করণ জোহরের বাবা যশ জোহর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। ‘দোস্তানা’, ‘দুনিয়া’, ‘অগ্নিপথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ অনেক আলোচিত সিনেমা তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তেমন সুবিধা করে উঠতে পারছিল না ধর্মা প্রোডাকশন। পর পর ফ্লপের মুখে পড়ে প্রতিষ্ঠান বাঁচাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে হলো করণ জোহরকে।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ধর্মা প্রোডাকশনের বেশিরভাগ শেয়ার কিনছে রিলায়েন্স। তা পুরোপুরি সত্যি হল না। করণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার বিক্রি করলেন। তবে রিলায়েন্স নয়, ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অর্ধেক অংশীদারত্ব নিয়েছেন তিনি।
আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। আর অপূর্ব মেহতা থাকবেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তিনি প্রতিষ্ঠানের কৌশলগত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকগুলো দেখভাল করবেন।
২০২২ সালে এ প্রতিষ্ঠানের বড় বাজেটের ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কোনোটিই সাফল্য পায়নি। ফলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।
তবে ধর্মা প্রোডাকশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে অন্য কারণ। বলা হয়েছে, বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট।
করণ জোহরের বাবা যশ জোহর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। ‘দোস্তানা’, ‘দুনিয়া’, ‘অগ্নিপথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ অনেক আলোচিত সিনেমা তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তেমন সুবিধা করে উঠতে পারছিল না ধর্মা প্রোডাকশন। পর পর ফ্লপের মুখে পড়ে প্রতিষ্ঠান বাঁচাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে হলো করণ জোহরকে।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ধর্মা প্রোডাকশনের বেশিরভাগ শেয়ার কিনছে রিলায়েন্স। তা পুরোপুরি সত্যি হল না। করণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার বিক্রি করলেন। তবে রিলায়েন্স নয়, ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অর্ধেক অংশীদারত্ব নিয়েছেন তিনি।
আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। আর অপূর্ব মেহতা থাকবেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তিনি প্রতিষ্ঠানের কৌশলগত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকগুলো দেখভাল করবেন।
২০২২ সালে এ প্রতিষ্ঠানের বড় বাজেটের ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কোনোটিই সাফল্য পায়নি। ফলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।
তবে ধর্মা প্রোডাকশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে অন্য কারণ। বলা হয়েছে, বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
১৬ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৪ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৮ ঘণ্টা আগে