নিজস্ব প্রতিবেদক
তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি তথাকথিত সমাজের দৃষ্টিভঙ্গি কী? তারই এক বয়ান লিখেছেন ভারতীয় নাট্যকার মহেশ দত্তানি। ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ নামের ওই নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে প্রাচ্যনাট। চলতি মাসে আগামীকাল ৯ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন মঞ্চে নাটকটির পাঁচটি প্রদর্শনী হবে।
আগামীকাল ৯ জুলাই নাটকটি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। এরপরে ১২ জুলাই একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে থাকছে আরেকটি শো। পরের দিন ১৩ জুলাই নাটকটি দেখা যাবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। একই মিলনায়তনে ১৪ জুলাই থাকছে দুটি প্রদর্শনী। বিকেল ৫টা ৩০ মিনিটে একটি আরেকটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রাচ্যনাট সূত্র জানিয়েছে, নাটক শুরু হওয়ার আগে থাকছে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স এবং প্রাচ্যনাটের সকল নাটকের পোস্টার প্রদর্শনী। ‘আগুনযাত্রা’ প্রাচ্যনাটের ৪১ তম প্রযোজনা। ভারতের নাট্যকার মহেশ দত্তানির লেখা এই নাটক অনুবাদ করেছেন শহীদুল মামুন। ভাষান্তরের পর নাম দিয়েছেন ‘আগুনযাত্রা’। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
নাটকে দেখা যাবে, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে তিনি এক হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পান। পরে জানতে পারেন, তাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তিনি জড়িয়ে পড়েন এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে।
নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শারমিন আক্তার, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রহিম খান, রকি খান, তানজি কুন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম।
সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। প্রপস পরিকল্পনা করেছেন তানজি কুন এবং পোশাক পরিকল্পনায় আফসান আনোয়ার। ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে রয়েছেন শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব।
তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি তথাকথিত সমাজের দৃষ্টিভঙ্গি কী? তারই এক বয়ান লিখেছেন ভারতীয় নাট্যকার মহেশ দত্তানি। ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ নামের ওই নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে প্রাচ্যনাট। চলতি মাসে আগামীকাল ৯ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন মঞ্চে নাটকটির পাঁচটি প্রদর্শনী হবে।
আগামীকাল ৯ জুলাই নাটকটি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। এরপরে ১২ জুলাই একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে থাকছে আরেকটি শো। পরের দিন ১৩ জুলাই নাটকটি দেখা যাবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। একই মিলনায়তনে ১৪ জুলাই থাকছে দুটি প্রদর্শনী। বিকেল ৫টা ৩০ মিনিটে একটি আরেকটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রাচ্যনাট সূত্র জানিয়েছে, নাটক শুরু হওয়ার আগে থাকছে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স এবং প্রাচ্যনাটের সকল নাটকের পোস্টার প্রদর্শনী। ‘আগুনযাত্রা’ প্রাচ্যনাটের ৪১ তম প্রযোজনা। ভারতের নাট্যকার মহেশ দত্তানির লেখা এই নাটক অনুবাদ করেছেন শহীদুল মামুন। ভাষান্তরের পর নাম দিয়েছেন ‘আগুনযাত্রা’। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
নাটকে দেখা যাবে, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে তিনি এক হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পান। পরে জানতে পারেন, তাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তিনি জড়িয়ে পড়েন এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে।
নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শারমিন আক্তার, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রহিম খান, রকি খান, তানজি কুন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম।
সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। প্রপস পরিকল্পনা করেছেন তানজি কুন এবং পোশাক পরিকল্পনায় আফসান আনোয়ার। ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে রয়েছেন শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব।
জাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
৩২ মিনিট আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
২ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৪ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়...
৪ ঘণ্টা আগে