থে সিনেমাকে ব্যবহার করেছে’—সম্প্রতি নিজের এক সিনেমার প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। গত মঙ্গলবার রাতে মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘সাইলেন্স ২: দ্য নাইট আউল বার শুটআউট’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সমাজ ও রাজনীতিতে সিনেমার প্রভাব নিয়ে মতামত প্রকাশ করেছেন তিনি।

অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, সিনেমা কি সত্যিই কোনো আন্দোলন গড়ে তুলতে পারে? তাতে মনোজ স্পষ্ট ভাষায় বলেন, ‘আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সিনেমার কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না।’

মনোজের কথায়, ‘সিনেমা কোনো আন্দোলনের অংশ হতে পারে, কিন্তু সিনেমা নিজে থেকে কিছু করতে পারে না।’

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীতসম্প্রতি বলিউডে প্রোপাগান্ডা সিনেমার ভিড় বেড়েছে। কিন্তু সেটাও নতুন কোনো ট্রেন্ড নয় বলেই মনে করেন অভিনেতা। মনোজের কথায়, ‘প্রতি শাসকই সিনেমা এবং শিল্পকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করে এসেছে। এটা কোনো নতুন ঘটনা নয়।’

মনোজ আরও বলেন, ‘সিনেমা হলো সমাজের আয়না, যেখানে আমরা বাস্তবের নানা ঘটনা তুলে ধরি।’ উদাহরণ হিসেবে সত্তরের দশকের অস্থির সময়ের প্রেক্ষিতে অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়ংম্যান’ ইমেজের কথা বলেন মনোজ। মনোজের মতে, তখন দেশের তরুণ প্রজন্ম বেকারত্ব ও হতাশার সঙ্গে লড়াই করছিল। আর তখনই এমন সিনেমা দেখে তাঁরা তাঁদের আবেগ প্রকাশ করতেন।

উল্লেখ্য, গত বছর মনোজ বাজপেয়ি অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে তিনটিই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রশংসিত হয়েছে ‘গুলমোহর’ এবং ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। বছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘জোরাম’ একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত