Ajker Patrika

অক্ষয় কুমার ও টাইগার শ্রফের শুটিংয়ে চিতা বাঘের হানা

অক্ষয় কুমার ও টাইগার শ্রফের শুটিংয়ে চিতা বাঘের হানা

অক্ষয় কুমার ও টাইগার শ্রফের আসন্ন সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’র শুটিং ফ্লোরে চিতা বাঘের হামলা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা থেকে পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় ছবিটির মেকআপ শিল্পী শ্রাবণ বিশ্বকর্মা আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে আছেন। তবে এ ঘটনার সময় শুটিং স্পটে অক্ষয় বা টাইগার শ্রফ উপস্থিত ছিলেন না।

শুটিং শেষ হওয়ার পর মেকআপ শিল্পী তাঁর এক বন্ধুকে হোটেলের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় একটি চিতাবাঘ হামলা করে তাঁর ওপর। হাসপাতাল থেকে শ্রাবণ বিশ্বকর্মা সংবাদমাধ্যমকে জানান, ‘বাইকে করে আমি আমার এক বন্ধুকে হোটেলে ছাড়তে গিয়েছিলাম। হঠাৎই একটি চিতা বাঘ আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে। আমি বাইক থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে ততক্ষণে আমি হাসপাতালের বিছানায়।’

এ দিকে মেকআপ শিল্পীর ওপর এই হামলায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত। বিষয়টি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘এ ঘটনার গুরুত্ব বোঝার অনুরোধ করছি। এ ধরনের ঘটনা বহুবার ঘটেছে। সর্বভারতীয় সিনে ওয়ার্কার্সের সভাপতি হিসাবে আমি জানতে চাই, কে চিতা বাঘ থেকে বাঁচার নিশ্চয়তা দেবে? ফিল্ম সিটিতে বারবার চিতা বাঘের হামলার ঘটনা ঘটে। অথচ যেখানে হাজার হাজার শুটিং হয়। আমি চাই সরকারের এ বিষয়ে নজর দেওয়া দরকার। ফিল্ম সিটি তিন শ একর জমির ওপর নির্মিত। আপনি যদি রাতে এখানে বেড়াতে যান, তাহলে দেখবেন স্ট্রিট লাইটেরও সুবিধাও নেই। এখানে লাইটের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’

বাশু ভগনানি এবং পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত অ্যাকশন ফিল্ম ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড় মিয়া ছোট মিয়া’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও গোবিন্দ। নির্মাতারা জানিয়েছেন, নতুন এই সিনেমাটি পুরোনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের সিনেমাটি থেকে শুধু নাম ধরা করা হয়েছে। গল্পেও রয়েছে ভিন্নতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত