বেসরকারি টেলিভিশন দুরন্ত টিভিতে আসছে স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’। সারা দেশ থেকে বাছাই করা ৬৪টি স্কুল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। প্রতি পর্বে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থীর দুটি দল নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান বিজয়ের লড়াই এবং গ্র্যান্ড ফিনালে মিলে মোট ৬৫ পর্বে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম রয়েছেন এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে।
জানা বা জ্ঞানার্জন কোন ভয়ের বিষয় নয়, বরং সেটা যে আনন্দের—এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। কুইজে স্কুলে পড়ার বইয়ের প্রশ্ন আর সাধারণ জ্ঞানের পাশাপাশি উঠে এসেছে মজার ধাঁধা, শব্দজট ও বুদ্ধিদীপ্ত বিভিন্ন প্রশ্ন।
‘সবজান্তা’ অনুষ্ঠানের প্রতি পর্বে পাঁচটি রাউন্ড। ‘গোলকধাঁধা—যেখানে থাকবে বিভিন্ন মজার মজার ধাঁধা। পড়ার বইয়ের প্রশ্ন থাকবে ‘বইপোকা’ রাউন্ডে। ‘খেয়ালখুশি’ রাউন্ডে রয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন; ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি বিষয় বেছে নিয়ে উত্তর দেওয়ার সুযোগ রয়েছে এই রাউন্ডে।
বিভিন্ন শব্দজট, বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে ‘মগজধোলাই’ রাউন্ডটি। ‘বুদ্ধির বাতি’ হলো সাধারণ জ্ঞানবিষয়ক বাজার রাউন্ড। এ ছাড়া থাকবে দ্রুত প্রশ্ন-উত্তরের রাউন্ড ‘চটজলদি’।
প্রশ্ন, ধাঁধা আর বুদ্ধির এই মজার লড়াইয়ে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান বিজয়ী দলকে দেওয়া হবে এক বছরের শিক্ষাবৃত্তি। এ ছাড়া পুরস্কার হিসেবে সব দলের সদস্যরা পাবে দুরন্ত স্মারক, সার্টিফিকেট ও বই।
‘সবজান্তা’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থপ্রতিম হালদার। অনুষ্ঠানটি সম্প্রচারে আসবে আগামী ৩ ডিসেম্বর, ২০২৩, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ও রাত ৮টা ৩০ মিনিটে, শুধু দুরন্ত টিভিতে।
বেসরকারি টেলিভিশন দুরন্ত টিভিতে আসছে স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’। সারা দেশ থেকে বাছাই করা ৬৪টি স্কুল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। প্রতি পর্বে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থীর দুটি দল নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান বিজয়ের লড়াই এবং গ্র্যান্ড ফিনালে মিলে মোট ৬৫ পর্বে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম রয়েছেন এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে।
জানা বা জ্ঞানার্জন কোন ভয়ের বিষয় নয়, বরং সেটা যে আনন্দের—এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। কুইজে স্কুলে পড়ার বইয়ের প্রশ্ন আর সাধারণ জ্ঞানের পাশাপাশি উঠে এসেছে মজার ধাঁধা, শব্দজট ও বুদ্ধিদীপ্ত বিভিন্ন প্রশ্ন।
‘সবজান্তা’ অনুষ্ঠানের প্রতি পর্বে পাঁচটি রাউন্ড। ‘গোলকধাঁধা—যেখানে থাকবে বিভিন্ন মজার মজার ধাঁধা। পড়ার বইয়ের প্রশ্ন থাকবে ‘বইপোকা’ রাউন্ডে। ‘খেয়ালখুশি’ রাউন্ডে রয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন; ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি বিষয় বেছে নিয়ে উত্তর দেওয়ার সুযোগ রয়েছে এই রাউন্ডে।
বিভিন্ন শব্দজট, বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে ‘মগজধোলাই’ রাউন্ডটি। ‘বুদ্ধির বাতি’ হলো সাধারণ জ্ঞানবিষয়ক বাজার রাউন্ড। এ ছাড়া থাকবে দ্রুত প্রশ্ন-উত্তরের রাউন্ড ‘চটজলদি’।
প্রশ্ন, ধাঁধা আর বুদ্ধির এই মজার লড়াইয়ে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান বিজয়ী দলকে দেওয়া হবে এক বছরের শিক্ষাবৃত্তি। এ ছাড়া পুরস্কার হিসেবে সব দলের সদস্যরা পাবে দুরন্ত স্মারক, সার্টিফিকেট ও বই।
‘সবজান্তা’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থপ্রতিম হালদার। অনুষ্ঠানটি সম্প্রচারে আসবে আগামী ৩ ডিসেম্বর, ২০২৩, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ও রাত ৮টা ৩০ মিনিটে, শুধু দুরন্ত টিভিতে।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৮ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৪ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৪ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে