বলিউডে যেমন রয়েছেন শাহরুখ খান, সালমান কিংবা আমির খান। তেমনি আছেন দুই রণবীর। একজন কাপুর। অন্যজন সিং। দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর এবং বর্তমান স্বামী রণবীর সিংয়ের মধ্যে কি রেষারেষি ছিল? সে খবর প্রকাশ্যে আসেনি সেভাবে। এই দুজনের তুলনা চলে নানাভাবেই। এক লড়াইয়ে নাকি দীপিকার স্বামী হেরে গিয়েছিলেন আলিয়া ভাটের রণবীর কাপুরের কাছে!
স্বাভাবিকভাবেই এটা ময়দানের লড়াই নয়। সিনেমার লড়াই। দুই তারকাই দক্ষ অভিনেতা। দুজনের হাতেই সিনেমার অভাব নেই। তবে যুদ্ধ বাধল কিসে? তবে সেটা আজকের ঘটনা নয়।
‘কফি উইথ করণ’ -এর নতুন সিজনে অতিথি হয়েছিলেন রণবীর সিং। সেখানেই কথা বলেন সিনেমা থেকে বাদ পড়া নিয়ে। রণবীর জানান, ‘বোম্বে ভেলভেট’ সিনেমা থেকে বাদ গিয়েছিলেন তিনি। সেই চরিত্রেই নেওয়া হয় রণবীর কাপুরকে।
কিন্তু ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ককে কেন বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে? রণবীর সিং জানান, সে সময়ে তিনি বলিউডের তারকা হয়ে ওঠেননি। সিনেমা নেই হাতে, পরিচিতিও একেবারেই কম। তাই তাঁর মতো নায়ককে বেশি টাকা দিয়ে নিতে রাজি ছিলেন না প্রযোজক। ফলে তাঁর হাতছাড়া হয়ে যায় ‘বোম্বে ভেলভেট’। খুব কেঁদেছিলেন সিনেমা থেকে বাদ পড়ার পর। তবে সেই সিনেমা যে রণবীরের জীবনের সবচেয়ে বড় ফ্লপ হয়েছে, সেটা সকলেরই জানা। এমনকি বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম বড় ডিজাস্টার।
সাত বছর পরে এখন অবশ্য পরিস্থিতি একেবারে অন্য রকম। রণবীর কাপুরের মতো রণবীর সিংও এখন ব্যস্ত নায়ক। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘জয়েশভাই জোরদার’ সিনেমায়।
বলিউডে যেমন রয়েছেন শাহরুখ খান, সালমান কিংবা আমির খান। তেমনি আছেন দুই রণবীর। একজন কাপুর। অন্যজন সিং। দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রণবীর কাপুর এবং বর্তমান স্বামী রণবীর সিংয়ের মধ্যে কি রেষারেষি ছিল? সে খবর প্রকাশ্যে আসেনি সেভাবে। এই দুজনের তুলনা চলে নানাভাবেই। এক লড়াইয়ে নাকি দীপিকার স্বামী হেরে গিয়েছিলেন আলিয়া ভাটের রণবীর কাপুরের কাছে!
স্বাভাবিকভাবেই এটা ময়দানের লড়াই নয়। সিনেমার লড়াই। দুই তারকাই দক্ষ অভিনেতা। দুজনের হাতেই সিনেমার অভাব নেই। তবে যুদ্ধ বাধল কিসে? তবে সেটা আজকের ঘটনা নয়।
‘কফি উইথ করণ’ -এর নতুন সিজনে অতিথি হয়েছিলেন রণবীর সিং। সেখানেই কথা বলেন সিনেমা থেকে বাদ পড়া নিয়ে। রণবীর জানান, ‘বোম্বে ভেলভেট’ সিনেমা থেকে বাদ গিয়েছিলেন তিনি। সেই চরিত্রেই নেওয়া হয় রণবীর কাপুরকে।
কিন্তু ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ককে কেন বাদ দেওয়া হয়েছিল সিনেমা থেকে? রণবীর সিং জানান, সে সময়ে তিনি বলিউডের তারকা হয়ে ওঠেননি। সিনেমা নেই হাতে, পরিচিতিও একেবারেই কম। তাই তাঁর মতো নায়ককে বেশি টাকা দিয়ে নিতে রাজি ছিলেন না প্রযোজক। ফলে তাঁর হাতছাড়া হয়ে যায় ‘বোম্বে ভেলভেট’। খুব কেঁদেছিলেন সিনেমা থেকে বাদ পড়ার পর। তবে সেই সিনেমা যে রণবীরের জীবনের সবচেয়ে বড় ফ্লপ হয়েছে, সেটা সকলেরই জানা। এমনকি বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম বড় ডিজাস্টার।
সাত বছর পরে এখন অবশ্য পরিস্থিতি একেবারে অন্য রকম। রণবীর কাপুরের মতো রণবীর সিংও এখন ব্যস্ত নায়ক। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘জয়েশভাই জোরদার’ সিনেমায়।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১ দিন আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১ দিন আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১ দিন আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে