বলিউডের ‘ন্যাশনাল ক্রাশ’ ও ‘ভাবি টু’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি তুষারে ঢাকা ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি ও ভিডিও শেয়ারও করেছেন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ওঠে স্যাম মার্চেন্টের সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। এবার ঠিক একই রকম কিছু ছবি শেয়ার দিয়েছেন স্যাম। আর এতেই দুইয়ে-দুইয়ে চার মেলান নেটিজেনরা। তবে কী প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী?
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফিনল্যান্ডে অবকাশ যাপনের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন তৃপ্তি। পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, লাল সোয়েটার ও কালো প্যান্টে তৃপ্তি তুষারপাত উপভোগ করছেন এবং বরফের ওপর মজার স্লাইড দিচ্ছেন।
ভিডিওটির ক্যাপশনে তৃপ্তি লিখেছেন, ‘তুষারকণা আর হাসি, আজ জীবনের সবচেয়ে সুখী অধ্যায়গুলোর একটি মনে হচ্ছে।’
তৃপ্তির কথিত প্রেমিক স্যাম মার্চেন্টও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একই রকম কিছু ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে তাকে তুষারপাতের আনন্দ উপভোগ করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে স্যাম লিখেছেন, ‘মুহূর্ত’। এতেই ইন্টারনেট ব্যবহারকারীরা ধরে নিয়েছেন, তৃপ্তি ও স্যাম একসঙ্গেই ফিনল্যান্ডে রয়েছেন।
সম্প্রতি তৃপ্তি ও স্যামকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে। ডিনার ডেট থেকে শুরু করে রাতের ড্রাইভ—এ বছরের বেশ কয়েকবার তারা শিরোনামে ছিলেন। তবে ত্রিপ্তি এখনো তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
গত বছর একটি সূত্র জানিয়েছিল, তৃপ্তি সম্পূর্ণ সিঙ্গেল। সূত্রটি জানায়, তৃপ্তি-স্যামের সম্পর্কের গুঞ্জন ভিত্তিহীন। তৃপ্তি একেবারেই সিঙ্গেল। কিছু মানুষের কল্পনা একটু বেশি সক্রিয়। বলিউডে এমন গুজব সাধারণ ব্যাপার।
সিনেমার দিক থেকে তৃপ্তি ডিমরির জন্য ২০২৩ ছিল একটি ব্যস্ত ও সফল বছর। সানদীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তার পারদ বেড়ে যায়। এ ছাড়া ‘বুলবুল’ ও ‘কালা’ সিনেমায় অভিনয়ের জন্যও তিনি বেশ প্রশংসিত। এ বছর তৃপ্তি অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’, ‘ব্যাড নিউজ’ ও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ মুক্তি পেয়েছে।
বলিউডের ‘ন্যাশনাল ক্রাশ’ ও ‘ভাবি টু’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি তুষারে ঢাকা ফিনল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি ও ভিডিও শেয়ারও করেছেন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ওঠে স্যাম মার্চেন্টের সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। এবার ঠিক একই রকম কিছু ছবি শেয়ার দিয়েছেন স্যাম। আর এতেই দুইয়ে-দুইয়ে চার মেলান নেটিজেনরা। তবে কী প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী?
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফিনল্যান্ডে অবকাশ যাপনের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন তৃপ্তি। পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, লাল সোয়েটার ও কালো প্যান্টে তৃপ্তি তুষারপাত উপভোগ করছেন এবং বরফের ওপর মজার স্লাইড দিচ্ছেন।
ভিডিওটির ক্যাপশনে তৃপ্তি লিখেছেন, ‘তুষারকণা আর হাসি, আজ জীবনের সবচেয়ে সুখী অধ্যায়গুলোর একটি মনে হচ্ছে।’
তৃপ্তির কথিত প্রেমিক স্যাম মার্চেন্টও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একই রকম কিছু ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে তাকে তুষারপাতের আনন্দ উপভোগ করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে স্যাম লিখেছেন, ‘মুহূর্ত’। এতেই ইন্টারনেট ব্যবহারকারীরা ধরে নিয়েছেন, তৃপ্তি ও স্যাম একসঙ্গেই ফিনল্যান্ডে রয়েছেন।
সম্প্রতি তৃপ্তি ও স্যামকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে। ডিনার ডেট থেকে শুরু করে রাতের ড্রাইভ—এ বছরের বেশ কয়েকবার তারা শিরোনামে ছিলেন। তবে ত্রিপ্তি এখনো তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
গত বছর একটি সূত্র জানিয়েছিল, তৃপ্তি সম্পূর্ণ সিঙ্গেল। সূত্রটি জানায়, তৃপ্তি-স্যামের সম্পর্কের গুঞ্জন ভিত্তিহীন। তৃপ্তি একেবারেই সিঙ্গেল। কিছু মানুষের কল্পনা একটু বেশি সক্রিয়। বলিউডে এমন গুজব সাধারণ ব্যাপার।
সিনেমার দিক থেকে তৃপ্তি ডিমরির জন্য ২০২৩ ছিল একটি ব্যস্ত ও সফল বছর। সানদীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয়ের পর তাঁর জনপ্রিয়তার পারদ বেড়ে যায়। এ ছাড়া ‘বুলবুল’ ও ‘কালা’ সিনেমায় অভিনয়ের জন্যও তিনি বেশ প্রশংসিত। এ বছর তৃপ্তি অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’, ‘ব্যাড নিউজ’ ও ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ মুক্তি পেয়েছে।
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি...
৭ ঘণ্টা আগেজনপ্রিয় গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের বোন এনোলা হোমস দুঁদে গোয়েন্দা। ভাইয়ের মতো এনোলারও শখ রহস্যের পেছনে ছুটে বেড়ানো। তাঁরও আছে নিজের ডিটেকটিভ এজেন্সি। এনোলার রহস্যময় অভিযানের সে গল্প উঠে এসেছে ন্যানসি স্প্রিংগারের ‘দ্য এনোলা হোমস মিস্ট্রিস’ উপন্যাসে।
৭ ঘণ্টা আগেইতিমধ্যে দেশের বাইরে মুক্তি পেয়েছে রোজার ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। এবার বিদেশযাত্রা শুরু হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমার। আগামীকাল ২৫ এপ্রিল কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত...
৮ ঘণ্টা আগে২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। বাংলাদেশও অংশ নেয় এই আয়োজনে। এবার দেশটির দাম্মাম শহরে সুদান, ভারত, ফিলিপাইনস ও বাংলাদেশকে নিয়ে আয়োজন করা হয়েছে...
৮ ঘণ্টা আগে