২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আধা ঘণ্টা পর প্রদর্শনী শুরু হয়। পরে বিক্ষোভকারীরা নাট্যশালার গেটের সামনে জড়ো হয়ে আবারও বিক্ষোভ করেন। একপর্যায়ে মহাপরিচালক দেশ নাটকের সদস্যদের সঙ্গে কথা বলে প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেন। এ নিয়ে তৈরি হয়েছে নানা রকম আলোচনা, প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা। শিল্পকলার বাইরে প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হতে হয় নাট্যকর্মীদের। এবার জানা গেল, শিল্পকলা একাডেমিতে আবারও হবে নিত্যপুরাণের প্রদর্শনী।
২৯ নভেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশ নাটকের প্রধান ও নিত্যপুরাণের নির্দেশক মাসুম রেজা।
মাসুম রেজা বলেন, ‘ডিজি সাহেব একটি হুমকির কারণে সেদিন নিত্যপুরাণ নাটকটি বন্ধ করেছিলেন, তিনিই শিল্পকলায় আবার নাটকটি করার অনুমতি দিয়েছেন। ২৯ তারিখ একই মঞ্চে অনুষ্ঠিত হবে নিত্যপুরাণ।’ নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘গত কয়েক দিনে শিল্পকলায় আমাদের নাট্যকর্মীদের উপস্থিতি, পুলিশ, সেনাবাহিনী সব মিলিয়ে মনে হয় না শঙ্কার কোনো কারণ আছে। এ ছাড়া নিত্যপুরাণের মঞ্চায়নের দিন শিল্পকলার বাইরে থিয়েটার গ্রুপগুলোর অনেকেই উপস্থিত থাকবেন।’
এদিকে গত বৃহস্পতিবার নাটক বন্ধ ও নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শিল্পকলা একাডেমির বাইরে পথনাটকের প্রদর্শনী করেন নাট্যকর্মীরা। এ সময় নাটকের প্রদর্শনী বন্ধ ও নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মাসুম রেজা বলেন, ‘থিয়েটারকর্মীরা দেশের মানুষের জন্য কাজ করে। নাটকের ওপর আক্রমণ হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ও সমাজ। একটি দেশের সংস্কৃতি যদি হুমকি ও ভীতিকর অবস্থায় থাকে তবে সেই দেশের কোনো পরিচিতি থাকে না। আমরা সম্মিলিতভাবে সবার সঙ্গে মিলে থিয়েটার চর্চা করতে চাই।’
২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আধা ঘণ্টা পর প্রদর্শনী শুরু হয়। পরে বিক্ষোভকারীরা নাট্যশালার গেটের সামনে জড়ো হয়ে আবারও বিক্ষোভ করেন। একপর্যায়ে মহাপরিচালক দেশ নাটকের সদস্যদের সঙ্গে কথা বলে প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেন। এ নিয়ে তৈরি হয়েছে নানা রকম আলোচনা, প্রতিবাদ জানিয়েছেন নাট্যকর্মীরা। শিল্পকলার বাইরে প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হতে হয় নাট্যকর্মীদের। এবার জানা গেল, শিল্পকলা একাডেমিতে আবারও হবে নিত্যপুরাণের প্রদর্শনী।
২৯ নভেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশ নাটকের প্রধান ও নিত্যপুরাণের নির্দেশক মাসুম রেজা।
মাসুম রেজা বলেন, ‘ডিজি সাহেব একটি হুমকির কারণে সেদিন নিত্যপুরাণ নাটকটি বন্ধ করেছিলেন, তিনিই শিল্পকলায় আবার নাটকটি করার অনুমতি দিয়েছেন। ২৯ তারিখ একই মঞ্চে অনুষ্ঠিত হবে নিত্যপুরাণ।’ নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘গত কয়েক দিনে শিল্পকলায় আমাদের নাট্যকর্মীদের উপস্থিতি, পুলিশ, সেনাবাহিনী সব মিলিয়ে মনে হয় না শঙ্কার কোনো কারণ আছে। এ ছাড়া নিত্যপুরাণের মঞ্চায়নের দিন শিল্পকলার বাইরে থিয়েটার গ্রুপগুলোর অনেকেই উপস্থিত থাকবেন।’
এদিকে গত বৃহস্পতিবার নাটক বন্ধ ও নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শিল্পকলা একাডেমির বাইরে পথনাটকের প্রদর্শনী করেন নাট্যকর্মীরা। এ সময় নাটকের প্রদর্শনী বন্ধ ও নাট্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মাসুম রেজা বলেন, ‘থিয়েটারকর্মীরা দেশের মানুষের জন্য কাজ করে। নাটকের ওপর আক্রমণ হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ ও সমাজ। একটি দেশের সংস্কৃতি যদি হুমকি ও ভীতিকর অবস্থায় থাকে তবে সেই দেশের কোনো পরিচিতি থাকে না। আমরা সম্মিলিতভাবে সবার সঙ্গে মিলে থিয়েটার চর্চা করতে চাই।’
দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
২ ঘণ্টা আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
৩ ঘণ্টা আগেবাংলা নতুন বছরের শুরুতে আগামীকাল শুক্রবার নিজেদের নন্দিত নাটক ‘খনা’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির ৯২তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
৬ ঘণ্টা আগেস্বাধীন বাংলাদেশের শুরু থেকেই ঢাকাই সিনেমার সঙ্গে জড়িত সোহেল রানা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রজগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি পায়। অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ এর দুই বছর
১৫ ঘণ্টা আগে