Ajker Patrika

উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৫৭তম স্থানে উত্তরা ইউনিভার্সিটি

বিজ্ঞপ্তি
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০০: ২৫
উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৫৭তম স্থানে উত্তরা ইউনিভার্সিটি

সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উরি র‍্যাঙ্কিংয়ে এই অবস্থান লাভ উত্তরা ইউনিভার্সিটির বাস্তবভিত্তিক প্রভাব, প্রগতিশীল শিক্ষাব্যবস্থা এবং উদ্ভাবনের প্রতি তাদের অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

উরি র‍্যাঙ্কিং একটি আন্তর্জাতিক মানদণ্ড, যা সৃজনশীলতা, উদ্ভাবন এবং সামাজিক অবদানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করে। সামগ্রিকভাবে গ্লোবাল উরি র‍্যাঙ্কিংয়ে স্থান পাওয়ার পাশাপাশি উত্তরা ইউনিভার্সিটি তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে শীর্ষস্থান অর্জন করেছে—অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি বিভাগে বিশ্বে প্রথম স্থান, বিশ্ববিদ্যালয় ব্র্যান্ড ও সুনাম বিভাগে নবম স্থান, এসডিজিভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বে দশম স্থান।

এই স্বীকৃতিগুলো উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং একটি আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গঠনে এর ধারাবাহিক ভূমিকা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘এই স্বীকৃতি শুধু উত্তরা ইউনিভার্সিটির গর্ব নয়, উচ্চশিক্ষার উদ্ভাবনী দৃষ্টান্ত হিসেবে এটি বাংলাদেশেরও গর্ব। শিক্ষক ও শিক্ষার্থী সবাই মিলে আমাদের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত