নিজস্ব প্রতিবেদক
তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি তথাকথিত সমাজের দৃষ্টিভঙ্গি কী? তারই এক বয়ান লিখেছেন ভারতীয় নাট্যকার মহেশ দত্তানি। ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ নামের ওই নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে প্রাচ্যনাট। চলতি মাসে আগামীকাল ৯ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন মঞ্চে নাটকটির পাঁচটি প্রদর্শনী হবে।
আগামীকাল ৯ জুলাই নাটকটি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। এরপরে ১২ জুলাই একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে থাকছে আরেকটি শো। পরের দিন ১৩ জুলাই নাটকটি দেখা যাবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। একই মিলনায়তনে ১৪ জুলাই থাকছে দুটি প্রদর্শনী। বিকেল ৫টা ৩০ মিনিটে একটি আরেকটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রাচ্যনাট সূত্র জানিয়েছে, নাটক শুরু হওয়ার আগে থাকছে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স এবং প্রাচ্যনাটের সকল নাটকের পোস্টার প্রদর্শনী। ‘আগুনযাত্রা’ প্রাচ্যনাটের ৪১ তম প্রযোজনা। ভারতের নাট্যকার মহেশ দত্তানির লেখা এই নাটক অনুবাদ করেছেন শহীদুল মামুন। ভাষান্তরের পর নাম দিয়েছেন ‘আগুনযাত্রা’। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
নাটকে দেখা যাবে, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে তিনি এক হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পান। পরে জানতে পারেন, তাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তিনি জড়িয়ে পড়েন এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে।
নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শারমিন আক্তার, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রহিম খান, রকি খান, তানজি কুন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম।
সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। প্রপস পরিকল্পনা করেছেন তানজি কুন এবং পোশাক পরিকল্পনায় আফসান আনোয়ার। ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে রয়েছেন শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব।
তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি তথাকথিত সমাজের দৃষ্টিভঙ্গি কী? তারই এক বয়ান লিখেছেন ভারতীয় নাট্যকার মহেশ দত্তানি। ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ নামের ওই নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে প্রাচ্যনাট। চলতি মাসে আগামীকাল ৯ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন মঞ্চে নাটকটির পাঁচটি প্রদর্শনী হবে।
আগামীকাল ৯ জুলাই নাটকটি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে। এরপরে ১২ জুলাই একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে থাকছে আরেকটি শো। পরের দিন ১৩ জুলাই নাটকটি দেখা যাবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। একই মিলনায়তনে ১৪ জুলাই থাকছে দুটি প্রদর্শনী। বিকেল ৫টা ৩০ মিনিটে একটি আরেকটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
প্রাচ্যনাট সূত্র জানিয়েছে, নাটক শুরু হওয়ার আগে থাকছে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স এবং প্রাচ্যনাটের সকল নাটকের পোস্টার প্রদর্শনী। ‘আগুনযাত্রা’ প্রাচ্যনাটের ৪১ তম প্রযোজনা। ভারতের নাট্যকার মহেশ দত্তানির লেখা এই নাটক অনুবাদ করেছেন শহীদুল মামুন। ভাষান্তরের পর নাম দিয়েছেন ‘আগুনযাত্রা’। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
নাটকে দেখা যাবে, উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে তিনি এক হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পান। পরে জানতে পারেন, তাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তিনি জড়িয়ে পড়েন এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে।
নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শারমিন আক্তার, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রহিম খান, রকি খান, তানজি কুন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছ্বাস তালুকদার। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন মো. সাইফুল ইসলাম।
সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ। কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। প্রপস পরিকল্পনা করেছেন তানজি কুন এবং পোশাক পরিকল্পনায় আফসান আনোয়ার। ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে রয়েছেন শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব।
গত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
১ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
২ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
২ ঘণ্টা আগে৩০০ পর্ব পূর্ণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। আজ রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকটির বিশেষ এই পর্ব। নাটকের গল্পে দেখা যাচ্ছে, ৫ কোটি টাকার দেনা শোধ করতে না পারলে ভালোবাসার মানুষ, সংসার ও বাবার সম্মান হারাতে হবে পারমিতাকে।
২ ঘণ্টা আগে