Ajker Patrika

সেমিস্টার বিরতিতে দক্ষতা বৃদ্ধি করা যায়

মমতাজ জাহান মম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫৯
সেমিস্টার বিরতিতে দক্ষতা বৃদ্ধি করা যায়

বিশ্ববিদ্যালয়গুলোয় এক সেমিস্টার শেষ হতেই শুরু হয় আরেকটি। এতে শিক্ষার্থীরা ১৫-২০ দিনের ছুটি পেয়ে থাকেন। এ সময় তাঁরা নিজেদের মতো সময়গুলো উপভোগ করেন। কিন্তু এটা দক্ষতা বৃদ্ধির কাজে লাগানো যায়।

প্রথম বর্ষে সেমিস্টার বিরতির ছুটিতে ঘোরাঘুরি করে সময় কাটান বেশির ভাগ শিক্ষার্থী। কিন্তু দ্বিতীয় বর্ষে এসে তাঁরা অনেক চিন্তায় পড়ে যান। তাই অতিরিক্ত ঘোরাফেরা না করে ছুটির এ সময়ে বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির কাজ লাগানো যায়। প্রথমত, বর্তমানে সব প্ল্যাটফর্মে ইংরেজি ভাষা খুব গুরুত্বপূর্ণ। তাই এ সময় ইংরেজি ভাষা চর্চা করা যেতে পারে। এতে ইংরেজি প্রেজেন্টেশনের ভয় অনেকটাই দূর হবে। এ ছাড়া নতুন সেমিস্টারে যে কোর্সগুলোয় রেজিস্ট্রেশন করা হয়েছে, সেগুলো সম্পর্কে মৌলিক ধারণা নিয়ে রাখলে অন্যদের থেকে এগিয়ে থাকা যায়। অপ্রয়োজনে না ঘুরে সিলেবাসের বাইরের বই পড়া যেতে পারে।

পড়াশোনা শেষে বেশির ভাগ শিক্ষার্থীর স্বপ্ন থাকে আইইএলটিএস দেওয়া। বিরতিতে নিতে পারেন তার প্রস্তুতি। মূল কথা হলো, অযথা সময় অপচয় না করে নিজের ক্যারিয়ারের কথা ভেবে ছুটির সময়টাকে কাজে লাগানোর সুযোগ করে নিতে পারেন সেমিস্টার বিরতিতে।

মমতাজ জাহান মম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত