বলিউডে যেমন রয়েছেন শাহরুখ খান, সালমান কিংবা আমির খান। তেমনি আছেন দুই রণবীর। একজন কাপুর। অন্যজন সিং। দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর এবং বর্তমান স্বামী রণবীর সিংয়ের মধ্যে কি রেষারেষি ছিল? সে খবর প্রকাশ্যে আসেনি সেভাবে। এই দুজনের তুলনা চলে নানাভাবেই। এক লড়াইয়ে নাকি দীপিকার স্বামী হেরে গিয়েছিলেন আলিয়া ভাটের রণবীর কাপুরের কাছে!
স্বাভাবিকভাবেই এটা ময়দানের লড়াই নয়। সিনেমার লড়াই। দুই তারকাই দক্ষ অভিনেতা। দুজনের হাতেই সিনেমার অভাব নেই। তবে যুদ্ধ বাধল কিসে? তবে সেটা আজকের ঘটনা নয়।
‘কফি উইথ করণ’ -এর নতুন সিজনে অতিথি হয়েছিলেন রণবীর সিং। সেখানেই কথা বলেন সিনেমা থেকে বাদ পড়া নিয়ে। রণবীর জানান, ‘বোম্বে ভেলভেট’ সিনেমা থেকে বাদ গিয়েছিলেন তিনি। সেই চরিত্রেই নেওয়া হয় রণবীর কাপুরকে।
কিন্তু ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ককে কেন বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে? রণবীর সিং জানান, সে সময়ে তিনি বলিউডের তারকা হয়ে ওঠেননি। সিনেমা নেই হাতে, পরিচিতিও একেবারেই কম। তাই তাঁর মতো নায়ককে বেশি টাকা দিয়ে নিতে রাজি ছিলেন না প্রযোজক। ফলে তাঁর হাতছাড়া হয়ে যায় ‘বোম্বে ভেলভেট’। খুব কেঁদেছিলেন সিনেমা থেকে বাদ পড়ার পর। তবে সেই সিনেমা যে রণবীরের জীবনের সবচেয়ে বড় ফ্লপ হয়েছে, সেটা সকলেরই জানা। এমনকি বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম বড় ডিজাস্টার।
সাত বছর পরে এখন অবশ্য পরিস্থিতি একেবারে অন্য রকম। রণবীর কাপুরের মতো রণবীর সিংও এখন ব্যস্ত নায়ক। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘জয়েশভাই জোরদার’ সিনেমায়।
বলিউডে যেমন রয়েছেন শাহরুখ খান, সালমান কিংবা আমির খান। তেমনি আছেন দুই রণবীর। একজন কাপুর। অন্যজন সিং। দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর এবং বর্তমান স্বামী রণবীর সিংয়ের মধ্যে কি রেষারেষি ছিল? সে খবর প্রকাশ্যে আসেনি সেভাবে। এই দুজনের তুলনা চলে নানাভাবেই। এক লড়াইয়ে নাকি দীপিকার স্বামী হেরে গিয়েছিলেন আলিয়া ভাটের রণবীর কাপুরের কাছে!
স্বাভাবিকভাবেই এটা ময়দানের লড়াই নয়। সিনেমার লড়াই। দুই তারকাই দক্ষ অভিনেতা। দুজনের হাতেই সিনেমার অভাব নেই। তবে যুদ্ধ বাধল কিসে? তবে সেটা আজকের ঘটনা নয়।
‘কফি উইথ করণ’ -এর নতুন সিজনে অতিথি হয়েছিলেন রণবীর সিং। সেখানেই কথা বলেন সিনেমা থেকে বাদ পড়া নিয়ে। রণবীর জানান, ‘বোম্বে ভেলভেট’ সিনেমা থেকে বাদ গিয়েছিলেন তিনি। সেই চরিত্রেই নেওয়া হয় রণবীর কাপুরকে।
কিন্তু ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ককে কেন বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে? রণবীর সিং জানান, সে সময়ে তিনি বলিউডের তারকা হয়ে ওঠেননি। সিনেমা নেই হাতে, পরিচিতিও একেবারেই কম। তাই তাঁর মতো নায়ককে বেশি টাকা দিয়ে নিতে রাজি ছিলেন না প্রযোজক। ফলে তাঁর হাতছাড়া হয়ে যায় ‘বোম্বে ভেলভেট’। খুব কেঁদেছিলেন সিনেমা থেকে বাদ পড়ার পর। তবে সেই সিনেমা যে রণবীরের জীবনের সবচেয়ে বড় ফ্লপ হয়েছে, সেটা সকলেরই জানা। এমনকি বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম বড় ডিজাস্টার।
সাত বছর পরে এখন অবশ্য পরিস্থিতি একেবারে অন্য রকম। রণবীর কাপুরের মতো রণবীর সিংও এখন ব্যস্ত নায়ক। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘জয়েশভাই জোরদার’ সিনেমায়।
দারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়ক নিরব। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। সামছুল হুদার ‘গোলাপ’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার পর নিরব যুক্ত হলেন কামরুল হাসান ফুয়াদের ‘দেশ’ সিনেমায়। গত মঙ্গলবার রাতে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় নতুন এই সিনেমার।
৫ ঘণ্টা আগেবিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে চাহিদা রয়েছে নতুন সিনেমার। তাই তো হলে মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। এ ক্ষেত্রে উল্টোপথে হাঁটলেন সরকারি অনুদানে নির্মিত ‘জলরঙ’ সিনেমার প্রযোজক দেলোয়ার হোসেন দিলু। দুই মাস আগে ওটিটিতে মুক্তির পর ৮ আগস্ট শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির...
৫ ঘণ্টা আগেগত বছর ১৮ এপ্রিল সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান কণ্ঠশিল্পী ও গীতিকার পাগল হাসান। মৃত্যুর প্রায় দেড় বছর পর পাগল হাসানের নতুন গান নিয়ে আসছে ব্যান্ড লালন। গানের শিরোনাম ‘বাগানের মালি’। শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছে ব্যান্ড লালন।
৫ ঘণ্টা আগেবিখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিটের মা জেন পিট মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘকাল ধরে ছেলে ব্র্যাড পিটের সঙ্গে বিভিন্ন রেড কার্পেট অনুষ্ঠান এবং উচ্চপর্যায়ের আয়োজনে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানিয়ে আসছিলেন।
১৪ ঘণ্টা আগে