বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রামে শুরু হয় নকীব খানের সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডের গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়।
১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। সেই থেকে রেনেসাঁ নিয়েই শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন নকীব খান। এ বছর সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন তিনি।
নকীব খানের ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে হবে এই অনুষ্ঠান। আয়োজন করেছে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (টিজেএফবি)।
‘নকীব খান ফিফটি ইয়ারস সেলিব্রেশন’ শীর্ষক আয়োজনে উপস্থিত থাকবেন নকীব খানের দীর্ঘদিনের সহকর্মীরা। নকীব খানকে নিয়ে কথা বলবেন সংগীতশিল্পী খুরশীদ আলম, ফেরদৌস ওয়াহিদ, নাসিম আলী খান, রবি চৌধুরী, মনির খান, গীতিকার রিটন অধিকারী রিন্টু, সুরকার মিল্টন খন্দকারসহ অনেকে।
অনুষ্ঠানে নকীব খান তাঁর দীর্ঘ ক্যারিয়ারের পথচলা নিয়ে কথা বলবেন। গেয়ে শোনাবেন নিজের জনপ্রিয় কিছু গান। পাশাপাশি অন্য শিল্পীরাও গাইবেন তাঁর গান। এর মধ্যে রয়েছেন হুমায়রা বশির, আঁখি আলমগীর প্রমুখ।
নকীব খানের ক্যারিয়ারের ৫০ বছর পূর্তির এই আয়োজন নিয়ে টিজেএফবির সভাপতি রেদুয়ান খন্দকার বলেন, ‘নকীব খান আমাদের সংগীতজগতের একজন কিংবদন্তি। তাঁর ক্যারিয়ারের ৫০ বছর উদ্যাপনের এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি গান, গল্পে উপভোগ্য একটি আয়োজন হবে।’
এর আগে গত জানুয়ারিতে নকীব খানের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে সময় নকীব খান বলেছিলেন, ‘৫০ বছর ধরে টিকে থাকা এবং মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াটা অনেক বড় ব্যাপার। গান দিয়ে আমি সেই জায়গাটা পেয়েছি। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, মানুষের ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছু নেই।’
স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রামে শুরু হয় নকীব খানের সংগীতের যাত্রা। বালার্ক ব্যান্ডের গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়।
১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। সেই থেকে রেনেসাঁ নিয়েই শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন নকীব খান। এ বছর সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন তিনি।
নকীব খানের ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে হবে এই অনুষ্ঠান। আয়োজন করেছে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (টিজেএফবি)।
‘নকীব খান ফিফটি ইয়ারস সেলিব্রেশন’ শীর্ষক আয়োজনে উপস্থিত থাকবেন নকীব খানের দীর্ঘদিনের সহকর্মীরা। নকীব খানকে নিয়ে কথা বলবেন সংগীতশিল্পী খুরশীদ আলম, ফেরদৌস ওয়াহিদ, নাসিম আলী খান, রবি চৌধুরী, মনির খান, গীতিকার রিটন অধিকারী রিন্টু, সুরকার মিল্টন খন্দকারসহ অনেকে।
অনুষ্ঠানে নকীব খান তাঁর দীর্ঘ ক্যারিয়ারের পথচলা নিয়ে কথা বলবেন। গেয়ে শোনাবেন নিজের জনপ্রিয় কিছু গান। পাশাপাশি অন্য শিল্পীরাও গাইবেন তাঁর গান। এর মধ্যে রয়েছেন হুমায়রা বশির, আঁখি আলমগীর প্রমুখ।
নকীব খানের ক্যারিয়ারের ৫০ বছর পূর্তির এই আয়োজন নিয়ে টিজেএফবির সভাপতি রেদুয়ান খন্দকার বলেন, ‘নকীব খান আমাদের সংগীতজগতের একজন কিংবদন্তি। তাঁর ক্যারিয়ারের ৫০ বছর উদ্যাপনের এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি গান, গল্পে উপভোগ্য একটি আয়োজন হবে।’
এর আগে গত জানুয়ারিতে নকীব খানের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে সময় নকীব খান বলেছিলেন, ‘৫০ বছর ধরে টিকে থাকা এবং মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াটা অনেক বড় ব্যাপার। গান দিয়ে আমি সেই জায়গাটা পেয়েছি। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, মানুষের ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছু নেই।’
এক নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা স্বাধীন খসরু। সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজের শিল্পীরাও স্বাধীন খসরুর সেই মন্তব্য মেনে নিতে পারছেন না। অনেকে অভিনয়শিল্পী সংঘ থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেগীতিকার ও সুরকার হাশিম মাহমুদকে নিয়ে হইচই পড়ে যায় ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা গান’টি প্রকাশের পর। প্রথম গানেই পরিচিতি পান তিনি। এর পর কোক স্টুডিও বাংলায় প্রকাশ পায় তাঁর লেখা ‘কথা কইয়ো না’। ইউটিউবে এখন পর্যন্ত ৯৩ মিলিয়নের বেশি মানুষ উপভোগ করেছেন গানটি।
৪ ঘণ্টা আগে২০১২ সালে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘রাউডি রাঠোর’। বলিউডে যখনই বিনোদন আর অ্যাকশনের মসলা মেশানো সিনেমার কথা ওঠে, প্রথম সারিতে আসে রাউডি রাঠোরের নাম। অক্ষয়ের ক্যারিয়ারে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছিল এটি।
৪ ঘণ্টা আগেঅনুদানের সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে। এখন কোন পর্যায়ে রয়েছে ‘রূহের কাফেলা’ সিনেমার কাজ? সিনেমার চূড়ান্ত চিত্রনাট্যের কাজ শেষের দিকে। লোকেশন বাছাই, অভিনয়শিল্পী নির্বাচনের কাজগুলো শেষ করে যত দ্রুত সম্ভব শুটিংয়ে যেতে চাই।
১ দিন আগে