বিনোদন ডেস্ক
বলিউডের আদর্শ জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। মালাইকা অরোরার চেয়ে অর্জুন কাপুর বয়সে প্রায় ১২ বছরের ছোট। তা ছাড়া মালাইকা একসময় আরবাজ খানের স্ত্রী ছিলেন। ফলে শুরুর দিকে তাঁদের সম্পর্ক সরল চোখে দেখতেন না অনেকে। সমালোচনা ছিল। কেউ কেউ তো তাঁদের ‘মা-ছেলে’ বলেও কটাক্ষ করতেন। তবে দিন দিন বদলে গিয়েছিল দৃষ্টিভঙ্গি।
কয়েক বছর ধরে নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক একেবারেই করতেন না মালাইকা-অর্জুন। যেখানে যেতেন মালাইকা, সঙ্গে দেখা যেত অর্জুনকে। দুজনের সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছিল তাঁদের প্রেমের ডায়েরি। একসঙ্গে প্রায় সময় ছবি পোস্ট করতেন। আদর্শ অসম প্রেমের দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তাঁরা। তবে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এ সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা-অর্জুন।
মালাইকার বাবা মারা যাওয়ার পর যেভাবে সর্বক্ষণ পাশে ছিলেন অর্জুন, তাতে মনে হয়েছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু অর্জুনের কথার পর আর কোনো আশা রইল না। মালাইকা-অর্জুনের গুঞ্জনে সম্প্রতি সিলমোহর দিলেন অর্জুন কাপুর। গত সোমবার শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দীপাবলি পার্টিতে গিয়েছিল ‘সিংহাম অ্যাগেইন’ টিম।
এ সিনেমার অভিনেতা অর্জুন, সেই সূত্রে তিনিও ছিলেন। সেখানে অর্জুন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দর্শকদের মধ্য থেকে অনেকে বারবার ‘মালাইকা মালাইকা’ বলে চিৎকার করছিলেন। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘এখন আমি সিঙ্গেল, তোমরা রিল্যাক্সে থাকো।’ নিজেদের সম্পর্ক নিয়ে এই প্রথম কোনো বাক্য বের হলো নায়কের মুখ থেকে। তাঁর এ স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, মালাইকা ও অর্জুন—দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। ওই বিধ্বস্ত সময়ে মালাইকার পাশে ছিলেন অর্জুন। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু। পরের বছর থেকে ডেটিং শুরু করেন তাঁরা। মালাইকা-অর্জুনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালে লাকমি ফ্যাশন উইকে। পরবর্তী কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে অংশ নিয়েছেন তাঁরা। কফি উইথ করণ অনুষ্ঠানে এ প্রেমের প্রথম স্বীকারোক্তি আসে মালাইকার তরফ থেকে। সম্পর্কের প্রায় ছয় বছর পর অর্জুনের কাছ থেকে এল বিচ্ছেদের খবর।
বলিউডের আদর্শ জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। মালাইকা অরোরার চেয়ে অর্জুন কাপুর বয়সে প্রায় ১২ বছরের ছোট। তা ছাড়া মালাইকা একসময় আরবাজ খানের স্ত্রী ছিলেন। ফলে শুরুর দিকে তাঁদের সম্পর্ক সরল চোখে দেখতেন না অনেকে। সমালোচনা ছিল। কেউ কেউ তো তাঁদের ‘মা-ছেলে’ বলেও কটাক্ষ করতেন। তবে দিন দিন বদলে গিয়েছিল দৃষ্টিভঙ্গি।
কয়েক বছর ধরে নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক একেবারেই করতেন না মালাইকা-অর্জুন। যেখানে যেতেন মালাইকা, সঙ্গে দেখা যেত অর্জুনকে। দুজনের সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছিল তাঁদের প্রেমের ডায়েরি। একসঙ্গে প্রায় সময় ছবি পোস্ট করতেন। আদর্শ অসম প্রেমের দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তাঁরা। তবে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এ সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা-অর্জুন।
মালাইকার বাবা মারা যাওয়ার পর যেভাবে সর্বক্ষণ পাশে ছিলেন অর্জুন, তাতে মনে হয়েছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু অর্জুনের কথার পর আর কোনো আশা রইল না। মালাইকা-অর্জুনের গুঞ্জনে সম্প্রতি সিলমোহর দিলেন অর্জুন কাপুর। গত সোমবার শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দীপাবলি পার্টিতে গিয়েছিল ‘সিংহাম অ্যাগেইন’ টিম।
এ সিনেমার অভিনেতা অর্জুন, সেই সূত্রে তিনিও ছিলেন। সেখানে অর্জুন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দর্শকদের মধ্য থেকে অনেকে বারবার ‘মালাইকা মালাইকা’ বলে চিৎকার করছিলেন। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘এখন আমি সিঙ্গেল, তোমরা রিল্যাক্সে থাকো।’ নিজেদের সম্পর্ক নিয়ে এই প্রথম কোনো বাক্য বের হলো নায়কের মুখ থেকে। তাঁর এ স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, মালাইকা ও অর্জুন—দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। ওই বিধ্বস্ত সময়ে মালাইকার পাশে ছিলেন অর্জুন। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু। পরের বছর থেকে ডেটিং শুরু করেন তাঁরা। মালাইকা-অর্জুনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালে লাকমি ফ্যাশন উইকে। পরবর্তী কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে অংশ নিয়েছেন তাঁরা। কফি উইথ করণ অনুষ্ঠানে এ প্রেমের প্রথম স্বীকারোক্তি আসে মালাইকার তরফ থেকে। সম্পর্কের প্রায় ছয় বছর পর অর্জুনের কাছ থেকে এল বিচ্ছেদের খবর।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৩ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৪ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৪ ঘণ্টা আগে