Ajker Patrika

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন বুটেক্সে

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপন বুটেক্সে

যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) উদ্‌যাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪। 

সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন দিয়ে শুরু, এরপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেলে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের মসজিদে বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের কলকাকলিতে বুটেক্স ক্যাম্পাস হয়ে ওঠে আরও রঙিন। 

দিনব্যাপী অনুষ্ঠানের পুরোটা জুড়েই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। শিশুদের মাঝেই বঙ্গবন্ধু জাতির ভবিষ্যৎ খুঁজে পেতেন উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমাদের শিশুদের মাঝে বঙ্গবন্ধুর দেশপ্রেম এবং দেশের প্রতি দায়িত্ববোধের আদর্শ ছড়িয়ে দিতে হবে।’ এ সময় তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট এবং পুরস্কার সামগ্রী তুলে দেন। 

বিকেলে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের মানুষের জন্য কাজ করা শিক্ষার্থীদের অন্যতম দায়িত্ব। দেশের যে কোনো ক্রান্তিকালে শিক্ষার্থীদের অতীত গৌরবোজ্জ্বল অধ্যায় তুলে ধরে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনগণের ট্যাক্সের টাকায় পড়ালেখা করেন। দেশের মানুষের প্রতি মমত্ববোধ দেখানো তাদের অন্যতম দায়িত্ব। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে উপস্থিত ছাত্রলীগের নেতা–কর্মীদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ড. মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে অবসরে পাঠিয়েছে সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত