Ajker Patrika

আসছে স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৫: ৩১
Thumbnail image

বেসরকারি টেলিভিশন দুরন্ত টিভিতে আসছে স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’। সারা দেশ থেকে বাছাই করা ৬৪টি স্কুল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। প্রতি পর্বে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থীর দুটি দল নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান বিজয়ের লড়াই এবং গ্র্যান্ড ফিনালে মিলে মোট ৬৫ পর্বে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম রয়েছেন এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে।

জানা বা জ্ঞানার্জন কোন ভয়ের বিষয় নয়, বরং সেটা যে আনন্দের—এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। কুইজে স্কুলে পড়ার বইয়ের প্রশ্ন আর সাধারণ জ্ঞানের পাশাপাশি উঠে এসেছে মজার ধাঁধা, শব্দজট ও বুদ্ধিদীপ্ত বিভিন্ন প্রশ্ন। 

‘সবজান্তা’ অনুষ্ঠানের প্রতি পর্বে পাঁচটি রাউন্ড। ‘গোলকধাঁধা—যেখানে থাকবে বিভিন্ন মজার মজার ধাঁধা। পড়ার বইয়ের প্রশ্ন থাকবে ‘বইপোকা’ রাউন্ডে। ‘খেয়ালখুশি’ রাউন্ডে রয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন; ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি বিষয় বেছে নিয়ে উত্তর দেওয়ার সুযোগ রয়েছে এই রাউন্ডে।

দুরন্ত টিভিতে আসছে স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’। ছবি: দুরন্ত টিভিবিভিন্ন শব্দজট, বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে ‘মগজধোলাই’ রাউন্ডটি। ‘বুদ্ধির বাতি’ হলো সাধারণ জ্ঞানবিষয়ক বাজার রাউন্ড। এ ছাড়া থাকবে দ্রুত প্রশ্ন-উত্তরের রাউন্ড ‘চটজলদি’।

প্রশ্ন, ধাঁধা আর বুদ্ধির এই মজার লড়াইয়ে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান বিজয়ী দলকে দেওয়া হবে এক বছরের শিক্ষাবৃত্তি। এ ছাড়া পুরস্কার হিসেবে সব দলের সদস্যরা পাবে দুরন্ত স্মারক, সার্টিফিকেট ও বই।

‘সবজান্তা’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থপ্রতিম হালদার। অনুষ্ঠানটি সম্প্রচারে আসবে আগামী ৩ ডিসেম্বর, ২০২৩, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ও রাত ৮টা ৩০ মিনিটে, শুধু দুরন্ত টিভিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত