বলিউডের আদর্শ জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। মালাইকা অরোরার চেয়ে অর্জুন কাপুর বয়সে প্রায় ১২ বছরের ছোট। তা ছাড়া মালাইকা একসময় আরবাজ খানের স্ত্রী ছিলেন। ফলে শুরুর দিকে তাঁদের সম্পর্ক সরল চোখে দেখতেন না অনেকে। সমালোচনা ছিল। কেউ কেউ তো তাঁদের ‘মা-ছেলে’ বলেও কটাক্ষ করতেন। তবে দিন দিন বদলে গিয়েছিল দৃষ্টিভঙ্গি।
কয়েক বছর ধরে নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক একেবারেই করতেন না মালাইকা-অর্জুন। যেখানে যেতেন মালাইকা, সঙ্গে দেখা যেত অর্জুনকে। দুজনের সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছিল তাঁদের প্রেমের ডায়েরি। একসঙ্গে প্রায় সময় ছবি পোস্ট করতেন। আদর্শ অসম প্রেমের দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তাঁরা। তবে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এ সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা-অর্জুন।
মালাইকার বাবা মারা যাওয়ার পর যেভাবে সর্বক্ষণ পাশে ছিলেন অর্জুন, তাতে মনে হয়েছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু অর্জুনের কথার পর আর কোনো আশা রইল না। মালাইকা-অর্জুনের গুঞ্জনে সম্প্রতি সিলমোহর দিলেন অর্জুন কাপুর। গত সোমবার শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দীপাবলি পার্টিতে গিয়েছিল ‘সিংহাম অ্যাগেইন’ টিম।
এ সিনেমার অভিনেতা অর্জুন, সেই সূত্রে তিনিও ছিলেন। সেখানে অর্জুন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দর্শকদের মধ্য থেকে অনেকে বারবার ‘মালাইকা মালাইকা’ বলে চিৎকার করছিলেন। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘এখন আমি সিঙ্গেল, তোমরা রিল্যাক্সে থাকো।’ নিজেদের সম্পর্ক নিয়ে এই প্রথম কোনো বাক্য বের হলো নায়কের মুখ থেকে। তাঁর এ স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, মালাইকা ও অর্জুন—দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। ওই বিধ্বস্ত সময়ে মালাইকার পাশে ছিলেন অর্জুন। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু। পরের বছর থেকে ডেটিং শুরু করেন তাঁরা। মালাইকা-অর্জুনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালে লাকমি ফ্যাশন উইকে। পরবর্তী কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে অংশ নিয়েছেন তাঁরা। কফি উইথ করণ অনুষ্ঠানে এ প্রেমের প্রথম স্বীকারোক্তি আসে মালাইকার তরফ থেকে। সম্পর্কের প্রায় ছয় বছর পর অর্জুনের কাছ থেকে এল বিচ্ছেদের খবর।
বলিউডের আদর্শ জুটি হয়ে উঠেছিলেন তাঁরা। মালাইকা অরোরার চেয়ে অর্জুন কাপুর বয়সে প্রায় ১২ বছরের ছোট। তা ছাড়া মালাইকা একসময় আরবাজ খানের স্ত্রী ছিলেন। ফলে শুরুর দিকে তাঁদের সম্পর্ক সরল চোখে দেখতেন না অনেকে। সমালোচনা ছিল। কেউ কেউ তো তাঁদের ‘মা-ছেলে’ বলেও কটাক্ষ করতেন। তবে দিন দিন বদলে গিয়েছিল দৃষ্টিভঙ্গি।
কয়েক বছর ধরে নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক একেবারেই করতেন না মালাইকা-অর্জুন। যেখানে যেতেন মালাইকা, সঙ্গে দেখা যেত অর্জুনকে। দুজনের সোশ্যাল মিডিয়াও হয়ে উঠেছিল তাঁদের প্রেমের ডায়েরি। একসঙ্গে প্রায় সময় ছবি পোস্ট করতেন। আদর্শ অসম প্রেমের দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন তাঁরা। তবে কয়েক মাস ধরে গুঞ্জন চলছিল, এ সম্পর্কের ইতি টেনেছেন মালাইকা-অর্জুন।
মালাইকার বাবা মারা যাওয়ার পর যেভাবে সর্বক্ষণ পাশে ছিলেন অর্জুন, তাতে মনে হয়েছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু অর্জুনের কথার পর আর কোনো আশা রইল না। মালাইকা-অর্জুনের গুঞ্জনে সম্প্রতি সিলমোহর দিলেন অর্জুন কাপুর। গত সোমবার শিবাজি পার্কে রাজনীতিবিদ রাজ ঠাকরের দীপাবলি পার্টিতে গিয়েছিল ‘সিংহাম অ্যাগেইন’ টিম।
এ সিনেমার অভিনেতা অর্জুন, সেই সূত্রে তিনিও ছিলেন। সেখানে অর্জুন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দর্শকদের মধ্য থেকে অনেকে বারবার ‘মালাইকা মালাইকা’ বলে চিৎকার করছিলেন। হাসতে হাসতে অর্জুন বলেন, ‘এখন আমি সিঙ্গেল, তোমরা রিল্যাক্সে থাকো।’ নিজেদের সম্পর্ক নিয়ে এই প্রথম কোনো বাক্য বের হলো নায়কের মুখ থেকে। তাঁর এ স্বীকারোক্তির পর স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, মালাইকা ও অর্জুন—দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। ওই বিধ্বস্ত সময়ে মালাইকার পাশে ছিলেন অর্জুন। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু। পরের বছর থেকে ডেটিং শুরু করেন তাঁরা। মালাইকা-অর্জুনকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১৮ সালে লাকমি ফ্যাশন উইকে। পরবর্তী কয়েক বছরে বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে অংশ নিয়েছেন তাঁরা। কফি উইথ করণ অনুষ্ঠানে এ প্রেমের প্রথম স্বীকারোক্তি আসে মালাইকার তরফ থেকে। সম্পর্কের প্রায় ছয় বছর পর অর্জুনের কাছ থেকে এল বিচ্ছেদের খবর।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে