Ajker Patrika

চলে গেলেন শ্যাম বেনেগাল

বিনোদন ডেস্ক
শ্যাম বেনেগাল (১৯৩৪-২০২৪)
শ্যাম বেনেগাল (১৯৩৪-২০২৪)

চলে গেলেন প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শ্যাম বেনেগালের মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল। নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। দীর্ঘদিন ধরেই কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন শ্যাম বেনেগাল। দুটি কিডনিই অচল হয়ে পড়ায় নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন তিনি।

শ্যাম বেনেগাল প্রথমে টেলিভিশনে তথ্যচিত্র নির্মাণ শুরু করেন। ১৯৭০-এর দশকে ফিচার ফিল্ম নির্মাণ শুরু করেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘অঙ্কুর’। এটি মুক্তি পায় ১৯৭৪ সালে। এরপর ‘মন্থন’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি। শ্যাম বেনেগালের সিনেমায় সমাজের নানা স্তরের মানুষ, তাদের সম্পর্ক এবং দ্বন্দ্বগুলো তুলে ধরেছেন। তিনি সমাজের অবহেলিত মানুষের কাহিনির মাধ্যমে একটি ধারা তৈরি করেছিলেন ভারতীয় সিনেমায়।

একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী (১৯৭৬), পদ্মভূষণ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’তে ভূষিত হন তিনি। বাংলাদেশি সিনেমার সঙ্গেও নাম জড়িয়ে আছে তাঁর। গত বছর মুক্তি পাওয়া শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। এটি ছিল শ্যাম বেনেগালের শেষ সিনেমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত