Ajker Patrika

ফারহানের স্মৃতিতে মিলখা সিং

বিনোদন ডেস্ক
Thumbnail image

ঢাকা: মারা গেলেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। থেমে গেলো তাঁর জীবনের ‘দৌড়’! বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিলেন তিনি। কোভিড পরবর্তী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তিনি মারা যান। ‘ফ্লায়িং শিখ’-এর মৃত্যুতে গভীর শোকের ছায়া ক্রীড়ামহল থেকে শুরু করে বিনোদন জগতেও। এই কিংবন্তি অ্যাথলেটের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শাহরুখ খান,অক্ষয় কুমার কিংবা প্রিয়াঙ্কা চোপড়ারা।

মিলখা সিং-এর মৃত্যুতে শোকস্তব্ধ ভারত, তবে এই ক্ষতিটা ফারহান আখতারের কাছে একটু বেশি। কিংবদন্তি ভারতীয় দৌড়বিদের মৃত্যুতে ভেঙে পড়েছেন পর্দার মিলখা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলখা সিংয়ের উদ্দেশে হৃদয় নিংড়ানো বার্তা দিয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’ তারকা।

শনিবার সকালে ইনস্টাগ্রামের দেওয়ালে মিলখা সিংয়ের জন্য খোলা চিঠি লিখলেন ফারহান।
ফারহান লিখেছেন-

প্রিয় মিলখাজি,
আমার হৃদয়ের একটা অংশ এখনও এটা বিশ্বাস করতে রাজি নয় যে আপনি নেই। হয়ত ওটা বড় জেদী, যেটা হয়ত আপনার থেকেই আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটা আমার মনের সেই অংশটা যা কোনও লক্ষ্য স্থির করলে হাল ছাড়ে না। সত্যিটা হল আপনি সবসময় বেঁচে থাকবেন। কারণ আপনি শুধু একজন বড় মনের, বড় মাপের মাটির মানুষ নন, তার চেয়েও বেশি কিছু। আপনি একটা স্বপ্ন, আপনি একটা ভাবনা.. আপনি সেই বিশ্বাস যা প্রমাণ করে কঠিন অধ্যাবসায় থাকলে মানুষ আকাশও ছুঁতে পারে।
আপনি আমাদের সকলের জীবনকে ছুঁয়ে গেছেন। যাঁরা আপনাকে নিজেদের বাবা কিংবা বন্ধু হিসাবে পেয়েছে, বিশ্বাস করুন সেটা তাঁদের জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ। যাঁরা পায়নি, তাঁদের কাছে আপনার গল্পটাই অনুপ্রেরণা, সাফল্যের মধ্যেও মানবতার জয়গান তো আপনার জীবন-কাহিনি। আমার হৃদয়ের সবটুকু দিয়ে আপনাকে ভালোবাসি…’

দৌড়বিদ মিলখা সিং ও অভিনেতা ফারহান আখতাররাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত মিলখা সিংয়ের বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ’-এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান। দীর্ঘ সময় এই কিংবদন্তির সান্নিধ্যে কাটানোর সুযোগ পেয়েছেন এই বলিউড অভিনেতা, পরিচালক। ‘রক অন’ অভিনেতা ফারহানের ক্যারিয়ারের প্রথম হিট ছবি হলেও ‘ভাগ মিলখা ভাগ’ তাঁর ক্যারিয়ারকে অন্যমাত্রা দিয়েছিল। দর্শক, সমালোচক সকলের মতেই এই ছবিতে ফারহান হয়ে উঠেছিলেন সত্যিকার মিলখা।

মিলখা সিং নিজেও ফারহান আখতারের পারফরম্যান্সে অভিভূত হয়েছিলেন। জানিয়েছিলেন- ‘আমি ঠিক যেমনটা নিজেকে পর্দায় দেখতে চেয়েছিলাম… তেমনটাই দেখলাম। এর পুরো ক্রেডিট পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার। ফারহানের মধ্যে উনি আমায় খুঁজে পেয়েছেন, সেটাই সবচেয়ে বড় কথা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত