ঝিমধরা দুপুরে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক ঢুকল ভারতের দুর্গাপুরে। সঙ্গে দু-একজন সেনা। আজ বাদে কাল যুদ্ধ হবে। তবে বাস্তবের যুদ্ধ নয়। আর তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। আসলে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছে দুর্গাপুরে। সময়কাল ১৯৭১। মুক্তিযুদ্ধ। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি 'পিপ্পা'। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের ঈশান খট্টর।
গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। সাঁজোয়া ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক—এ দুইয়ে মিলেই ছবি। যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাই ছবির নাম পিপ্পা। পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হয় গত ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। বলিউডের প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই ছবির প্রযোজক।
দুর্গাপুরে সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধক্ষেত্র হিসাবে। যেহেতু এই হিন্দি ছবিটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাই বিভিন্ন সামরিক অস্ত্র দুর্গাপুরে নিয়ে এসে হাজির করা হয়েছে। সবই রাখা হচ্ছে ওই শুটিং মাঠে। কামান, ট্যাঙ্কের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র আনা হয়েছে।
আসলে পিপ্পা শব্দটার অর্থই ট্যাঙ্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। এমনই উল্লেখ রয়েছে বলরাম সিং মেহতার লেখা বইয়ে। ২০১৬ সালে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এক বই ‘দ্য বার্নিং শাফিস’। ব্রিগেডিয়ার মেহতার সেই কাহিনিকে নিয়েই এই ছবি।
দুর্গাপুরকে এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই ছবির শুটিংকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুটিংয়ে। শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশান খাট্টারসহ অনেক বলিউড তারকা।
ঝিমধরা দুপুরে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক ঢুকল ভারতের দুর্গাপুরে। সঙ্গে দু-একজন সেনা। আজ বাদে কাল যুদ্ধ হবে। তবে বাস্তবের যুদ্ধ নয়। আর তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। আসলে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছে দুর্গাপুরে। সময়কাল ১৯৭১। মুক্তিযুদ্ধ। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি 'পিপ্পা'। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের ঈশান খট্টর।
গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। সাঁজোয়া ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক—এ দুইয়ে মিলেই ছবি। যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাই ছবির নাম পিপ্পা। পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হয় গত ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। বলিউডের প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই ছবির প্রযোজক।
দুর্গাপুরে সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধক্ষেত্র হিসাবে। যেহেতু এই হিন্দি ছবিটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাই বিভিন্ন সামরিক অস্ত্র দুর্গাপুরে নিয়ে এসে হাজির করা হয়েছে। সবই রাখা হচ্ছে ওই শুটিং মাঠে। কামান, ট্যাঙ্কের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র আনা হয়েছে।
আসলে পিপ্পা শব্দটার অর্থই ট্যাঙ্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। এমনই উল্লেখ রয়েছে বলরাম সিং মেহতার লেখা বইয়ে। ২০১৬ সালে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এক বই ‘দ্য বার্নিং শাফিস’। ব্রিগেডিয়ার মেহতার সেই কাহিনিকে নিয়েই এই ছবি।
দুর্গাপুরকে এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই ছবির শুটিংকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুটিংয়ে। শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশান খাট্টারসহ অনেক বলিউড তারকা।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৯ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১৪ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১৪ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১৪ ঘণ্টা আগে