Ajker Patrika

এনএসইউতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আলোচনা সভা

বিজ্ঞপ্তি  
এনএসইউতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আলোচনা সভা। ছবি: সংগৃহীত
এনএসইউতে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আলোচনা সভা। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গত বৃহস্পতিবার ‘ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪–আন্দোলন ও অনুপ্রেরণা’ শীর্ষক এক আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এই কর্মসূচি করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউর কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান। এরপর সুধীজনদের মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, এনএসইউয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, এনএসইউয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক নোভা আহমেদ, এনএসইউয়ের শিক্ষার্থী ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সদস্য মুনিম মুবাশ্বার, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য নাইম আবেদীন।

সেমিনারে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান আমাদের সব সময় মনে রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

দোয়া মোনাজাত ও সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

রাজধানীতে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত