এলাহি আয়োজনে মেয়ে ইরাকে বিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। গত ৩ জানুয়ারি নূপুর শিখরের সঙ্গে আইনি বিয়ের পর সপরিবার উদয়পুর উড়ে যান আনুষ্ঠানিক বিয়ের জন্য। তিন দিন ধরে সেখানে চলেছে বিয়ের নানা অনুষ্ঠান। আনন্দ উৎসবের শেষ দিনের সন্ধ্যায় মেয়ের জামাইকে আংটি বদল করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি আমির। চোখের জল মুছতে রুমাল বার করেন অভিনেতা। তখন পাশে থেকে সামাল দিয়েছেন সাবেক স্ত্রী রিনা দত্ত।
রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ৮ থেকে ১০ জানুয়ারি ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সংগীত—বাদ ছিল না কিছুই।
এদিন ইরার পরনে ছিল সাদা গাউন এবং নূপুর শিখরে পরেছিলেন স্যুট। অন্যান্য বলিউড বিয়ের মতো নিজের বিয়েতে মোবাইল ফোন বা ছবি তোলা নিয়ে তেমন কড়াকড়ি রাখেননি ইরা। তাই আমিরকন্যার বিয়ের অনেক ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরার বিয়ের আয়োজনে গুজরাটি ঘরানার নানা বাহারি পদ পরিবেশন করা হয়। খাবারের মেনুতে ছিল কড়ি-চাল, ডাল-বাটি-চুরমা, ডাল-ধোকলাসহ আরও অনেক সুস্বাদু পদ।
আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে আরও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকা। বলিউড ছাড়াও রাজনৈতিক একাধিক ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, করোনা মহামারির লকডাউনের সময় থেকেই কাছাকাছি আসেন ইরা-নূপুর। এমনকি আমির কন্যাকে অবসাদের সঙ্গে লড়াই করতেও সাহায্য করেছিলেন নূপুর। এক সাক্ষাৎকারে ইরা আগেই জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর...আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’
এলাহি আয়োজনে মেয়ে ইরাকে বিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা আমির খান। গত ৩ জানুয়ারি নূপুর শিখরের সঙ্গে আইনি বিয়ের পর সপরিবার উদয়পুর উড়ে যান আনুষ্ঠানিক বিয়ের জন্য। তিন দিন ধরে সেখানে চলেছে বিয়ের নানা অনুষ্ঠান। আনন্দ উৎসবের শেষ দিনের সন্ধ্যায় মেয়ের জামাইকে আংটি বদল করতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি আমির। চোখের জল মুছতে রুমাল বার করেন অভিনেতা। তখন পাশে থেকে সামাল দিয়েছেন সাবেক স্ত্রী রিনা দত্ত।
রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ৮ থেকে ১০ জানুয়ারি ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সংগীত—বাদ ছিল না কিছুই।
এদিন ইরার পরনে ছিল সাদা গাউন এবং নূপুর শিখরে পরেছিলেন স্যুট। অন্যান্য বলিউড বিয়ের মতো নিজের বিয়েতে মোবাইল ফোন বা ছবি তোলা নিয়ে তেমন কড়াকড়ি রাখেননি ইরা। তাই আমিরকন্যার বিয়ের অনেক ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরার বিয়ের আয়োজনে গুজরাটি ঘরানার নানা বাহারি পদ পরিবেশন করা হয়। খাবারের মেনুতে ছিল কড়ি-চাল, ডাল-বাটি-চুরমা, ডাল-ধোকলাসহ আরও অনেক সুস্বাদু পদ।
আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ের বিকেসি জিও সেন্টারে আরও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগন, বচ্চন পরিবার, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকার-সহ আরও অনেক তারকা। বলিউড ছাড়াও রাজনৈতিক একাধিক ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, করোনা মহামারির লকডাউনের সময় থেকেই কাছাকাছি আসেন ইরা-নূপুর। এমনকি আমির কন্যাকে অবসাদের সঙ্গে লড়াই করতেও সাহায্য করেছিলেন নূপুর। এক সাক্ষাৎকারে ইরা আগেই জানিয়েছিলেন, ‘আমরা জানি যে আমরা ৩ জানুয়ারি বিয়ে করতে চাই, কিন্তু কোন বছর...আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিইনি (হাসি!)। ৩ জানুয়ারি আমাদের জন্য খুব স্পেশাল, কারণ সেই তারিখেই আমরা প্রথম চুমু খেয়েছিলাম।’
সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় শামীম হাসান সরকারকে শেষবারের মতো সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে অভিনেতার অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।
১২ ঘণ্টা আগেরাজনীতি থেকে শুরু করে সামাজিক বিষয়, বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার জন্য প্রায়শই আলোচনায় থাকেন কঙ্গনা রনৌত। ২০২৪ সালে তিনি নির্বাচনী রাজ্য হরিয়ানায় বিজেপিকে বিপাকে ফেলেছিলেন। ওই সময় একটি সাক্ষাৎকারে অভিযোগ করেন, ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময় ‘লাশ ঝুলছিল এবং ধর্ষণ হচ্ছিল’ এবং ‘ভারতে বাংলাদে
১৮ ঘণ্টা আগেকান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।
১ দিন আগে২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
১ দিন আগে