নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ গত মঙ্গলবার ‘দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট: বিল্ডিং এ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বারের সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং আইসিসির মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ইসতিয়াক আহমেদ। এ ছাড়া, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের শেষদিকে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রধান বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। শিক্ষার্থীদের সমালোচনামূলক প্রশ্ন ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম সম্পর্কে গভীরতর ধারণা অর্জিত হয়।
অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তা ফারহান আহমেদকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ গত মঙ্গলবার ‘দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট: বিল্ডিং এ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বারের সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং আইসিসির মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ইসতিয়াক আহমেদ। এ ছাড়া, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের শেষদিকে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রধান বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। শিক্ষার্থীদের সমালোচনামূলক প্রশ্ন ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম সম্পর্কে গভীরতর ধারণা অর্জিত হয়।
অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তা ফারহান আহমেদকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।
দেশের ৬৭টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বদলি ও পদায়ন দিয়েছে সরকার। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ এবং তিনটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়।
১৩ ঘণ্টা আগেজাপানে স্টাডি সাপোর্ট স্কলারশিপ-২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৬ ঘণ্টা আগেবাড়ি ভাড়া নিয়ে পাঠদান পরিচালনা করা ১৬টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১ দিন আগে