Ajker Patrika

ডাকসুর সংস্কার করা গঠনতন্ত্র-আচরণবিধি সিন্ডিকেটে অনুমোদন

ঢাবি সংবাদদাতা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০০: ১২
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের সংস্কার হওয়া গঠনতন্ত্র এবং আচরণবিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা আজকের পত্রিকাকে বলেন, গতকালের সিন্ডিকেট সভায় ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে উপাচার্য তা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

অধ্যাপক সায়মা হক বলেন, সিন্ডিকেট সদস্যরা সংস্কার করা এ গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। কিছু বিষয়ে সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের কথা বলেছেন তাঁরা। তবে সেটা বড় কোনো পরিবর্তন নয়। কিছু পরামর্শ ভাষাগত, কিছু পরম্পরায় সাজানো নিয়ে। মূলত এ পরামর্শগুলো গঠনতন্ত্র ও আচরণবিধির উপস্থাপনাকে আরও সুন্দর করার লক্ষ্যে দেওয়া হয়েছে।

উপ-উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ পরামর্শগুলো নোট করেছেন। তিনি সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করে উপস্থাপনা আরও সুন্দর করার চেষ্টা করবেন। বিষয়টি আর সিন্ডিকেটে উঠবে না। সিন্ডিকেটে অনুমোদন দেওয়া সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত