নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ গত মঙ্গলবার ‘দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট: বিল্ডিং এ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বারের সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং আইসিসির মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ইসতিয়াক আহমেদ। এ ছাড়া, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের শেষদিকে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রধান বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। শিক্ষার্থীদের সমালোচনামূলক প্রশ্ন ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম সম্পর্কে গভীরতর ধারণা অর্জিত হয়।
অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তা ফারহান আহমেদকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ গত মঙ্গলবার ‘দ্যা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট: বিল্ডিং এ্যা মোর জাস্ট ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফৌজদারি আইন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেম্বারের সহযোগী আইন কর্মকর্তা ফারহান আহমেদ। তিনি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ আদালতের গঠন, কার্যপ্রক্রিয়া এবং রায় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে গভীর আলোচনা করেন। এ ছাড়া, তিনি আন্তর্জাতিক অপরাধ আইন এবং আইসিসির মধ্যকার সম্পর্কের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর মানবিক ও সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের চেয়ারপারসন ইসতিয়াক আহমেদ। এ ছাড়া, আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারের শেষদিকে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব ছিল, যেখানে শিক্ষার্থীরা সরাসরি প্রধান বক্তার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। শিক্ষার্থীদের সমালোচনামূলক প্রশ্ন ও আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম সম্পর্কে গভীরতর ধারণা অর্জিত হয়।
অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তা ফারহান আহমেদকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সম্পর্কে একটি সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কলেজের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের (ndc.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।
৪৩ মিনিট আগেসব পর্যায়ের শিক্ষকের প্রধান কাজ শ্রেণিকক্ষে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পাঠদান। শিক্ষকেরা গবেষণা এবং শিক্ষা-সংক্রান্ত কাজেই নিয়োজিত থাকবেন। তাঁর চিন্তা-জ্ঞান-ধ্যান-ধারণা শিক্ষার্থীর মান উন্নয়নে ব্যয় হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শিক্ষকদের পাঠদানবহির্ভূত বহুমুখী কাজে যুক্ত করা হচ্ছে। এসব কাজে শিক্ষকেরা..
৯ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত হবে। বিদ্যমান একাডেমিক কাঠামোতে, অর্থাৎ বিগত বছরগুলোর মতো চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও তিন ইউনিটে অনুষ্ঠিত হবে...
১২ ঘণ্টা আগেদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে