ঝিমধরা দুপুরে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক ঢুকল ভারতের দুর্গাপুরে। সঙ্গে দু-একজন সেনা। আজ বাদে কাল যুদ্ধ হবে। তবে বাস্তবের যুদ্ধ নয়। আর তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। আসলে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছে দুর্গাপুরে। সময়কাল ১৯৭১। মুক্তিযুদ্ধ। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি 'পিপ্পা'। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের ঈশান খট্টর।
গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। সাঁজোয়া ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক—এ দুইয়ে মিলেই ছবি। যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাই ছবির নাম পিপ্পা। পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হয় গত ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। বলিউডের প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই ছবির প্রযোজক।
দুর্গাপুরে সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধক্ষেত্র হিসাবে। যেহেতু এই হিন্দি ছবিটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাই বিভিন্ন সামরিক অস্ত্র দুর্গাপুরে নিয়ে এসে হাজির করা হয়েছে। সবই রাখা হচ্ছে ওই শুটিং মাঠে। কামান, ট্যাঙ্কের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র আনা হয়েছে।
আসলে পিপ্পা শব্দটার অর্থই ট্যাঙ্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। এমনই উল্লেখ রয়েছে বলরাম সিং মেহতার লেখা বইয়ে। ২০১৬ সালে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এক বই ‘দ্য বার্নিং শাফিস’। ব্রিগেডিয়ার মেহতার সেই কাহিনিকে নিয়েই এই ছবি।
দুর্গাপুরকে এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই ছবির শুটিংকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুটিংয়ে। শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশান খাট্টারসহ অনেক বলিউড তারকা।
ঝিমধরা দুপুরে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক ঢুকল ভারতের দুর্গাপুরে। সঙ্গে দু-একজন সেনা। আজ বাদে কাল যুদ্ধ হবে। তবে বাস্তবের যুদ্ধ নয়। আর তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। আসলে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছে দুর্গাপুরে। সময়কাল ১৯৭১। মুক্তিযুদ্ধ। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি 'পিপ্পা'। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের ঈশান খট্টর।
গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। সাঁজোয়া ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক—এ দুইয়ে মিলেই ছবি। যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাই ছবির নাম পিপ্পা। পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হয় গত ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। বলিউডের প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই ছবির প্রযোজক।
দুর্গাপুরে সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধক্ষেত্র হিসাবে। যেহেতু এই হিন্দি ছবিটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাই বিভিন্ন সামরিক অস্ত্র দুর্গাপুরে নিয়ে এসে হাজির করা হয়েছে। সবই রাখা হচ্ছে ওই শুটিং মাঠে। কামান, ট্যাঙ্কের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র আনা হয়েছে।
আসলে পিপ্পা শব্দটার অর্থই ট্যাঙ্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। এমনই উল্লেখ রয়েছে বলরাম সিং মেহতার লেখা বইয়ে। ২০১৬ সালে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এক বই ‘দ্য বার্নিং শাফিস’। ব্রিগেডিয়ার মেহতার সেই কাহিনিকে নিয়েই এই ছবি।
দুর্গাপুরকে এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই ছবির শুটিংকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুটিংয়ে। শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশান খাট্টারসহ অনেক বলিউড তারকা।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
১ ঘণ্টা আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
১ ঘণ্টা আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৮ ঘণ্টা আগে