Ajker Patrika

সংস্কারে শিক্ষার্থীদের মতামত প্রাধান্য দিতে হবে: ডিআইইউতে বক্তারা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১০: ৩৯
সংস্কারে শিক্ষার্থীদের মতামত প্রাধান্য দিতে হবে: ডিআইইউতে বক্তারা

দেশের উচ্চ শিক্ষা সংস্কারে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিতে মত দিয়েছেন প্যানেল আলোচনায় বক্তারা। শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যু নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত ‘আমিও জিততে চাই’ ক্যাম্পাস অ্যাকটিভেশন অনুষ্ঠানে বক্তারা এমন মতামত ব্যক্ত করেন। 

ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও ডিআইইউয়ের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারে তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয়। 

 ‘বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারে তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক প্যানেল আলোচনা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর অনিন্দ্য রহমান। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের আওতায় ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক প্রত্যাশা তুলে ধরতে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমেও গ্রহণ করা হচ্ছে নাগরিকদের দাবি ও মতামত। 

অনুষ্ঠানের শুরুতেই ক্যাম্পেইন সম্পর্কে জানান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি (প্রোগ্রামস) আমিনুল এহসান। এ সময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান বলেন, বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থার থেকে আমরা অনেক পিছিয়ে আছি কারণ আমরা আমাদের অর্জনগুলো ওয়েবসাইটে তুলে ধরতে পারছি না এটা আমাদের ব্যর্থতার জায়গা। পাশাপাশি আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয়ে বাক্‌স্বাধীনতা অভাব থাকায় আমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় থেকে পিছিয়ে আছি। 

যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমান মিশু বলেন, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থা শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা একটা ভালো চাকরির লক্ষ্য নিয়ে পড়াশোনা করি। সমাজে ভালো নাম হবে, এই আশা নিয়ে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করি। কিন্তু, বাস্তবে আমরা সেই সব উচ্চ শিক্ষা নিয়ে বেশি দূর এগোতে পারি না। আমরা একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক নাজিফা জান্নাত বলেন, একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া দেশ যে কারণে অভ্যুত্থান করা হয়েছিল সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে ছাত্রসমাজ। 

দেশের শিক্ষাব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন জানিয়ে এই সমন্বয়ক বলেন, উচ্চশিক্ষার মানকে ক্ষুণ্ন করে যত্রতত্র বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। শিক্ষা আমাদের দেশে একপ্রকার বাণিজ্য হয়ে গেছে। আমাদের এর মধ্যে থেকে বের হয়ে সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে, যেভাবে সম্প্রতি তারা অনেক বড় ত্যাগের বিনিময়ে রাজনৈতিকভাবে বিধ্বস্ত একটি দেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে। তরুণেরাই বিচক্ষণতার সঙ্গে দেশের যেকোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবে। 

শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যু নিয়ে এই ক্যাম্পাস অ্যাকটিভিশন অনুষ্ঠানে পরিবেশন করা হয় একটি ইন্টারেকটিভ থিয়েটার। এর ভিত্তিতে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হন ১০ জন শিক্ষার্থী। পাশাপাশি আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল ভিডিও বার্তা তৈরির প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষাঙ্গনের বিভিন্ন ইস্যুর সমাধান বিষয়ে মতামত তুলে ধরেন শিক্ষার্থীরা। 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস। এ সময় তিনি বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো নাগরিক প্রত্যাশা পূরণে এগিয়ে এলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। তিনি তরুণদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর কোরবান আলী, সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী, ডিআইইউয়ের সিভিল ইঞ্জিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার ইমন হাসান ভূঁইয়া, আব্দুল আওয়াল রাব্বি, ইইই ডিপার্টমেন্টের লেকচারার সাগর হাসান, সিএসই ডিপার্টমেন্টের লেকচারার রায়হান আলম সিয়াম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত