অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষা বাজারে রাজস্ব দ্বিগুণ করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড সরকার। আজ সোমবার এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ২০৩৪ সালের মধ্যে আন্তর্জাতিক শিক্ষা বাজারের আকার ৭ দশমিক ২ বিলিয়ন নিউজিল্যান্ড ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাতে।
এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সময়সীমা বাড়ানো হচ্ছে। এখন থেকে যোগ্য শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন। একই সঙ্গে, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ পাবেন আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী। পাশাপাশি আগের তুলনায় বাড়ানো হচ্ছে কাজের ক্ষেত্রও।
দেশটির শিক্ষা মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান, ‘২০২৩ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। আমরা সেই প্রবৃদ্ধিকে আরও গতিশীল করে তুলতে চাই। তা নিশ্চিতেই সবচেয়ে সম্ভাবনাময় বাজারগুলোতে প্রমোশনাল কার্যক্রম জোরদার করবে নতুন নীতিমালা ‘এডুকেশন নিউজিল্যান্ড’।’
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা বাজার থেকে নিউজিল্যান্ডের অর্থনীতিতে বছরে ৩ দশমিক ৬ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার আয় হয়। সরকার সেটিকে আগামী এক দশকে দ্বিগুণ করতে চায়। ২০২৪ সালে যেখানে শিক্ষার্থী সংখ্যা ৮৩,৭০০, তা ২০২৭ সালে ১,০৫,০০০ এবং ২০৩৪ সালের মধ্যে ১,১৯,০০০-তে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে।
অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ যেখানে ঘরভাড়ার চাপে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর দিকে ঝুঁকছে, সেখানে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে নিউজিল্যান্ড। দেশটি মনে করছে, আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, যা বহুমুখী উন্নয়নেও ভূমিকা রাখে।
বিশ্লেষকেরা বলছেন, নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নিউজিল্যান্ড শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে না, একই সঙ্গে স্থানীয় শ্রমবাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি সূত্রে জানা গেছে, এই নীতির আওতায় শিক্ষা, হোটেল, পর্যটন ও খুচরা খাতে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ আরও প্রসারিত হবে
আন্তর্জাতিক শিক্ষা বাজারে রাজস্ব দ্বিগুণ করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড সরকার। আজ সোমবার এ সংক্রান্ত একটি নীতিমালা প্রকাশ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ২০৩৪ সালের মধ্যে আন্তর্জাতিক শিক্ষা বাজারের আকার ৭ দশমিক ২ বিলিয়ন নিউজিল্যান্ড ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাতে।
এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনার অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সময়সীমা বাড়ানো হচ্ছে। এখন থেকে যোগ্য শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবেন। একই সঙ্গে, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ পাবেন আরও বেশি সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী। পাশাপাশি আগের তুলনায় বাড়ানো হচ্ছে কাজের ক্ষেত্রও।
দেশটির শিক্ষা মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান, ‘২০২৩ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। আমরা সেই প্রবৃদ্ধিকে আরও গতিশীল করে তুলতে চাই। তা নিশ্চিতেই সবচেয়ে সম্ভাবনাময় বাজারগুলোতে প্রমোশনাল কার্যক্রম জোরদার করবে নতুন নীতিমালা ‘এডুকেশন নিউজিল্যান্ড’।’
বর্তমানে আন্তর্জাতিক শিক্ষা বাজার থেকে নিউজিল্যান্ডের অর্থনীতিতে বছরে ৩ দশমিক ৬ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার আয় হয়। সরকার সেটিকে আগামী এক দশকে দ্বিগুণ করতে চায়। ২০২৪ সালে যেখানে শিক্ষার্থী সংখ্যা ৮৩,৭০০, তা ২০২৭ সালে ১,০৫,০০০ এবং ২০৩৪ সালের মধ্যে ১,১৯,০০০-তে উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে।
অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ যেখানে ঘরভাড়ার চাপে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর দিকে ঝুঁকছে, সেখানে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে নিউজিল্যান্ড। দেশটি মনে করছে, আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, যা বহুমুখী উন্নয়নেও ভূমিকা রাখে।
বিশ্লেষকেরা বলছেন, নতুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নিউজিল্যান্ড শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে না, একই সঙ্গে স্থানীয় শ্রমবাজারেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি সূত্রে জানা গেছে, এই নীতির আওতায় শিক্ষা, হোটেল, পর্যটন ও খুচরা খাতে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ আরও প্রসারিত হবে
অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেতন গ্রেড উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বেতন গ্রেড উন্নীত করতে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা।
৫ ঘণ্টা আগেসম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন (WURI) ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম স্থান অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে গতকাল শনিবার (১২ জুলাই) একটি জমকালো নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ দিন আগেওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইদ রিয়েল ইমপ্যাক্ট (WURI) র্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ৮৭টি দেশের ১ হাজার ২৫৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ৭টি বাংলাদেশি প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা করে নিতে পেরেছে, যার মধ্যে ইউল্যাবই
১ দিন আগে