Ajker Patrika

ঢাকার মঞ্চে তিন দিনে ‘আদম সুরত’-এর চার প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকার মঞ্চে তিন দিনে ‘আদম সুরত’-এর চার প্রদর্শনী

ঢাকার মঞ্চে একঝাঁক তরুণ নাট্যকর্মীর সরব অংশগ্রহণে ‘তাড়ুয়া’ নিয়ে এল তাদের নতুন প্রযোজনা ‘আদম সুরত’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।

২০১৮ সালে ‘লেট আমি আউট’ দিয়ে ঢাকার মঞ্চে যাত্রা শুরু করে ‘তাড়ুয়া’। প্রথম নাটকেই সারা জাগানো দর্শক উপস্থিতি তাড়ুয়ার নাট্যযাত্রায় গতি সঞ্চার করে। ‘আলী যাকের নতুনের উৎসব’-এ ‘আদম সুরত’-এর প্রথম প্রদর্শনীর পর আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত আদম সুরত এর ৪টি প্রদর্শনী আয়োজন করছে তাড়ুয়া। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হল এ আগামীকাল ৩০ মার্চ ও ১ এপ্রিল সন্ধ্যা ৭: ৩০টায় এবং আগামী ৩১ মার্চ শুক্রবার বিকেল ৩: ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭: ৩০ মিনিটে মঞ্চায়িত হবে 'আদম সুরত'।

ঢাকার মঞ্চে তিন দিনে ‘আদম সুরত’-এর চার প্রদর্শনীআদম সুরতে প্রতিফলিত হয়েছে আমাদের রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবনে ঘটে চলা অমানবিক ঘটনাবলি যেগুলোর বিচার তো দূর হয়তো অনেক ঘটনা লোকচক্ষুর সামনেই আসে না। এভাবেই কেটে যাচ্ছে এই ভূখণ্ডে আমাদের জীবন। সামনে আসা কিংবা আড়ালে থাকা এই টুকরো টুকরো মুহূর্তগুলো নিয়ে তাড়ুয়ার নতুন প্রযোজনা আদম সুরত। নাটকটি দর্শক মহলে নতুন চিন্তার খোরাক জোগাবে-এটাই তাড়ুয়ার নাট্যযোদ্ধাদের স্বপ্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত