বিনোদন ডেস্ক
প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সময়ের বিবর্তনে ধুলা পড়া ঝাপসা প্রিন্টকে মুক্তির ৫৫ বছর পর আবার ঝকঝকে করে তোলা হয়েছে। ফোর-কে ভার্সনে রিস্টোরেশন করা হয়েছে অরণ্যের দিনরাত্রি। কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯ মে পুনরুদ্ধার করা সেই সংস্করণ দর্শক উপভোগ করলেন প্রথমবারের মতো।
১৯ মে প্যারিসের বুনুয়েল থিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টার দিকে প্রদর্শিত হয় অরণ্যের দিনরাত্রি। স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সিনেমার দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। রেড কার্পেটে জমকালো সবুজ শাড়ি ও মেয়ের ডিজাইন করা গয়নায় সেজে উঠেছিলেন শর্মিলা ঠাকুর। আর সিমি গারেওয়ালকে দেখা গেছে শ্বেতশুভ্র পোশাকে। অরণ্যের দিনরাত্রির এই বিশেষ প্রদর্শনী উপস্থাপন করেন সত্যজিৎ রায়ের অনুরাগী, আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসন।
রেগে গেলেন ডেনজেল
স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমা নিয়ে ১৯৯৩ সালের পর এবারই প্রথম কান উৎসবে এসেছিলেন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। ১৯ মে সিনেমাটির প্রিমিয়ার হয় উৎসবে। তার আগে রেড কার্পেটে ফটোগ্রাফারদের সঙ্গে একচোট ঝগড়া হয়ে যায় ডেনজেলের। ছবি তোলার সময় তারকাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় চিৎকার করে নাম ধরে ডাকেন ছবিশিকারিরা। এক ফটোগ্রাফার চিৎকার করায় ডেনজেল ওয়াশিংটন পাল্টা চিৎকার করে তাঁকে থামতে বলেন। ঘটনা সমাধানের জন্য মুহূর্তেই এগিয়ে আসেন আরও অনেকে। ফলে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি। হাইয়েস্ট টু লোয়েস্ট সিনেমার প্রদর্শনীর আগে সম্মানজনক পাম দ্য’র পুরস্কারে সম্মানিত করা হয় ডেনজেল ওয়াশিংটনকে। তাঁর অভিনীত হাইয়েস্ট টু লোয়েস্ট কানে প্রায় ৬ মিনিটের স্ট্যান্ডিং অভেশন পেয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২২ আগস্ট।
১২ মিনিটের অভেশন পেল ‘আলফা’
চার বছর আগে ‘টাইটান’ সিনেমার জন্য স্বর্ণপাম জিতেছিলেন ফরাসি নির্মাতা জুলিয়া ডুকারনাউ। এ বছর তিনি কানে এসেছিলেন নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে। এবারও তুমুল সাড়া পেলেন। প্রিমিয়ারে সিনেমাটি ১২ মিনিটের অভেশন পায়। আশি ও নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমার গল্প ১৩ বছরের কিশোরী আলফাকে ঘিরে, যে তার মায়ের সঙ্গে থাকে। প্রিমিয়ারে এসেছিলেন আলফার অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি, তাহার রহিম, এমা ম্যাকি, ফিনেগান ওল্ডফিল্ড ও লুয়াই এল আমরোসি।
প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সময়ের বিবর্তনে ধুলা পড়া ঝাপসা প্রিন্টকে মুক্তির ৫৫ বছর পর আবার ঝকঝকে করে তোলা হয়েছে। ফোর-কে ভার্সনে রিস্টোরেশন করা হয়েছে অরণ্যের দিনরাত্রি। কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯ মে পুনরুদ্ধার করা সেই সংস্করণ দর্শক উপভোগ করলেন প্রথমবারের মতো।
১৯ মে প্যারিসের বুনুয়েল থিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টার দিকে প্রদর্শিত হয় অরণ্যের দিনরাত্রি। স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সিনেমার দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। রেড কার্পেটে জমকালো সবুজ শাড়ি ও মেয়ের ডিজাইন করা গয়নায় সেজে উঠেছিলেন শর্মিলা ঠাকুর। আর সিমি গারেওয়ালকে দেখা গেছে শ্বেতশুভ্র পোশাকে। অরণ্যের দিনরাত্রির এই বিশেষ প্রদর্শনী উপস্থাপন করেন সত্যজিৎ রায়ের অনুরাগী, আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসন।
রেগে গেলেন ডেনজেল
স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমা নিয়ে ১৯৯৩ সালের পর এবারই প্রথম কান উৎসবে এসেছিলেন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। ১৯ মে সিনেমাটির প্রিমিয়ার হয় উৎসবে। তার আগে রেড কার্পেটে ফটোগ্রাফারদের সঙ্গে একচোট ঝগড়া হয়ে যায় ডেনজেলের। ছবি তোলার সময় তারকাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় চিৎকার করে নাম ধরে ডাকেন ছবিশিকারিরা। এক ফটোগ্রাফার চিৎকার করায় ডেনজেল ওয়াশিংটন পাল্টা চিৎকার করে তাঁকে থামতে বলেন। ঘটনা সমাধানের জন্য মুহূর্তেই এগিয়ে আসেন আরও অনেকে। ফলে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি। হাইয়েস্ট টু লোয়েস্ট সিনেমার প্রদর্শনীর আগে সম্মানজনক পাম দ্য’র পুরস্কারে সম্মানিত করা হয় ডেনজেল ওয়াশিংটনকে। তাঁর অভিনীত হাইয়েস্ট টু লোয়েস্ট কানে প্রায় ৬ মিনিটের স্ট্যান্ডিং অভেশন পেয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২২ আগস্ট।
১২ মিনিটের অভেশন পেল ‘আলফা’
চার বছর আগে ‘টাইটান’ সিনেমার জন্য স্বর্ণপাম জিতেছিলেন ফরাসি নির্মাতা জুলিয়া ডুকারনাউ। এ বছর তিনি কানে এসেছিলেন নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে। এবারও তুমুল সাড়া পেলেন। প্রিমিয়ারে সিনেমাটি ১২ মিনিটের অভেশন পায়। আশি ও নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমার গল্প ১৩ বছরের কিশোরী আলফাকে ঘিরে, যে তার মায়ের সঙ্গে থাকে। প্রিমিয়ারে এসেছিলেন আলফার অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি, তাহার রহিম, এমা ম্যাকি, ফিনেগান ওল্ডফিল্ড ও লুয়াই এল আমরোসি।
আজ বৃহস্পতিবার পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।
৪ ঘণ্টা আগেভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। অনেক জায়গায় বাংলাভাষীদের আটক করার কথাও শোনা যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।
৫ ঘণ্টা আগেঅন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
১২ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১২ ঘণ্টা আগে