ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের সংস্কার হওয়া গঠনতন্ত্র এবং আচরণবিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা আজকের পত্রিকাকে বলেন, গতকালের সিন্ডিকেট সভায় ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে উপাচার্য তা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
অধ্যাপক সায়মা হক বলেন, সিন্ডিকেট সদস্যরা সংস্কার করা এ গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। কিছু বিষয়ে সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের কথা বলেছেন তাঁরা। তবে সেটা বড় কোনো পরিবর্তন নয়। কিছু পরামর্শ ভাষাগত, কিছু পরম্পরায় সাজানো নিয়ে। মূলত এ পরামর্শগুলো গঠনতন্ত্র ও আচরণবিধির উপস্থাপনাকে আরও সুন্দর করার লক্ষ্যে দেওয়া হয়েছে।
উপ-উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ পরামর্শগুলো নোট করেছেন। তিনি সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করে উপস্থাপনা আরও সুন্দর করার চেষ্টা করবেন। বিষয়টি আর সিন্ডিকেটে উঠবে না। সিন্ডিকেটে অনুমোদন দেওয়া সম্পন্ন হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের সংস্কার হওয়া গঠনতন্ত্র এবং আচরণবিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা আজকের পত্রিকাকে বলেন, গতকালের সিন্ডিকেট সভায় ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে উপাচার্য তা চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
অধ্যাপক সায়মা হক বলেন, সিন্ডিকেট সদস্যরা সংস্কার করা এ গঠনতন্ত্র ও আচরণবিধি নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। কিছু বিষয়ে সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের কথা বলেছেন তাঁরা। তবে সেটা বড় কোনো পরিবর্তন নয়। কিছু পরামর্শ ভাষাগত, কিছু পরম্পরায় সাজানো নিয়ে। মূলত এ পরামর্শগুলো গঠনতন্ত্র ও আচরণবিধির উপস্থাপনাকে আরও সুন্দর করার লক্ষ্যে দেওয়া হয়েছে।
উপ-উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ পরামর্শগুলো নোট করেছেন। তিনি সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা করে উপস্থাপনা আরও সুন্দর করার চেষ্টা করবেন। বিষয়টি আর সিন্ডিকেটে উঠবে না। সিন্ডিকেটে অনুমোদন দেওয়া সম্পন্ন হয়েছে।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি...
১১ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২- ২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ করতে পারবেন।
১৩ ঘণ্টা আগেঅবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেতন গ্রেড উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বেতন গ্রেড উন্নীত করতে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা।
১ দিন আগেসম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে