Ajker Patrika

বিএসএমআরএমইউ হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডে চ্যাম্পিয়ন ‘ম্যাভেরিক ইনোভেটরস

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৫৮
বিএসএমআরএমইউ হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডে চ্যাম্পিয়ন ‘ম্যাভেরিক ইনোভেটরস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে (বিএসএমআরএমইউ) সোশ্যাল এন্ট্রাপ্রেনিউরসশিপ প্রোগ্রাম ‘হাল্ট প্রাইজ’-এর অন ক্যাম্পাস রাউন্ডের গ্র‍্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি অনুষ্ঠিত গ্র‍্যান্ড ফিনালে অংশ নেয় প্রাথমিক রাউন্ড থেকে উঠে আসা ১২টি দল। শুরুতে দলগুলোকে সব নিয়ম জানিয়ে দেওয়া হয়। প্রতিটি দলের জন্য ৪ মিনিট এবং বিচারকদের প্রশ্ন করার জন্য ২ মিনিট সময় দেওয়া হয়। দলগুলো নিজেদের বিজনেস প্ল্যান বিচারকদের সামনে উপস্থাপন করে। পরে প্রতিযোগীরা বিচারকমণ্ডলীর প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন। এর মাধ্যমে বিজ্ঞ বিচারকমণ্ডলী উপস্থাপিত আইডিয়াগুলোকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে সেরা আইডিয়া বের করেন। বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে প্রথম রানারআপ, দ্বিতীয় রানারআপ এবং চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়।

বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ডিপার্টমেন্ট অব মেরিটাইম ল অ্যান্ড পলিসির প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী টিম লিডার মো. সামিউল ইসলাম প্রমি, রাকিবুল হুদা, মাহরিব ইসলাম, মিতবা ফাইরুজ মঞ্জুর এবং সুমাইয়া মেহজাবিন—এই পাঁচ সদস্যের দল ম্যাভেরিক ইনোভেটরস। প্রথম রানারআপ রামেসাস টি৪ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন যৌথভাবে ইনোভেট এলিট এবং টিম নাটস অ্যান্ড বোল্টস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত